আমার মতো গাইতে পারিনি: চিশতী বাউল

চিশতী বাউল
চিশতী বাউল

৩০ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের আনাচকানাচে গাইছেন শামসেল হক চিশতী ওরফে চিশতী বাউল। ‘বেহায়া মন’ গানটি গেয়ে তিনি বেশি পরিচিতি পান। এবার তিনি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন। ছবির নাম ‘আবার বসন্ত’। পরিচালক অনন্য মামুন। আর গানটি হলো ‘মিলন হবে কত দিনে’। গত শুক্রবার রাতে মগবাজারের একটি স্টুডিওতে এই লালনগীতিতে কণ্ঠ দেন চিশতী বাউল। গানটির নতুন সংগীত আয়োজন করেছেন দোলন মৈনাক।

আজ রোববার সকালে গানটি নিয়ে কথা হয় চিশতী বাউলের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘সিনেমায় প্রথম গান গেয়েছি। কোনো দিন অবশ্য কেউ আমাকে সিনেমায় গাইতে ডাকেনি। “আবার বসন্ত” সিনেমার পরিচালক আমাকে ডেকেছেন। আমিও গেয়ে এলাম।’

চিশতী বাউল জানান, ‘মিলন হবে কত দিনে’ গানটি বছরের পর বছর দেশের বিভিন্ন মঞ্চে তিনি গেয়েছেন। তবে এবারের পরিবেশনা ছিল অন্য রকম। বললেন, ‘গানটা ভালোই লাগছে। তবে আমি তো আর আমার মতো গাইতে পারিনি। গানটা ভিন্নভাবে গাইতে হয়েছে। এই গান পালাগানের স্টেজে বা বিভিন্ন অনুষ্ঠানে গেয়েছি সারিন্দা বাজিয়ে। এবার গানটা পরিচালকের পরিকল্পনা অনুযায়ী গাইতে হয়েছে। কষ্ট হলেও তাঁদের মতো করে গেয়েছি। কেন জানি মনে হচ্ছে, আমাদের স্টাইলে গাওয়া হলে আরও সুন্দর হতো। গানটির সংগীত আয়োজন করেছেন ভারতের একজন সংগীত পরিচালক। মোটামুটি, খারাপ হয়নি।’

‘আবার বসন্ত’ সিনেমায় অভিনয় করেছেন তারিক আনাম খান ও অর্চিতা স্পর্শিয়া। একজন ষাটোর্ধ্ব বাবার অবসরজীবন নিয়েই গড়ে উঠেছে গল্প। ছবিতে তারিক আনাম খান বাবার চরিত্রে অভিনয় করেছেন আর তাঁর মেয়ে অর্চিতা স্পর্শিয়া। ছবিতে আরও আছেন মনিরা মিঠু, ইমতু, মুকিত, আনন্দ খালিদসহ অনেকেই। ছবিটি প্রযোজনা করছে ট্যাম মাল্টিমিডিয়া। ডিজিটাল পার্টনার লাইভ টেকনোলজিস লিমিটেড।

পরিচালক জানান, আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ছবিটি মুক্তি দিতে চান তিনি।