স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে মোশাররফ করিম

লাগেজ স্বল্পদৈর্ঘ্যে অভিনয় করেছেন মোশাররফ করিম
লাগেজ স্বল্পদৈর্ঘ্যে অভিনয় করেছেন মোশাররফ করিম

মুঠোফোনের ওপাশ থেকেই মোশাররফ করিম বললেন, ‘দারুণ গল্প। অনেক দিন পর শুটিং করে মজা পাচ্ছি।’ কদিন আগে মিরপুরে জনপ্রিয় এই অভিনেতা শুটিং করছিলেন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের। শুটিংয়ের ফাঁকে কথা হয় তাঁর সঙ্গে। বলেন, ‘এ ধরনের অভিনয় সচরাচর করা হয় না। আজ করতে পেরে ভালো লাগছে।’ অবশ্য পরিচালক শরাফ আহমেদ জীবন এটাকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বলতে নারাজ। তাঁর ভাষায় ‘এটা শর্ট লেন্থের ফিল্ম’।

তবে চলচ্চিত্রটিকে যেভাবেই ডাকা হোক না কেন, মাসের মাঝামাঝিতে মালয়েশিয়া থেকে ফিরে অভিনয় করে দারুণ উচ্ছ্বসিত মোশাররফ করিম। ছবির গল্প নিয়ে পরিচালক বলেন, ‘ছবিটির নাম “লাগেজ”। আদতে পুরো গল্পে একটা লাগেজ বড় ভূমিকা রেখেছে। আর ছবির পুরোটা জুড়ে আছে মোশাররফ করিমের দাপুটে অভিনয়। দর্শক আটকে থাকবে বলে আমার বিশ্বাস।’

২০ মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির শুটিং হয়েছে পুরো ২৪ ঘণ্টা। একটানা শুটিং করে শেষ করেছেন কাজ। এখন চলছে সম্পাদনা। সেটা শেষ হলেই উঠে যাবে আইফ্লিক্সে। চলচ্চিত্রটি দেখার জন্য সেখানেই ঢুঁ মারতে হবে দর্শককে।