বিয়ের চার বছর পর স্বামীর সঙ্গে এত ছবি!

শিলাদিত্য মুখোপাধ্যায় ও শ্রেয়া ঘোষাল। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
শিলাদিত্য মুখোপাধ্যায় ও শ্রেয়া ঘোষাল। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

২০১৫ সালের ৩০ জানুয়ারি এক টুইটারবার্তায় ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল লিখেছিলেন, ‘বুঝতে পারছি না, আমি খুব নার্ভাস, নাকি উচ্ছ্বসিত! এমন অনুভূতি আগে কখনো হয়নি। কী করতে চলেছি, তা আপনাদের পরে জানাব। আপনাদের শুভেচ্ছা চাই।’ ১৫ ফেব্রুয়ারি বিয়ের পর রাতে ভক্তদের জন্য স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে তোলা একটি সেলফি নিজের ফেসবুক পেজে পোস্ট করেন শ্রেয়া। ছবির সঙ্গে লিখেছেন, ‘বাঙালি রীতিতে আমাদের বিয়ের কাজটি করেছি। পরিবার ও খুব কাছের কিছু বন্ধুই এতে উপস্থিত ছিল। গত রাতে বিয়ে করেছি আমার জীবনের ভালোবাসাকে। নতুন জীবনের শুরুতে শিলাদিত্য ও আমি সবার দোয়া চাই।’

এরপর স্বামী শিলাদিত্যের সঙ্গে শ্রেয়ার তেমন উল্লেখযোগ্য কোনো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়নি। সংসার আর পারিবারিক জীবনকে তিনি ‘সম্পূর্ণ ব্যক্তিগত’ভাবেই রেখেছেন। এ ব্যাপারে তাঁদের কেউ কখনো বিরক্ত করেনি। কোনো পাপারাজ্জি তাঁদের পিছু নিয়েছে, এমন কথা শোনা যায়নি।

শিলাদিত্য মুখোপাধ্যায় ও শ্রেয়া ঘোষাল। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
শিলাদিত্য মুখোপাধ্যায় ও শ্রেয়া ঘোষাল। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

এবার ইনস্টাগ্রামে শ্রেয়া ঘোষাল স্বামী শিলাদিত্যের সঙ্গে তাঁর কয়েকটি ছবি পোস্ট করেছেন। সব কটি ছবি ভক্ত আর অনুসারীদের কাছ থেকে পেয়েছে দারুণ প্রশংসা। সবাই এই দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। ১২ মার্চ ছিল শ্রেয়া ঘোষালের জন্মদিন। অনেকেই মনে করছেন, জন্মদিন উপলক্ষে সবার জন্য এই ছবিগুলো ছিল ভারতের জনপ্রিয় এই সংগীতশিল্পীর দারুণ উপহার। জন্মদিন উপলক্ষে টুইটারে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভক্তদের পাশাপাশি বলিউডের অনেক তারকা শুভেচ্ছা জানিয়েছেন শ্রেয়াকে।

শ্রেয়া ঘোষাল তাঁর গান, ব্যক্তিগত জীবন আর পেশাগত দিকটিকে সচেতনভাবে আলাদা করে রেখেছেন। কখনো একটির সঙ্গে অন্যটিকে মিলতে দেননি। তাই তো মুম্বাইর বান্দ্রার কুর্লা কমপ্লেক্সের ফরাসি হোটেল ‘চেন’-এর বলরুমে আয়োজিত শ্রেয়া আর শিলাদিত্যের বিয়ের অনুষ্ঠানে দেখা যায়নি বলিউডের কোনো তারকা, সংগীতশিল্পী কিংবা সুরকার ও সংগীত পরিচালককে। তাঁর বিয়েতে শুধু আমন্ত্রণ পেয়েছিলেন শান্তনু মৈত্র, জিৎ গঙ্গোপাধ্যায় আর জয় সরকার।

শ্রেয়া ঘোষাল ও শিলাদিত্য মুখোপাধ্যায়। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
শ্রেয়া ঘোষাল ও শিলাদিত্য মুখোপাধ্যায়। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

