শ্রীদেবীর জীবনীতে বিদ্যা?

শ্রীদেবী ও বিদ্যা বালান
শ্রীদেবী ও বিদ্যা বালান

বাতাসে গুঞ্জন, নির্মিত হতে যাচ্ছে বলিউডের প্রথম নারী সুপারস্টার শ্রীদেবীর জীবনীভিত্তিক চলচ্চিত্র। তাতে নাকি শ্রীদেবীর ভূমিকায় অভিনয় করবেন বলিউড তারকা বিদ্যা বালান। গুঞ্জন সত্যি হলে জানতে চাওয়া হয় বিদ্যার কাছেই, শ্রীদেবীর চরিত্রে সত্যিই অভিনয় করছেন না কি? বিদ্যা বালান কেন, বলিউডের যেকোনো নায়িকাই এ প্রস্তাব পেলে লুফে নেবেন। বিদ্যা বালান কেন নয়?

বিদ্যা বালান
বিদ্যা বালান

সম্প্রতি টক শোতে উপস্থিত হয়েছিলেন বলিউড তারকা বিদ্যা বালান। নানা প্রশ্নে ঘুরে ফিরে আসে শ্রীদেবীর জীবনীভিত্তিক ছবির কথা। তিনি কি করবেন? তিনি কি পারবেন এ চরিত্রে অভিনয় করতে? বিদ্যা বলেন, ‘আমিই নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। এই অনুভূতি নিয়েই আমি বেড়ে উঠেছি। আমার বিশ্বাস, এ কারণেই আমি আজ এখানে। যখন আমাকে “ইশকিয়া” ছবির প্রস্তাব দেওয়া হয়েছিল, মনে হলো খুব কম চিত্রনাট্যেই এভাবে নারীকে তুলে ধরা হয়। যখন সেটা পড়লাম, সঙ্গে সঙ্গেই আমি রাজি হয়ে গিয়েছিলাম।’ শ্রীদেবীর ভূমিকায় অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘শ্রীদেবীর চরিত্রে অভিনয়ের জন্য সাহস লাগে। তাঁর প্রতি শ্রদ্ধা রেখেই আমি কাজটি করব।’

এখনো নিশ্চিত করে কোনো সূত্র জানাতে পারছে না যে আদৌ শ্রীদেবীর জীবনীভিত্তিক চলচ্চিত্র নির্মিত হবে কি না। যদি হয়, সেটাই বা কবে? কিন্তু সেই ছবিতে শ্রীদেবীর ভূমিকায় বিদ্যা বালানকে দেখার অভিজ্ঞতাটা নিঃসন্দেহে অন্য রকম কিছু হবে। গত বছর ভাগনের বিয়েতে যোগ দিতে সপরিবার দুবাই গিয়েছিলেন শ্রীদেবী। সেখানেই হোটেলকক্ষের বাথটাবে ডুবে রহস্যজনকভাবে মারা যান তিনি। সেই রাতে পরিবারের সবাই ভারতে ফিরে গেলেও স্বামী বনি কাপুরের সঙ্গে দুবাইতে অবস্থান করছিলেন তিনি।

শ্রীদেবী
শ্রীদেবী

ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য দেশটির চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রীতে ভূষিত হয়েছিলেন এই অভিনেত্রী। ১৯৭৯ সালে ‘সোলভা সাওয়ান’ ছবির মধ্য দিয়ে হিন্দি ছবিতে তাঁর অভিষেক হয়। ১৯৮৭ সালে ‘নাগিনা’ ছবির মাধ্যমে ব্যাপক খ্যাতি ও পরিচিতি লাভ করেন এই অভিনেত্রী। ফিল্ম ফেয়ার