এক প্রতিষ্ঠানের নায়ক, আরেকটির নায়িকা

এ কে আজাদ ও নিশাত নাওয়ার সালওয়া
এ কে আজাদ ও নিশাত নাওয়ার সালওয়া

কয়েক বছর ধরে এ দেশে রিয়ালিটি শোর মাধ্যমে নায়ক–নায়িকা খুঁজে বের করা হয়। রিয়ালিটি শোর সেরাদের নিয়ে নির্মাতা ও পণ্য প্রতিষ্ঠান নাটক, চলচ্চিত্র, বিজ্ঞানচিত্র ও গানের ভিডিওতে কাজ করতে বেশি আগ্রহী হয়। প্রতিযোগীরাও তাঁদের কাজ দিয়ে প্রশংসিত আর আলোচিত হন। রাজকন্য নামের নতুন একটি সিনেমার জন্য একটি প্রতিষ্ঠান থেকে পাওয়া গেল নায়ক আর অন্যটি থেকে নায়িকা। এই দুই নায়ক–নায়িকা হলেন হ্যান্ডসাম দ্য আল্টিমেট ম্যান দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন এ কে আজাদ আর ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’-এর চূড়ান্ত প্রতিযোগিতার প্রথম রানার্সআপ নিশাত নাওয়ার সালওয়া। দুই প্রতিষ্ঠানের নায়ক–নায়িকা দিয়ে নতুন এই সিনেমার শুটিং করতে যাচ্ছেন পরিচালক রাজু চৌধুরী।

ছেলেদের সৌন্দর্যচর্চার প্রতিযোগিতা ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম দ্য আল্টিমেট ম্যান এর দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছিলেন এ কে আজাদ। এরপর নাটক, বিজ্ঞাপনচিত্র ও গানের ভিডিওতে অভিনয় করেছেন। আবু সায়ীদের বিকল্পধারার ছবি ‘ড্রেসিং টেবিল’–এ অভিনয় করেছিলেন তিনি। এবার মূলধারার বাণিজ্যিক চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। গতকাল বুধবার ছবিটিতে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আজাদ বলেন, ‘সাধারণ একটি প্রেমের গল্প। আছে প্রতিশোধের ব্যাপারও। শুনতে গতানুগতিক মনে হলেও, বৈচিত্র্য আছে বলে মনে হয়।’

সালওয়া এরই মধ্যে তিনটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। একাধিক নাটকে কাজের প্রস্তাব পেয়েও ছেড়ে দিয়েছেন। অভিনয়ের শুরুটা করতে চেয়েছিলেন সিনেমা দিয়ে, অবশেষে তিনি খুঁজে পেলেন তাঁর কাঙ্ক্ষিত গন্তব্য। এবার সেই স্বপ্নের একেবারে দুয়ারে সালওয়া। এরই মধ্যে তিনি এই সিনেমার আইটেম গানের শুটিংয়ে অংশ নিয়েছেন।’

রাজকন্যা সিনেমার পরিচালক রাজু চৌধুরী সর্বশেষ বানিয়েছিলেন ‘শুটার’ ছবিটি। এই ছবিতে অভিনয় করেছিলেন শাকিব খান ও বুবলী। নতুন সিনেমার গল্প প্রসঙ্গে রাজু চৌধুরী বলেন, ‘আমার নতুন ছবির গল্পটা ৮০-৯০ দশকের হলেও, বর্তমান সময়ের প্রেক্ষাপটে উপস্থাপন করা হবে। আমার বিশ্বাস, বর্তমান সময়ের দর্শকেরা এমন সিনেমায় আনন্দ খুঁজে পাবেন।’

আজাদ বলেন, ‘আমি অনেক দিন ধরে মনের মতো গল্পের একটি মুলধারার বাণিজ্যিক সিনেমায় অভিনয় করতে চেয়েছিলাম। এই সিনেমা তেমনই একটা গল্পের। বেশ কিছুদিন ধরেই আমার সঙ্গে পরিচালক ও ছবি–সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা হচ্ছিল। আমি দেশের বাইরে শুটিংয়ে থাকার সময়ই প্রথম সিনেমার ব্যাপারে জানতে পারি। দেশে এসে কয়েক দফা আলোচনায় বসি। এরপর অভিনয় করতে সম্মত হই।’
পরিচালক সূত্রে জানা গেছে, ২ মার্চ ঢাকার বিএফডিসিতে ছবিটির শুটিং শুরু হবে। ১০ মার্চ থেকে ঢাকার বাইরে টানা শুটিং করা হবে।