জাহালমকে নিয়ে সিনেমায় আপত্তি দুদকের

জাহালম
জাহালম

জাহালমকে নিয়ে নির্মিতব্য সিনেমার মূল চরিত্রের অভিনয়শিল্পী চূড়ান্ত। চলচ্চিত্র পরিচালক সমিতি থেকে সিনেমার নাম নিবন্ধন হয়েছে। পরিচালক ও প্রধান চরিত্রের অভিনয়শিল্পী জাহালমের পরিবারে সঙ্গে দেখা করতে যান টাঙ্গাইলে তাঁদের বাড়িতে। পরিবার থেকে ছবিটি নির্মাণের ব্যাপারে কোনো আপত্তি নেই বলেও জানিয়েছেন তাঁরা। এরই মধ্যে খবর এসেছে, দুদক ছবিটি বানানোর ব্যাপারে আপত্তি জানাচ্ছে। কিন্তু এই ছবি নির্মাণে দুর্নীতি দমন কমিশন (দুদক) কেন বাধা হয়ে দাঁড়াল? জানা গেছে, জাহালমের গল্প নিয়ে সিনেমা তৈরির ওপর শিগগিরই নিষেধাজ্ঞা চাওয়ার জন্য আদালতের কাছে আবেদন করবে কমিশন। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান প্রথম আলোকে আজ সোমবার দুপুরে তা নিশ্চিত করেছেন।

সোনালী ব্যাংকের সাড়ে ১৮ কোটি টাকা ঋণ জালিয়াতির মামলার আসামি হলেন আবু সালেক নামের এক ব্যক্তি। কিন্তু নিরীহ পাটকলশ্রমিক জাহালমকে আবু সালেক হিসেবে চিহ্নিত করে ২৬টি মামলায় আসামি করা হয়। দুদকের মামলায় জাহালম গ্রেপ্তার হন ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি। তিন বছর কারাভোগ করে হাইকোর্টের নির্দেশে গত ৩ ফেব্রুয়ারি তিনি মুক্তি পান। টাঙ্গাইলের জাহালম এখন দেশের আলোচিত মানুষ।

নিজের জীবনের ঘটনা নিয়ে সিনেমা নির্মিত হতে যাচ্ছে জেনে খুশিও হন জাহালম। গত মঙ্গলবার রাতে কথা বলেন প্রথম আলোর সঙ্গে। তিনি বলেন, ‘ব্যাপারটা ভালোই লাগছে। মিথ্যা মামলায় আমি অনেক কষ্ট করছি। আমার জীবনের সেই কষ্টের কথা সিনেমায় দেখা যাবে, এটাতে আমি অনেক বেশি আনন্দিত। আমি চাই, বিনা দোষে যে শাস্তি পেয়েছি, এ ধরনের কোনো শাস্তি এ দেশের কেউ যেন আর না পায়। চলচ্চিত্রের মাধ্যমে সেই বিষয়গুলো সুন্দরভাবে যেন তুলে ধরা হয়।’

‘জাহালম’ ছবিটি পরিচালনা করবেন মারিয়া তুষার। আর ছবিতে জাহালমের চরিত্রে অভিনয় করবেন রিয়াজুল রিজু, যিনি ‘বাপজানের বায়োস্কোপ’ নামের একটি সিনেমা বানিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ‘জাহালমের মামলার ব্যাপারটি নিষ্পত্তি হয়নি। বিচারিক আদালতে মামলা চলছে। হাইকোর্টে সুয়োমোটো রুল চলছে। এসব সমস্যার সমাধান হলেই ছবিটি বানাতে পারবেন পরিচালক।’

এদিকে দুদকের এমন নিষেধাজ্ঞা প্রসঙ্গে মারিয়া তুষারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

জাহালমের জীবনী নিয়ে ছবি নির্মাণের ভাবনা প্রসঙ্গে মারিয়া তুষার এর আগে প্রথম আলোকে বলেছেন, ‘টেলিভিশনে প্রথম জাহালমের খবরটি জানতে পারি । জাহালমের দুঃখের জীবনের সংবাদ ছিল সাড়া জাগানো। তাঁর সাক্ষাৎকার দেখার পর মনে হলো, এটা নিয়ে কাজ করা উচিত। আমার কাছে ব্যাপারটা স্পর্শকাতরও মনে হয়েছে। এই ধরনের চাঞ্চল্যকর ঘটনা নিয়ে সিনেমা বানানোটা খুবই চ্যালেঞ্জিং। তার পরও সাধ্যমতো চেষ্টা করব।’

‘জাহালম’ সিনেমাটি প্রযোজনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান মারিয়া তুষার ফিল্মস ।

গত ২৮ জানুয়ারি প্রথম আলোর প্রথম পাতায় ‘স্যার, আমি জাহালম, সালেক না’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী অমিত দাশগুপ্ত প্রতিবেদনটি নজরে আনলে গত ৩ ফেব্রুয়ারি শুনানি নিয়ে জাহালমকে ২৬টি মামলায় অব্যাহতি দিয়ে ওই দিনই মুক্তি দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট । সেদিনই তিনি মুক্তি পান।