সিনেমার মালিকানা পেতে থানায় জিডি!

‘নোলক’ সিনেমার মহরত অনুষ্ঠানে রাশেদ রাহা, শাকিব খান ও ববি
‘নোলক’ সিনেমার মহরত অনুষ্ঠানে রাশেদ রাহা, শাকিব খান ও ববি

‘নোলক’ সিনেমা নিয়ে যেন আলোচনা থামছেই না। এবারের খবর, ছবির মালিকানা পেতে মরিয়া হয়ে পরিচালক রাশেদ রাহা থানায় হাজির হয়েছেন। প্রাথমিকভাবে সাধারণ ডায়েরিও করেছেন। মূল পরিচালককে সরিয়ে যখন প্রযোজক সাকিব ইরতেজা নিজেই পরিচালক হয়ে শুটিংয়ের সিদ্ধান্ত নেন, তখন থানায় হাজির হয়ে সাধারণ ডায়েরি করেন রাশেদ রাহা। আজ মঙ্গলবার দুপুরে তিনি সাধারণ ডায়েরি করার বিষয়টি নিশ্চিত করেন।

‘নোলক’ ছবির জটিলতা নিয়ে চলচ্চিত্রের দুটি সংগঠন কয়েক দফা আলোচনায় বসে। এরপর থানায় গিয়ে সাধারণ ডায়েরি করার বিষয়ে রাশেদ রাহা জানান, চলচ্চিত্রের সংগঠনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়ে রাখা। পরবর্তী সময়ে কোনো ধরনের ব্যক্তিগত রেষারেষির শিকার হলে যাতে আইনের সাহায্য পেতে পারি।’

সাধারণ ডায়েরির তদন্ত কর্মকর্তা বাবলুর রহমান খান আজ মঙ্গলবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘প্রযোজকের সঙ্গে ছবির সমস্যা নিয়ে তিনি থানায় এসেছিলেন। সাধারণ ডায়েরি করেছেন। পরিচালক রাশেদ রাহা আমাকে বলেছিলেন, চলচ্চিত্রের সমিতি আছে, তাদের মাধ্যমে সমাধানের সর্বোচ্চ চেষ্টা করব।’

সাধারণ ডায়েরির বিষয়ে ছবির প্রযোজক সাকিব ইরতেজাকে আজ দুপুরে কয়েকবার ফোন করা হলে তিনি ধরেননি। হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠালে দেখেন, কিন্তু উত্তর দেননি। জানা গেছে, নারী দিবসে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবির একটি পোস্টার প্রকাশ করা হয়েছে। সেখানে কোথাও পরিচালক হিসেবে রাশেদ রাহার নাম দেখা যায়নি।

চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন আজ দুপুরে প্রথম আলোকে বলেন, ‘সমস্যাটি শোনার পর আমরা পরিচালক ও প্রযোজক দুই পক্ষকেই ডেকে নিয়ে আলোচনায় বসি। সব সমস্যা শোনার পর একটা প্রস্তাব দিই, পরিচালক হিসেবে দুজনের নামই থাকবে। তবে শুরুতে অবশ্যই রাশেদ রাহার নাম, পরে সাকিব ইরতেজা। এ প্রস্তাবের সিদ্ধান্ত এখনো জানা যায়নি।’

রাশেদ রাহার নাম বাদ দিয়ে ছাড়পত্রের জন্য ছবিটি চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়া কিংবা প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া সম্ভব? বদিউল আলম বলেন, ‘এটা কোনো অবস্থায় সম্ভব না। সবাই জানেন, এই ছবির পরিচালক রাশেদ রাহা। মহরতে তাঁকে পরিচয় করিয়ে দেওয়া হয়। ভারতের হায়দরাবাদেও কিছু অংশ বাদে তিনিই শুটিং করেছেন। চলচ্চিত্র পরিচালক সমিতিতে এটা রাশেদ রাহার ছবি হিসেবে নিবন্ধিত।’

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ও প্রযোজক সমিতির নেতারা প্রস্তাব দিয়েছেন, ছবিতে পরিচালক হিসেবে দুজনের নাম থাকবে। রাহা বলেন, ‘আলোচনার একপর্যায়ে এই প্রস্তাব দেওয়া হয়। আমি তখন বিষয়টা মানিনি। এরই মধ্যে দেখি ফেসবুকে ছবিটির প্রচারণা চালানো হচ্ছে, সেখানে পরিচালক ও প্রযোজক হিসেবে সাকিব-সনেট অ্যান্ড টিম লেখা হচ্ছে! একজন নির্মাতার ছবি এভাবে ছিনতাই করার সাহস দেখান কীভাবে তাঁরা!’

২০১৮ সালের মাঝামাঝি সময় হঠাৎ জানা যায়, শাকিব খান ও ববি অভিনীত ‘নোলক’ ছবির দুটি গান আর কিছু দৃশ্যের শুটিং বাকি থাকতেই পরিচালক রাশেদ রাহাকে বাদ দেওয়া হয়েছে। প্রথম আলোকে তখনই এই পরিচালক বলেন, ‘একজন পরিচালকের কাছে তাঁর সৃষ্টি হচ্ছে সন্তানের মতো। আমি আমার সেই সন্তানকে লালন-পালন করে বড় করছি, ঠিক তখনই প্রযোজক তাঁর ইচ্ছামতো সিদ্ধান্ত নিয়ে আরেকজনকে দিয়ে কাজটি করিয়ে নিতে চান! আমার ছবিকে ছিনতাই করা হচ্ছে।’

২০১৭ সালের ১ ডিসেম্বর ভারতের হায়দরাবাদে ‘নোলক’ ছবির শুটিং শুরু হয়। এর পাঁচ দিন পর ছবির নায়ক শাকিব খানের ‘ফার্স্ট লুক’ প্রকাশ করেন পরিচালক রাশেদ রাহা। শাকিব খান, ববি, মৌসুমী, ওমর সানি, তারিক আনাম খান ছাড়া এই ছবির অভিনয়শিল্পীরা হলেন নিমা রহমান, রেবেকা, ভারতের রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত, অমিতাভ ভট্টাচার্য প্রমুখ। ‘নোলক’ পরিচালক রাশেদ রাহার প্রথম চলচ্চিত্র। এর আগে এই পরিচালক কয়েকটি নাটক নির্মাণ করেছেন। এই সিনেমার প্রযোজক সাকিব ইরতেজা চৌধুরীও একজন তরুণ। দুই তরুণের এই মেলবন্ধনকে স্বাগত জানিয়ে মহরত অনুষ্ঠানে শাকিব খান বলেছিলেন, ‘আধুনিক ও মানসম্মত বাংলা সিনেমা “নোলক”। যুগের সঙ্গে তাল মিলিয়ে যে ভালো বাংলা সিনেমা নির্মাণ করা যায়, এটি হবে তার উদাহরণ। আর তা এই তরুণেরা করে দেখাবে।’