অস্কার নিয়ে যত কথা

সেরা অভিনেতা রামি মালেক,সেরা অভিনেত্রী অলিভিয়া কোলম্যান,পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার অস্কার হাতে মাহেরশালা আলী,জীবনের প্রথম অস্কার হাতে পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী রেজিনা কিং,চলচ্চিত্রের জন্য নিজের প্রথম অস্কার হাতে স্পাইক লি,অ্যানিমেটেড শর্টফিল্ম ‘বাও’–এর জন্য অস্কার হাতে এর প্রযোজক ও নির্মাতা,ব্ল্যাক প্যান্থার ছবির শিল্প নির্দেশক জে হার্ট ও হ্যানা বিচলার
সেরা অভিনেতা রামি মালেক,সেরা অভিনেত্রী অলিভিয়া কোলম্যান,পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার অস্কার হাতে মাহেরশালা আলী,জীবনের প্রথম অস্কার হাতে পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী রেজিনা কিং,চলচ্চিত্রের জন্য নিজের প্রথম অস্কার হাতে স্পাইক লি,অ্যানিমেটেড শর্টফিল্ম ‘বাও’–এর জন্য অস্কার হাতে এর প্রযোজক ও নির্মাতা,ব্ল্যাক প্যান্থার ছবির শিল্প নির্দেশক জে হার্ট ও হ্যানা বিচলার

গত ২৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয় ৯১তম একাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠান। সেই অনুষ্ঠান নিয়ে এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলাপ–আলোচনা। এ আলোচনায় সিনেমাপ্রেমীরা অংশ নিচ্ছেন নানান ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করে। আলোচিত কয়েকটি হ্যাশট্যাগের কথা লেখা হলো এই প্রতিবেদনে।

#অস্কার নট সো হোয়াইট
বছর কয়েক আগে ‘অস্কার সো হোয়াইট’ হ্যাশট্যাগ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আন্দোলন শুরু হয়েছিল। আন্দোলনের সূত্রপাত হয়েছিল অস্কার আসরে বর্ণবৈষম্যের প্রতিবাদে। অভিযোগ ছিল অস্কারের গুরুত্বপূর্ণ বিভাগে শ্বেতাঙ্গদের তুলনায় পিছিয়ে আছেন কৃষ্ণাঙ্গরা। তবে এ বছর সেই ধারণা কিছুটা বদলেছে। কারণ বিভিন্ন বিভাগে বিভিন্ন বর্ণের শিল্পী ও কুশলীরা পুরস্কৃত হয়েছেন। এর ফলে এ বছর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হয়েছে ‘অস্কার নট সো হোয়াইট’ হ্যাশট্যাগ।

গলায় অড্রে হেপবার্নের হার ও হাতে অস্কার নিয়ে লেডি গাগা
গলায় অড্রে হেপবার্নের হার ও হাতে অস্কার নিয়ে লেডি গাগা

#রামি মালেক
মিসরীয় বংশোদ্ভূত অভিনেতা রামি মালেক জীবনের প্রথম মনোনয়নেই অস্কার জিতে নিয়েছেন এবার। অস্কার পাওয়ার পর কৃতজ্ঞতা জানাতে গিয়ে অভিবাসীবিষয়ক কথার রেশ টেনে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছেন।

ব্ল্যাক প্যান্থার ছবির জন্য অস্কার জিতেছেন রুথ ই. কার্টার
ব্ল্যাক প্যান্থার ছবির জন্য অস্কার জিতেছেন রুথ ই. কার্টার


#লেডি গাগা, #আ স্টার ইজ বর্ন, #অড্রে হেপবার্ন
অস্কার আসরে এ বছর অড্রে হেপবার্নকে নিয়ে আলোচনা হয়েছে। কারণ সেরা মৌলিক গান বিভাগে অস্কারজয়ী শিল্পী লেডি গাগা ৫০–এর দশকের সেই অনবদ্য সুন্দরী নায়িকার সাজেই সেজে এসেছিলেন। শুধু তা–ই নয়, গাগা পরেছিলেন অড্রের পরা একটি হিরার হার, যা ১৯৬১ সালে ব্রেকফাস্ট অ্যাট টিফানিস ছবির পোস্টারের ছবি তোলার জন্য পরেছিলেন অড্রে।

#স্পাইক লি
ব্ল্যাকক্ল্যান্সম্যান ছবির জন্য সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড) বিভাগে প্রথমবারের মতো অস্কার পেয়েছেন নির্মাতা স্পাইক লি। তবে পুরস্কারের চেয়ে তাঁর পুরস্কার প্রাপ্তির বক্তব্যটি বেশি সাড়া ফেলেছে। কারণ সেই বক্তব্যে তিনি যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনকে টেনে আনেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে এই নির্মাতা মার্কিন নাগরিকদের ২০২০ সালের নির্বাচনে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

#ব্ল্যাক প্যান্থার
রীতিমতো ইতিহাসই গড়েছে মার্ভেল কমিকের সুপারহিরো ছবি ব্ল্যাক প্যান্থার। ছয়টি বিভাগে মনোনয়ন পেয়ে তিনটি অস্কার জিতেছে এই ছবি। এই ছবির জন্য অস্কার ইতিহাসে প্রথমবারের মতো আফ্রো–আমেরিকান নারী হিসেবে জয় পেয়েছেন ব্ল্যাক প্যান্থার ছবির পোশাক নকশাকারী রুথ ই কার্টার ও শিল্প নির্দেশক হ্যানা বিচলার।

ছবি: এএফপি