বিয়ে নিয়ে পর্দা ফাঁস!

‘মেড ইন হেভেন’ ওয়েব শোর পোস্টার
‘মেড ইন হেভেন’ ওয়েব শোর পোস্টার

আমাজন প্রাইম এবার এনেছে বিয়ের নানা জটিলতা নিয়ে ওয়েব শো। নাম ‘মেড ইন হেভেন’। সম্প্রতি মুম্বাইয়ের এক পাঁচ তারকা হোটেলে এই ওয়েব শোর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্মে প্রথম এমন একটি ওয়েব শো আসছে, যার ক্যানভাস ভারতের অন্য ওয়েব শোগুলোর তুলনায় বড় এবং সম্পূর্ণ অন্য রকম। জোয়া আখতার, রীমা কাগতি, নিত্যা মেহরা, অলংকৃতা শ্রীবাস্তবের মতো নামী চিত্রনির্মাতারা বিয়ের নানা রং, নানা রূপ এই ডিজিটাল ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন।

‘মেড ইন হেভেন’-এর আনুষ্ঠানিক প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। রীমা ও জোয়া তাঁদের প্রথম ওয়েব সিরিজ নির্মাণ করার জন্য একে অপরের সঙ্গে হাত মিলিয়েছেন। এ প্রসঙ্গে রীমা কাগতি বলেন, ‘এই কাহিনি আমার মাথায় প্রথম আসে, যখন আমি দিল্লিতে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। বিয়েতে নানা ধরনের কথা হয়। ওয়েডিং প্ল্যানার থেকে চিত্রগ্রাহক, বর-কনের পরিবার, বন্ধু ও আত্মীয়স্বজনদের নিজের নিজের ছোট ছোট কাহিনি নিয়ে জমে ওঠে বিয়ের আসর। এই ওয়েব শোতে টুকরো টুকরো সেই সত্যি কাহিনিকে আকর্ষণীয়ভাবে তুলে ধরা হয়েছে।’

জোয়া আখতার বলেন, ‘এই ধরনের কাহিনি আগে কেউ দেখেছেন কি না সন্দেহ। দর্শক যখন এই ওয়েব শো দেখবেন, তখন কোথাও নিজের সঙ্গে রিলেট করতে পারবেন। “মেড ইন হেভেন”-এর মাধ্যমে বিয়ে সম্পর্কিত নানান রহস্য ফাঁস হয়েছে।’

‘মেড ইন হেভেন’-এর বিশেষত্ব হলো, এর প্রতি পর্বে বিয়ের নতুন কাহিনি থাকবে। পরকীয়া প্রেম, সমকামিতা—এসব নানা বিষয় বিবাহিত সম্পর্কে কতটা জটিলতা সৃষ্টি করে, তা রীমা আর জোয়া খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। এই ওয়েব শোর একটি পর্বে দেখানো হয়েছে মেয়েটির হবু স্বামী সমকামী। ‘মেড ইন হেভেন’-এর অভিনেতার তালিকা বেশ দীর্ঘ। এই ওয়েব শোতে অর্জুন মাথুর, জিম সরভ, নীনা গুপ্তা, কালকি কোয়েচলিন, বিজয় রাজ, শ্বেতা ত্রিপাঠী, পুলকিত সম্রাটসহ আরও অনেকে অভিনয় করেছেন।