উৎসবের গান গাইলেন কুমার বিশ্বজিৎ

কুমার বিশ্বজিৎ
কুমার বিশ্বজিৎ

বাংলার ঐতিহ্যবাহী সব উৎসবে বাজানো যাবে, এ রকম একটি গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী কুমার বিশ্বজিৎ। আসছে বৈশাখে প্রকাশের পর বাংলার যেকোনো উৎসবে গানটি বাজাতেই হবে বলে মনে করেন নতুন এ গানটির প্রকাশকেরা। শিগগির বের হচ্ছে গানটির একটি ভিডিও। আর সেখানে একঝাঁক তারকার সঙ্গে দেখা যাবে শিল্পী কুমার বিশ্বজিৎকেও।

‘নতুন দিনের নতুন রঙে সবার মন দুলে যায়, চারদিকে রঙের খেলা গানে ছন্দ খুঁজে পায়’, গানটির কথা লিখেছেন নকশাকার বিপ্লব সাহা এবং সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। এ গান প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, ‘এটি দেশীয় ঐতিহ্য ও উৎসবের গান। দেড় মাস আগে গানটির রেকর্ডিং হয়েছে। লিরিকটা বর্ণিল, বাংলাদেশের ষড়ঋতুর কথা রয়েছে এতে। বৈশাখ ছাড়াও যেকোনো উৎসবে গানটি বাজানো যাবে।’

মিউজিক ভিডিওর শুটিংয়ে কুমার বিশ্বজিৎ
মিউজিক ভিডিওর শুটিংয়ে কুমার বিশ্বজিৎ

গানটির প্রযোজক ও গীতিকার বিপ্লব সাহা বলেন, ‘বাংলার নদী, ফুল, লতা-পাতার পাশাপাশি তাঁত, তাঁতি, রং, সুতা শব্দগুলোকে এই গানে এক করা হয়েছে। কেননা তাঁত ও তাঁতির কথা, রং ও সুতোর কথা আমাদের গানগুলোতে তেমন পাওয়া যায় না। সে জন্য গানটা এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে বাংলার যেকোনো উৎসবে এটি শ্রোতাদের কানে বাজে।’ গানটির ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে কুমার বিশ্বজিৎকে। ভিডিওতে আরও দেখা যাবে ওয়াহিদা মল্লিক জলি, নরেশ ভূঁইয়া, মনোজ কুমার, নাবিলা, আসিফ খান, শাহেদ ফারহানসহ এক ঝাঁক রাম্প মডেলকে।

কুমার বিশ্বজিৎ জানান, বৈশাখ উপলক্ষে সিলেটের টেকেরহাটের বাউল সেকেন্ড শাহর একটি গান করেছেন তিনি। প্রকাশের অপেক্ষায় রয়েছে তাঁর বেশ কিছু নতুন গান। এ ছাড়া নিজের বেশ কিছু জনপ্রিয় গানের রিমিক্স করছেন এই শিল্পী। শিগগির শোনা যাবে সেগুলোও।