শ্রেয়া ঘোষাল আর শিলাদিত্য পুরো ১০ বছর প্রেম করেছেন। প্রথম যে তারিখে তাঁদের দেখা হয়েছিল, কাকতালীয়ভাবে ১০ বছর পর সেই তারিখেই তাঁরা বিয়ে করেছেন। তাঁদের নিয়ে সুরকার ও সংগীত পরিচালক শান্তনু মৈত্র বলেছেন, ‘আমি যখন মুম্বাই এসেছি, তখন থেকেই শিলাদিত্যকে চিনি। জানতাম শ্রেয়ার জীবনে ও খুব স্পেশাল। একসঙ্গে কলেজে পড়ত তারা। শ্রেয়া তখনো এত সাফল্য পায়নি, ওই সময় থেকে তাদের প্রেম। তাদের বোঝাপড়াটাও চমৎকার।’

বিয়েতে অংশ নেওয়ার পর সুরকার ও সংগীত পরিচালক জয় সরকার বলেন, ‘সংগীত পরিচালক হিসেবে নয়, ব্যক্তিগত সম্পর্কের কারণেই শ্রেয়া আমাদের ডেকেছেন। আমার সঙ্গে তাঁর পরিচয় ১৯৯৯ সাল থেকে। উপহার হিসেবে শ্রেয়াকে বিয়েতে একটা ঘড়ি দিয়েছি আর শিলাদিত্যকে কলম।’ সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘বছর দুয়েক আগে শ্রেয়া তার ফ্ল্যাটের গৃহে প্রবেশে ঘনিষ্ঠজনদের ডেকেছিল। ওই অনুষ্ঠানেও শিলাদিত্য এসেছিল। সেদিন প্রথম দেখেছি। দুজনকে একসঙ্গে দারুণ মানিয়েছে।’

শিলাদিত্য মুখোপাধ্যায় ও শ্রেয়া ঘোষাল। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
শিলাদিত্য মুখোপাধ্যায় ও শ্রেয়া ঘোষাল। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

শ্রেয়া সেদিন বাঙালি মতে মন্ত্র পড়ে বিয়ে করেন। শ্রেয়ার বাবা-মা-ভাই ছাড়া সেই অনুষ্ঠানে ছিলেন তাঁর দিদিমা-কাকা-জ্যাঠা-মামা-মামি। ছিলেন ঘোষাল পরিবারের বন্ধুবান্ধব। ছিমছাম অনুষ্ঠান। বলিউডের কোনো কিছুই সেখানে ছিল না। এমনকি ছিল না কোনো গান, তার বদলে ছিল শুধু উলুধ্বনি, শঙ্খে ফুঁ আর সানাইয়ের মায়াবী সুর।

আগেই জানা গেছে, শ্রেয়া ঘোষালের স্বামী শিলাদিত্য মুম্বাই থাকেন। তিনি ব্যবসায়ী। রেজিল্যান্ট টেকের প্রতিষ্ঠাতা। দুটি অ্যাপ তৈরির প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত।

শিলাদিত্য মুখোপাধ্যায় ও শ্রেয়া ঘোষাল। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
শিলাদিত্য মুখোপাধ্যায় ও শ্রেয়া ঘোষাল। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

২০০০ সালে ভারতের জি টিভির ‘সা রে গা মা পা’ সংগীত প্রতিযোগিতার মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন শ্রেয়া ঘোষাল। ২০০২ সালে সঞ্জয়লীলা বানসালির ‘দেবদাস’ ছবিতে প্লেব্যাকের মাধ্যমে চলচ্চিত্রের গানে অভিষেক ঘটে তাঁর। এই চলচ্চিত্রে প্লেব্যাকের মধ্য দিয়ে বলিউডে নিজের অবস্থার কথা জানান দেন। তিন শতাধিক চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন শ্রেয়া ঘোষাল। গান গেয়েছেন বাংলা, নেপালি, তেলেগু, তামিল, ভোজপুরি, মারাঠি, কন্নড়, পাঞ্জাবি, গুজরাটি, মালায়লাম, ওড়ে ও অসমিয়া ভাষায়। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার, আর ডি বর্মণ পুরস্কারসহ পেয়েছেন অসংখ্য পুরস্কার। শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী হিসেবে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন গুণী এই শিল্পী।