ক্ষোভ বলিউড তারকাদের কণ্ঠেও

জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলায় ৪২ জওয়ান নিহত হয়েছেন। পুলওয়ামায় শ্রীনগর-জম্মু জাতীয় সড়কের ওপর সিআরপিএফের জওয়ানদের বহনকারী দুটি গাড়ি লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। ছবি: সংগৃহীত
জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলায় ৪২ জওয়ান নিহত হয়েছেন। পুলওয়ামায় শ্রীনগর-জম্মু জাতীয় সড়কের ওপর সিআরপিএফের জওয়ানদের বহনকারী দুটি গাড়ি লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। ছবি: সংগৃহীত

যখন ভ্যালেন্টাইন ডে উদযাপন করা হচ্ছে, তখন ভারতশাসিত জম্মু-কাশ্মীরে বোমা হামলায় দেশটির সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) অন্তত ৪২ জন সদস্য নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা সোয়া তিনটা নাগাদ রাজ্যের পুলওয়ামা জেলার আওয়ান্তিপুরা এলাকায় বাইপাসের কাছে গোরীপোরায় জম্মু-শ্রীনগর ৬ নম্বর জাতীয় সড়কে এ হামলার ঘটনা ঘটে। সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয় বাহিনীর ওপর এটাই সবচেয়ে বড় হামলা। এনডিটিভির খবরে বলা হয়েছে, জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে এ হামলার ঘটনা ঘটে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সিআরপিএফের প্রায় ৭৮টি গাড়ি লক্ষ্য করে এ হামলা চালানো হয়। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ওই হামলায় প্রায় ৩৫০ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে।

সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মোহাম্মদ এ হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটির একজন মুখপাত্র বলেছেন, এটি আত্মঘাতী হামলা। আদিল আহমাদ এ হামলা চালান। তিনি ২০১৮ সালে সংগঠনটিতে যোগ দিয়েছিলেন।

এদিকে সারা দেশের পাশাপাশি বলিউডেও চলছে শোক। নিহত ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি বদলা নেওয়ার দাবি জানিয়েছেন তারকারা। গতকাল থেকেই টুইটারে বলিউডের তারাকারা ক্ষোভ প্রকাশ করছেন। তা অব্যাহত আছে আজও।

সালমান খান লিখেছেন, ‘যাঁরা দেশের জন্য প্রাণ দিয়েছেন, আমি সেই সেনা জওয়ানদের পাশে আছি। তাঁদের প্রত্যেকের পরিবারের পাশে আছি।’

অক্ষয় কুমার লিখেছেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না। শহীদদের আত্মার শান্তি কামনা করছি। তাঁদের পরিবারের পাশে আছি। যাঁরা আহত তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি। এ ঘটনা কোনোভাবেই ভুলে যাওয়া ঠিক হবে না।’

প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, ‘আমি হতবাক। ঘৃণা কখনো সঠিক জবাব হতে পারে না। আমি শহীদ পরিবারের পাশে আছি। আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

রণবীর সিং লিখেছেন, ‘এমন ঘটনা মেনে নেওয়া যায় না। তা কাপুরুষোচিত। আমি শহীদ জওয়ানদের পরিবারের পাশে আছি। এ ঘটনায় কষ্ট হচ্ছে আবার রাগও হচ্ছে।’

আলিয়া ভাট লিখেছেন, ‘পুলওয়ামার ঘটনা খুবই ঘৃণ্য। শহীদ জওয়ানদের পরিবারের প্রতি আমার ভালোবাসা। যাঁরা আহত হয়েছেন, তাঁদের দ্রুত সুস্থতা প্রার্থনা করছি।’

আনুশকা শর্মা লিখেছেন, ‘পুলওয়ামার ঘটনা বেদনাদায়ক। শহীদ পরিবারের প্রতি আমার ভালোবাসা রইল।’

স্বরা ভাস্কর লিখেছেন, ‘পুরো ঘটনা অত্যন্ত লজ্জাজনক এবং নিন্দনীয়। জইশ-ই-মোহাম্মদ নির্লজ্জের মতো দায় স্বীকার করেছে। এই মানুষদের কোনো মন নেই, মানবিকতা নেই। তারা দানব। শয়তান। পাকিস্তানে এই জঙ্গিরা কীভাবে সুরক্ষিত আছে? শহীদদের আত্মার শান্তি কামনা করছি। তাঁদের পরিবারের পাশে আছি। ভারতের জন্য আজ একটা কালো দিন।’

সোনম কাপুর, ‘অত্যন্ত নক্ক্যরজনক, কাপুরুষোচিত। এর নিন্দা জানানোর কোনো ভাষা আমার জানা নেই। আমি শহীদ পরিবারের পাশে আছি।’

ভিকি কৌশল, ‘আমি বিস্মিত। শহীদ জওয়ান পরিবারের পাশে আছি। যে জওয়ানরা এই হামলায় আহত, তাঁদের দ্রুত সুস্থতা প্রার্থনা করছি।’

আর মাধবন লিখেছেন, ‘এ ঘটনার পর যাঁরা জয় উদযাপন করছে, তাঁদের বলছি, অনেক হয়েছে। এবার বদলা নেওয়ার পালা। তাঁদের মুখ থেকে হাসি কেড়ে নিতে হবে।’

করণ জোহর, ‘পুলওয়ামায় শহীদ জওয়ান এবং তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

অভিষেক বচ্চন, ‘আজ যখন গোটা দেশ ভালোবাসার দিবস উদযাপন করছে, তখন পুলওয়ামা থেকে এই ঘৃণ্যতম ঘটনার খবর আসছে। আমি পুলওয়ামার ওই সব শহীদ পরিবারের জন্য প্রার্থনা করছি।’

অনুপম খের, ‘খুব কষ্ট হচ্ছে, আবার ভীষণ রাগও হচ্ছে। এতগুলো সিআরপিএফ জওয়ান শহীদ! আশা করি সরকার এই জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’

ফারহান আখতার, ‘ভয়ংকর ঘটনা, পুলওয়ামায় জঙ্গি হামলা কাপুরুষোচিত। অসহনীয়, অত্যন্ত বেদনাদায়ক একটা ঘটনা। শহীদ জওয়ান পরিবারের পাশে আছি।’

বরুণ ধাওয়ান, ‘এই হামলা কাপুরুষোচিত। যাঁরা আমার দেশকে সুরক্ষা দেয়, আমি সেই দেশনায়কদের সঙ্গে আছি।’

অজয় দেবগন, ‘ভয়ানক ও অসহনীয় একটা ঘটনা। এর বিরুদ্ধে রাগ ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’

ঋষি কাপুর, এটা লজ্জাজনক ও নিন্দনীয় একটা কাজ। এক্কেবারেই কাপুরুষের মতো একটা কাজ। এই জঘন্য অপরাধীরা কখনো কাশ্মীরের মানুষের বন্ধু হতে পারে না।