বারীণ মজুমদার সংগীত উৎসব কাল থেকে

বারীণ মজুমদার
বারীণ মজুমদার

সংগীতজ্ঞ বারীণ মজুমদারের উদ্যোগে সরকারি সংগীত কলেজ প্রতিষ্ঠা পায়। বারীণ মজুমদারের জন্মদিন উপলক্ষে কাল ১৪ ফেব্রুয়ারি ও পরদিন প্রতিষ্ঠানটির আয়োজনে অনুষ্ঠিত হবে পণ্ডিত বারীণ মজুমদার সংগীত উৎসব। রাজধানীর আগারগাঁওয়ের কলেজ ক্যাম্পাসে দুই দিনব্যাপী উৎসবে সংগীত পরিবেশনায় অংশ নেবেন প্রখ্যাত শিল্পীসহ প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। পরিবেশিত হবে শাস্ত্রীয় সংগীত, লোকগান, ব্যান্ড সংগীত, ঋতুবন্দনা, ভাষার গানসহ শিকড়সন্ধানী হাজার বছরের বাংলা গান। অনুষ্ঠানে পণ্ডিত বারীণ মজুমদার সম্মাননা প্রদান করা হবে বিশিষ্ট নজরুলসংগীতশিল্পী খালিদ হোসেনকে।