মহেশের ৬ কোটির রুপির ভ্যানিটি ভ্যান

টয়োটা ল্যান্ড ক্রুজার বেশ পছন্দ মহেশের। ছবি: সংগৃহীত
টয়োটা ল্যান্ড ক্রুজার বেশ পছন্দ মহেশের। ছবি: সংগৃহীত

ভারতের তেলেগু ছবির অন্যতম জনপ্রিয় অভিনেতা মহেশ বাবুর সময় বেশ রমরমা যাচ্ছে। ‘ভারত’ ছবির সাফল্যর পর নতুন ছবির কাজ শুরু করেছেন। বলিউডে যেমন শাহরুখ-সালমান-আমিররা জনপ্রিয়, দক্ষিণী ছবিতে মহেশ তেমনি। আয়ের দিক থেকে বলিউডের অনেকেই তাঁর পেছনে। ছবিপ্রতি পকেটে রুপি পোরার ক্ষেত্রেও অনেকের চেয়ে এগিয়ে মহেশ বাবু। আর তাঁর ভ্যানিটি ভ্যানের দামও শাহরুখ খানের ভ্যানের চেয়ে বেশি।

টাইমস নাউর খবরে বলা হয়েছে, ‘স্পাইডার’ ছবিতে গড়পড়তা ব্যবসা করায় ‘ভারত’ নিয়ে বেশ আশাবাদী ছিলেন মহেশ। ছবিটি বক্স অফিসে ভালোই ব্যবসা করেছে। মুক্তির পর ছবিটি ৪০০ কোটি রুপি ব্যবসা করেছে। ছবিতে বিদেশপড়ুয়া মহেশ ছবিতে মুখ্যমন্ত্রী হয়েই রাজ্যর সমস্যা সমাধানে কাজ করতে গিয়ে পড়েছেন বিপদে। কাটিয়ে উঠেছেন। বুঝেছেন কীভাবে সমস্যার সমাধান হবে। এর পরই মহেশের দাম বেড়ে গেছে। মহেশের ব্যাংক অ্যাকাউন্টে আছে ১৩৫ কোটি রুপি। বছরে আয় ৩৫ কোটি রুপি। আর ছবিপ্রতি এখন নিচ্ছেন ২০ কোটি রুপির মতো।

মাঝেমধ্যে বউ-বাচ্চাদের নিয়ে অডি এ এইট গাড়িতে ঘুরতে বেরিয়ে পড়েন মহেশ। ছবি: সংগৃহীত
মাঝেমধ্যে বউ-বাচ্চাদের নিয়ে অডি এ এইট গাড়িতে ঘুরতে বেরিয়ে পড়েন মহেশ। ছবি: সংগৃহীত

মহেশ বাবু পরবর্তী ছবি নিয়ে ব্যস্ত। এ ছাড়া ক্যাটরিনা কাইফের সঙ্গে একটি ছবি করছেন তিনি। ২০০৫ সালে পেশাদার অভিনেতা হিসেবে বড় পর্দায় অভিষেক মহেশের। তবে শিশুশিল্পী হিসেবে অভিষেক ১৯৭৯ সালে। ৪৩ বছর বয়সী মহেশ অভিনেত্রী নম্রতা শিরোদকরকে নিয়ে তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদের জুবলি হিলের আলিশান বাংলোতে থাকেন।

মহেশের গ্যারেজে আছে ২ কোটি ১ লাখ রুপির রেঞ্জ রোভার ভগ। ছবি: সংগৃহীত
মহেশের গ্যারেজে আছে ২ কোটি ১ লাখ রুপির রেঞ্জ রোভার ভগ। ছবি: সংগৃহীত

প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীর একটি করে ভ্যানিটি ভ্যান থাকে। শুটিংয়ে আগে মেকাপ ও আনুষঙ্গিক কাজ এখানেই সেরে নেন অভিনেতারা। মহেশ বাবুর ভ্যানিটি ভ্যানের দাম হলিউডের অনেক অভিনয়শিল্পীর চেয়ে বেশি। মহেশের ভ্যানিটি ভ্যানের দাম বলিউড কিং শাহরুখ খানের ভ্যানের চেয়ে বেশি। শুধু তা-ই নয় ‘শ্রীমানথুডু’, ‘বিজনেসম্যান’, ‘এনকাউন্টার শংকর’, ‘স্পাইডার’সহ অনেক সিনেমার অভিনেতা মহেশের গ্যারেজে আছে অনেক দামি গাড়িও। আছে ৯২ লাখ রুপির টয়োটা ল্যান্ড ক্রুজার, ১ কোটি ১২ লাখ রুপির অডি এ এইট, ২ কোটি ১ লাখ রুপির রেঞ্জ রোভার ভগ। মহেশের ভ্যানিটি ভ্যানের দাম ৬ কোটি ২ লাখ রুপি। আর হায়দরাবাদের জুবলি হিলের বাড়ির দাম ১৪ কোটি রুপি।

