কঙ্গনার তোপের মুখে দুই রণবীর

কঙ্গনা রনৌত
কঙ্গনা রনৌত

কঙ্গনা রনৌতের তোপের মুখে পড়েছেন বলিউডের দুই রণবীর। বলিউডের এই অভিনেত্রী কথা স্পষ্টভাবে বলতে ভালোবাসেন। কারও বিরুদ্ধে কিছু বলতে এতটুকু ভয় পান না। আমির খান, আলিয়া ভাট, করণ জোহর, হৃতিক রোশনসহ বিটাউনের আরও কয়েকজন তারকা তাঁর ক্ষোভের শিকার হয়েছেন। এবার তিনি রণবীর কাপুর আর রণবীর সিংকে রীতিমতো কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।

গতকাল সোমবার সন্ধ্যায় ‘মনিকর্ণিকা: দ্য কুইন অব ঝাসি’ ছবির সাফল্য উপলক্ষে মুম্বাইয়ে এক পার্টির আয়োজন করেন কঙ্গনা। সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় ছবির সাফল্যের পাশাপাশি রাজনীতির প্রসঙ্গে উঠে আসে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে পরপর দুবার সাক্ষাৎ করেছেন তিনি। এরপর অনেকেই প্রশ্ন করেছেন, কঙ্গনা রাজনীতিতে যোগ দিচ্ছেন? কিন্তু এই সম্ভাবনার কথা উড়িয়ে দিয়ে তিনি জানান, রাজনীতিতে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই তাঁর। আর তিনি মনে করেন, দেশের হয়ে কথা বলার জন্য রাজনীতিতে যুক্ত হওয়ার প্রয়োজন নেই।

কঙ্গনা রনৌত বলেন, ‘অভিনয়ে থেকেও দেশের সুবিধা-অসুবিধা নিয়ে কথা বলা যায়।’ এ প্রসঙ্গে তিনি রণবীর কাপুরের সমালোচনা করেন৷ তিনি বলেন, ‘এক সাক্ষাৎকারে রণবীর বলেছেন, তিনি রাজনীতিতে আসতে চান না। কারণ রণবীর জল, বিদ্যুৎসহ সব পরিষেবা পাচ্ছেন। তাঁর কোনো সমস্যা নেই।’ কঙ্গনা আরও বলেন, ‘রণবীর মোটেও দায়িত্বশীল নাগরিকের মতো ব্যবহার করেননি। একজন তারকা হিসেবে তাঁরও সমাজের মানুষকে কিছু দেওয়ার দায়িত্ব আছে।’

শুধু রণবীর কাপুর নয়, তিনি রণবীর সিংকেও আক্রমণ করেছেন। কঙ্গনা বলেন, ‘রণবীর সিংকে বলতে শুনেছি, রাজনীতি নিয়ে তাঁর মাথাব্যথা নেই। আর রাজনীতি নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না। তিনি কীভাবে এমন মন্তব্য করতে পারেন? তাঁরা নিজের দেশের কথা বলতে চান না! আমার তো মনে হয়, তাঁদের সেই বোধ নেই। তাঁরা যে ধরনের জীবনযাপন করেন, নামীদামি গাড়ি ব্যবহার করেন, তা এই দেশের জন্য সম্ভব হয়েছে। তাঁরা মোটেই দায়িত্বশীল না। আমি তাঁদের দলে নেই।’