শাবানা ম্যাডামের কান্নার অভিনয় দেখে হিংসা হয়: আঁচল

আঁচল
আঁচল

গত রোববার দুপুরে সিনেস্পট অ্যাপসে উঠেছে ১২ পর্বের ওয়েব সিরিজ ‘ইন্দুবালা’র প্রথম পর্ব। অনন্য মামুন পরিচালিত এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন চিত্রনায়িকা আঁচল। ওয়েব সিরিজে অভিনয়ে এটি তাঁর প্রথম অভিজ্ঞতা। এ ছাড়া দীর্ঘ বিরতির পর আগামী ৮ ফেব্রুয়ারি বড় পর্দায় মুক্তি পাচ্ছে আঁচলের নতুন সিনেমা দাগ হৃদয়ে। 

‘ইন্দুবালা’র প্রথম পর্ব মুক্তি পেয়েছে। সাড়া কেমন? 
সবেমাত্র ওয়েব সিরিজটির প্রথম পর্ব মুক্তি পেয়েছে। পর্বটি দেখে বেশ কয়েকজন ভালো লাগার কথা বলেছেন। আশা করছি, সব পর্ব মুক্তি পাওয়ার পর ভালো সাড়া পাওয়া যাবে।

বাকি পর্ব কবে মুক্তি পাবে? 
প্রযোজনা প্রতিষ্ঠানের কাছ থেকে শুনেছি সামনে প্রতি সপ্তাহে রোববার ও বৃহস্পতিবার একটি পর্ব করে প্রকাশিত হবে।

ওয়েব সিরিজে প্রথম অভিনয়। অভিজ্ঞতা কেমন ছিল? 
খুবই ভালো। সিনেমার আদলেই কলকাতা ও ঢাকা মিলিয়ে শুটিং হয়েছে। আমার চরিত্রটি পুলিশের সিআইডি কর্মকর্তার।

নতুন কোনো কাজের কথা চলছে? 
অনন্য মামুনের ‘জার্নি’ নামে আরেকটি ওয়েব সিরিজে কাজের ব্যাপারে কথাবার্তা চূড়ান্ত হয়েছে। শুটিং হবে ইন্দোনেশিয়ায়। ২ ফেব্রুয়ারি গিয়ে পরদিন থেকে টানা ১১ ফেব্রুয়ারি পর্যন্ত শুটিং করব সেখানে।

চলচ্চিত্রে অভিনয় করছেন তো? 
২০১৬ সালে সুলতানা বিবিয়ানা মুক্তি পায়। আগামী ৮ ফেব্রুয়ারি দাগ হৃদয়ে মুক্তি পাচ্ছে। যদিও এই ছবির শুটিং হয়েছে বেশ আগে। মধ্যের সময়টাতে তেমন একটা কাজ করা হয়নি।

এখন নতুন কোনো ছবিতে কাজ করছেন কি? 
রাগী নামে নতুন একটি ছবিতে কাজ শুরু করেছি।

শেষ তিন প্রশ্ন
কে সহশিল্পী হিসেবে বেশি ভালো—শাকিব খান, নাকি আরিফিন শুভ?
দুজনই সহশিল্পী হিসেবে ভালো।

কোন অভিনেত্রীকে হিংসা হয়?
শাবানা ম্যাডামের কান্নার অভিনয় দেখে হিংসা হয়।

একজনকে আপনার ফেসবুক পাসওয়ার্ড দিতে বলা হলে কাকে দেবেন?
আমার ছোট ভাইকে।