প্রনূতনের চোখে জল!

‘নোটবুক’ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে প্রনূতন
‘নোটবুক’ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে প্রনূতন

বলিউডের প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী নূতনের নাতনি প্রনূতন বলিউডে পা রেখেছেন। নবাগত এই নায়িকাকে দেখা যাবে সালমান খানের ‘নোটবুক’ ছবিতে। নায়ক নন, সালমান খান এই ছবির প্রযোজক। বলিউডের ভাইজানের সঙ্গে প্রনূতনের পারিবারিক সম্পর্ক। সালমান আর প্রনূতনের বাবা অভিনেতা মনীশ বহেল একসঙ্গে কয়েকটি ছবিতে কাজ করেছেন। বাবার হাত ধরে মাঝেমধ্যে সেটেও গেছেন প্রনূতন। এবার জানা গেল, তখন সেটে নাকি একবার মজার ঘটনা ঘটেছিল। তা এখনো ভোলেননি প্রনূতন।

গতকাল বৃহস্পতিবার মুম্বাইয়ে সাংবাদিকদের সঙ্গে ‘নোটবুক’ ছবি নিয়ে কথা বলেছেন প্রনূতন। এই অনুষ্ঠানে ছবির ট্রেলার দেখানো হয় সাংবাদিকদের। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছবির নায়ক জহির ইকবাল, পরিচালক নীতিন কাক্কর ও কাশ্মীরের ছয় শিশুশিল্পী। ছবিজুড়ে দেখা যাবে এই ছয় কাশ্মীরি খুদের দাপট। এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য কাশ্মীর থেকে এই সাত শিশুশিল্পীকে মুম্বাইয়ে নিয়ে আসা হয়। এর আগে তারা বলিউডের সুলতানের সঙ্গে দেখা করতে মুম্বাই এসেছিল।

‘নোটবুক’ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে এক খুদে শিল্পী বলল, ‘সালমান খান স্যারের ফার্ম হাউসে আমরা গিয়েছিলাম। তাঁর সেই বাড়ি অনেক বড়। আমার তো সেখান থেকে আসতেই মন চায়নি। ওই বাড়িতে কত–কী আছে! আমি সালমান খান স্যারকে বলেছি, এক দিন না, তাঁর সেই বাড়িতে সাত দিন থাকতে চাই। তিনি বলেছেন, সাত দিন কেন এখানে এক মাস থেকে যাও।’

‘নোটবুক’ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে প্রনূতন, জহির ইকবাল আর কাশ্মীরের ছয় শিশুশিল্পী
‘নোটবুক’ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে প্রনূতন, জহির ইকবাল আর কাশ্মীরের ছয় শিশুশিল্পী

আজ শুক্রবার ইউটিউবে আনুষ্ঠানিকভাবে ‘নোটবুক’ ছবির ট্রেলার মুক্তি পাচ্ছে। কাশ্মীরের প্রেক্ষাপট নিয়ে ছবির গল্প। প্রেমের গল্পকে অন্যভাবে তুলে ধরা হয়েছে। ছবির নায়ক-নায়িকা কেউ কাউকে না দেখে পরস্পরকে ভালোবেসে ফেলেন।

এই অনুষ্ঠানে প্রনূতন প্রথম আলোকে বলেন, ‘একদিকে আমি যেমন নার্ভাস, অপরদিকে খুবই খুশি।’ সালমানের সঙ্গে তাঁর যোগাযোগ প্রসঙ্গে বললেন, ‘তাঁকে ছোটবেলা থেকে চিনি। বাবা আর সালমান খান খুব ভালো বন্ধু। একবার কমলিস্তান স্টুডিওতে বাবার সঙ্গে গিয়েছিলাম। সেখানে খুব দুষ্টুমি করেছি। তখন আমার মাথায় টুপি ছিল। খেলতে খেলতে হঠাৎ টুপিটা হারিয়ে ফেলি। খুব কষ্ট হয়। আর আমি কাঁদতে থাকি। সালমান খান স্পট বয়কে দিয়ে সঙ্গে সঙ্গে দেখতে একই রকম আরেকটি টুপি আনার ব্যবস্থা করেন। ওই টুপির ওপর লেখা ছিল “কিটি”। এবার সালমান খান আমাকে তাঁর ছবিতে কাজ করার সুযোগ দিয়েছেন। এখন আমি তাঁর জীবনের নোটবুকের একজন।’

ছবির নায়ক জহির ইকবাল বলেন, ‘সালমান খান আমাকে সব সময় বলেছেন, নিজের কাজটা মন দিয়ে করো। আর বলেছেন, মেয়েদের সম্মান কোরো।’

প্রেক্ষাগৃহে ‘নোটবুক’ ছবিটি মুক্তি পাবে ১৫ মার্চ।