অতিথি চরিত্রে টুটুল

ভালোবাসাবাসি টেলিছবিতে এফ এস নাঈম ও এস আই টুটুল
ভালোবাসাবাসি টেলিছবিতে এফ এস নাঈম ও এস আই টুটুল

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের বেশ কিছু নাটকে অভিনয় করেছিলেন সংগীতশিল্পী এস আই টুটুল। রুপালি রাত্রি, চরণরেখাসহ বেশ কিছু নাটকে ছিল এই গায়কের সরব উপস্থিতি। অনেক দিন পরে আবারও অভিনয় করলেন তিনি। তবে সেটা অতিথি চরিত্রে। ‘ভালোবাসাবাসি’ নামে টেলিছবিটি নির্মাণ করেছেন তুহিন হোসেন। পরিচালক জানালেন, নাটকটি ও হেনরির ‘গিফট অব দ্য মেজাই’ ছোটগল্প অবলম্বনে তৈরি। চিত্রনাট্য লিখেছেন সারওয়ার রেজা।

টেলিছবিতে অভিনয় প্রসঙ্গে টুটুল বলেন, ‘অনেক দিন পর অভিনয় করলাম। চরিত্রটা আমারই বলতে পারেন। এস আই টুটুলের চরিত্রে তো আমিই অভিনয় করব। আমার চরিত্রের বাইরে কিছু করিনি।’

নির্মাতা তুহিন হোসেন জানালেন, গত সপ্তাহে নাটকটির শুটিং করেছেন মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, শ্যামলী, কল্যাণপুর, উত্তরা, আসাদগেট এলাকায়। এতে আরও অভিনয় করেছেন মৌরি সেলিম, এফ এস নাঈম, শেলি আহসান, নিকুল কুমার।

এস আই টুটুলের অভিনয় প্রসঙ্গে পরিচালক বলেন, ‘একটি রেস্টুরেন্ট উদ্বোধন করতে আসেন একজন গায়ক। সেই গায়ক এস আই টুটুল। তাঁর সঙ্গে দেখা হয় টেলিছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা এফ এস নাঈমের। সে একজন ফটোগ্রাফার। টুটুলের সঙ্গে দেখা করে অটোগ্রাফ চায় নাঈম। সেলফির এই সময়ে অটোগ্রাফ চাওয়ার কারণ কী, জানতে চান গায়ক। এটাই দৃশ্য।’

টেলিছবিটি ভালোবাসা দিবসের জন্য বানানো হয়েছে। এটি প্রচারিত হবে ১৪ ফেব্রুয়ারি বেলা আড়াইটায় এনটিভিতে।