রাজকুমার যৌন নির্যাতক নন

রাজকুমার হিরানি
রাজকুমার হিরানি

নামজাদা নির্মাতা রাজকুমার হিরানির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ কিছুতেই মানতে পারছে না বলিউড। খ্যাতনামা এই পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছে তাঁর ‘সঞ্জু’ ছবির এক নারী সহপরিচালক। তবে চুপ করে বসে থাকবেন না রাজকুমার। তিনি আইনি পদক্ষেপ নিতে চলেছেন। তাঁর দাবি, তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে। এ অভিযোগ থেকে পুরোপুরি মুক্ত না হওয়া পর্যন্ত ‘মুন্না ভাই থ্রি’ অনিশ্চিত। আর রাজকুমারের ঘোর বিপদে তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন বলিউডের সঙ্গীরা। তাঁদের সবাই বলছেন, রাজকুমার যৌন নির্যাতক নন, হতে পারেন না।

বনি কাপুর
রাজকুমারের পাশে দাঁড়িয়েছেন চিত্রনির্মাতা বনি কাপুর। ঘটনা প্রসঙ্গে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘রাজকুমার হিরানি খুবই সজ্জন ব্যক্তি। তিনি এ ধরনের কোনো কাজ করতেই পারেন না। আমি এ অভিযোগ বিশ্বাস করি না।’

দিয়া মির্জা
বলিউড অভিনেত্রী দিয়া মির্জা ভারতীয় এক পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘খবরটি শুনে আমি খুব দুঃখ পেয়েছি। গত ১৫ বছর ধরে আমি রাজু স্যারকে চিনি। আমি শুধু চাই তদন্তের মাধ্যমে যেন প্রকৃত সত্য প্রকাশিত হয়। আজ অবধি আমি যত মানুষের সঙ্গে কাজ করেছি, তাঁদের মধ্যে তিনি সবচেয়ে ভালো মানুষ।’

অমরদীপ ঝাঁ
রাজকুমার হিরানির ‘থ্রি ইডিয়েটস’ এবং ‘পিকে’ ছবিতে কাজ করেছেন অমরদীপ ঝাঁ। তিনি রাজকুমারের বিরুদ্ধে এ অভিযোগ মেনে নিতে পারেননি। এ অভিনেত্রীর বক্তব্য, ‘আমি এই খবর শুনে অবাক হয়ে যাই। এই খবর আমি একদম বিশ্বাস করি না। সেটে তিনি দারুণ একটা মানুষ। সবার সঙ্গে ভালো ব্যবহার করতেন। খুবই অমায়িক মানুষ তিনি। সেটে আমিও তাঁর সঙ্গে সময় কাটিয়েছি। আমি স্বপ্নেও এটা বিশ্বাস করতে পারি না।’

শরমন যোশী
‘থ্রি ইডিয়েটস’ ছবিতে শরমন যোশী কাজ করেছেন। তিনিও রাজকুমারের পাশে দাঁড়িয়েছেন। শরমন টুইট করে বলেছেন, ‘একতা, সততা, দয়ার মিশেলে রাজু স্যার এক সম্মানী ব্যক্তি। এসব গুণ আজকাল মানুষের মধ্যে থাকে না। আমি তাঁর দ্বারা ভীষণভাবে প্রভাবিত। আর তাঁর কাছ থেকে শিখেই আমি একজন উন্নত মানুষ হতে পেরেছি। বুঝতে পারছি, সময় কতটা বাজে এখন। এই অসময় কেটে যাবে।’