মহেশ বাবুর এই ভ্যানিটি ভ্যানের দাম ৬ কোটি ২ লাখ রুপি। এটি শাহরুখের ভ্যানিটি ভ্যানের চেয়েও দামি। ছবি: সংগৃহীত
মহেশ বাবুর এই ভ্যানিটি ভ্যানের দাম ৬ কোটি ২ লাখ রুপি। এটি শাহরুখের ভ্যানিটি ভ্যানের চেয়েও দামি। ছবি: সংগৃহীত

বিবাহবার্ষিকীর ছবি ভাইরাল
বিয়ের ১৪তম বার্ষিকী উদযাপন করলেন মহেশ বাবু। গত সোমবার স্ত্রী নম্রতা শিরোদকরের জন্য ইনস্টাগ্রামে মিষ্টি প্রেমের বার্তা পোস্ট করে দুজনের একটি ছবি জুড়ে দেন মহেশ। তত্‍ক্ষণাত্‍ ছড়িয়ে পড়ে সেই ছবি। ছবিতে লাইকের সংখ্যা ছাড়িয়েছে গেছে ৫ লাখ! মন্তব্যও সাড়ে ৩ হাজারের বেশি। পোস্টে রিপ্লাই দিয়েছেন নম্রতাও। লিখেছেন, ‘বিয়ের পরে আমার জীবনের সবচেয়ে সুন্দর ১৪টা বছর উপহার দেওয়ার জন্য তোমাকেও অনেক ধন্যবাদ মহেশ। বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা জানাই। ’

হায়দরাবাদের জুবলি হিলের এই বাড়িটি মহেশের। ছবি: সংগৃহীত
হায়দরাবাদের জুবলি হিলের এই বাড়িটি মহেশের। ছবি: সংগৃহীত

আজ থেকে ১৪ বছর আগে বি গোপালের ‘ভামসি’ ছবির সেটে মহেশ বাবু ও নম্রতার প্রথমবার দেখা হয়। কিছুদিন প্রেম চলার পরে বিয়ে করেন। ‌ দুই সন্তান আছে তাঁদের। ছেলে গৌতমের বয়স ১২ আর মেয়ে সিতারার বয়স ৬ বছর।

গতকাল সোমবার নম্রতা শিরোদকর ও মহেশ বাবুর বিয়ের ১৪তম বার্ষিকী ছিল। ছবি: সংগৃহীত
গতকাল সোমবার নম্রতা শিরোদকর ও মহেশ বাবুর বিয়ের ১৪তম বার্ষিকী ছিল। ছবি: সংগৃহীত

মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন নম্রতা শিরোদকর। ১৯৯৩ সালে ফেমিনা মিস ইন্ডিয়া ইউনিভার্স বিজয়ী হন তিনি। অক্ষয় কুমার ও সুনীল শেঠির সঙ্গে প্রথম একটি বলিউড সিনেমায় অভিনয় করেন তিনি। যদিও সিনেমাটি আর মুক্তি পায়নি। এরপর ‘যাব পেয়ার কিসিসে হোতা হে’ সিনেমায় অভিনয় করেন। ১৯৯৮ সালে মুক্তি পায় ছবিটি। এতে সালমান খানের বিপরীতে অভিনয় করেন তিনি। এরপর বলিউডের অনেক সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। এ ছাড়া ভারতের কন্নড়, মালায়লাম, মারাঠি ও তেলেগু ভাষার সিনেমায় অভিনয় করেছেন নম্রতা।

পরিবারের সঙ্গে মহেশ বাবু। ছবি: সংগৃহীত
পরিবারের সঙ্গে মহেশ বাবু। ছবি: সংগৃহীত