গাড়ি টেনে নিয়ে গেলেন নায়িকা!

ব্রি লারসন
ব্রি লারসন

অতিমানবীর চরিত্রে অভিনয়ের জন্য নিজেকে সেভাবেই প্রস্তুত করেছেন অস্কারজয়ী ব্রি লারসন। তাঁর মুক্তিপ্রতীক্ষিত ছবি ‘ক্যাপ্টেন মার্ভেল’–এর জন্য এই অভিনেত্রী কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে গেছেন। শারীরিকভাবে নিজেকে এতটাই ফিট করে গড়ে তুলেছেন যে এখন তিনি একটা আস্ত জিপগাড়িও একা টেনে নিতে পারেন। এমনটা ব্রি শুধু মুখেই বলেননি, ভিডিও করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছেন।

সম্প্রতি ‘ক্যাপ্টেন মার্ভেল’ ছবিটি নিয়ে কথা বলতে এলেন ডিজেনারেস শোতে এসেছিলেন ব্রি লারসন। মার্ভেলের এই নতুন সুপারহিরো ছবিটি আগামী মার্চ মাসে বিশ্বব্যাপী মুক্তি পাবে। এলেনের শোতে এসে ছবির কেন্দ্রীয় অভিনেত্রী ব্রি বলেন, ‘ছবিটির জন্য আমাকে ৯ মাস লম্বা প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়েছে। ছবিতে আমাকে দেখা যাবে একটা গ্রহকে সরিয়ে আরেক জায়গায় নিয়ে যেতে। বাস্তব জীবনে চেয়েছিলাম গ্রহ না হোক, অন্তত একটা গাড়ি সরানোর মতো শক্তি অর্জন করতে। আমার ট্রেইনার আমাকে ৯ মাসে সেভাবেই তৈরি করেছেন।’

২০১৮ সালের শুরুতে যিনি একটা পানির বোতল খোলার জন্য অন্য একজনের সাহায্য নিতেন, সেই ব্রি এখন ২২৫ পাউন্ডের ডাম্বল তুলে ফেলতে পারেন অনায়াসে। ব্রি জানান, হলিউডের খ্যাতিমান ট্রেইনার জ্যাসন ওয়ালশের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। প্রশিক্ষণ শেষে ব্রি এই জ্যাসনেরই ১ হাজার ৮০০ কেজির জিপগাড়িকে একা পিঠ দিয়ে ঠেলে নিয়ে যান অনেকটা পথ।

মার্ভেলের এ বছরের প্রথম ছবি হতে যাচ্ছে ‘ক্যাপ্টেন মার্ভেল’। এরপরই বহুল প্রতীক্ষিত ছবি ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ মুক্তি পাবে। ধারণা করা হচ্ছে, ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’–এর আগে ব্রি লারসনের এই ছবি মার্ভেল–ভক্তদের এমসিইউ (মার্ভেল কমিক ইউনিভার্স) নিয়ে কৌতূহল আরও বাড়াবে। ইয়াহু মুভিজ