আলিয়ার মায়ের ছবি নিষিদ্ধ!

সোনি রাজদান ও আলিয়া ভাট
সোনি রাজদান ও আলিয়া ভাট

আটকে গেছে বলিউড তারকা আলিয়া ভাটের মা সোনি রাজদানের ছবি ‘নো ফাদারস ইন কাশ্মীর’। ভারতের চলচ্চিত্রের ছাড়পত্র দাতা প্রতিষ্ঠান সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনকে (সিবিএফসি) ছবিটি ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি টুইটারে লিখেছেন, ‘এটি সহানুভূতি ও সমবেদনার ছবি।’ ছবিটিতে সোনি রাজদান অভিনয় করেছেন। ছবির কাহিনি লিখেছেন ও পরিচালনা করেছেন অশ্বিন কুমার।

যদিও সিবিএফসি জানিয়েছে, ছবি ব্যান করার যে খবর ছড়িয়েছে, সেটি সঠিক নয়। এ রকম খবর ছড়ানো দুঃখজনক। যাঁরা এ খবর ছড়িয়েছেন, এর দায় তাঁদের। ‘নো ফাদারস ইন কাশ্মীর’ ছবিটি সিবিএফসিতে পড়ে আছে প্রায় ছয় মাস। ছবিটিকে ‘এ’ সনদ দেওয়া হলেও এর নির্মাতারা চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, ‘এ নয়, ছবিটি ইউ/এ সনদ পাওয়ার যোগ্য।’

‘নো ফাদারস ইন কাশ্মীর’ ছবির দৃশ্য
‘নো ফাদারস ইন কাশ্মীর’ ছবির দৃশ্য

অভিনয়শিল্পী শ্বেতা ভাস্কর যখন ছবিটির পরিচালক অশ্বিন কুমারের পাশে এসে দাঁড়ালেন, তখনই আলিয়া প্রতিক্রিয়া জানান। তিনি বলছেন, ছবিটিকে ব্যান করা হয়েছে। এক টুইটে তিনি লিখেছেন, ‘টিনেজ প্রেমের ছবি “নো ফাদারস ইন কাশ্মীর”। এই ছবির জন্য পুরো দল অমানবিক পরিশ্রম করেছে। আশা করি সিবিএফসি ছবিটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে। এটি কেবলই সহানুভূতি আর সমবেদনার ছবি। ভালোবাসার জন্য একটু সুযোগ দেওয়া হোক।’

এক প্রতিবেদনে বলা হয়েছে, সিবিএফসি ‘নো ফাদারস ইন কাশ্মীর’ ছবিকে ‘এ’ সনদ দেওয়া হয়েছে, যা একেবারেই অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত। নির্মাতারা এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে ফিল্ম সার্টিফিকেশন বোর্ডকে চিঠি দিয়েছে।

মুম্বাইয়ের সিবিএফসি কর্মকর্তা তুষার কুমার বলেছেন, ‘আমরা হতাশ। বিষয়টি নিয়ে ভুল তথ্য প্রচার করা হচ্ছে। ছবিটি ব্যান করা হয়নি। যাঁরা এসব গুজব ছড়াচ্ছেন, সেসবের দায়িত্ব তাঁদের। আমরা ছবিটিকে ছাড়পত্র দিয়েছি।’ ডেকান ক্রনিকল