ছেলেকে নিয়ে আমির খানের স্বপ্ন

আমির খান আর কিরণ রাওয়ের সঙ্গে জুনেইদ খান (মাঝে)
আমির খান আর কিরণ রাওয়ের সঙ্গে জুনেইদ খান (মাঝে)

বাবা আমির খান বলিউডের অন্যতম সফল নায়ক। ব্যবসায়িক দিক থেকেও পেয়েছেন সাফল্য। তিনি চলচ্চিত্রের সফল প্রযোজক। বলিউডে প্রথম দিন থেকেই জনপ্রিয়তায় তিনি অনেক ওপরে। তাঁর ছেলে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হবেন, বাবার তৈরি পথ দিয়ে সহজে হাঁটবেন—এমনটা ভাবা মোটেই কল্পনা নয়। কিন্তু তা চান না আমির খান নিজেই। বড় ছেলে জুনেইদ খানের ব্যাপারে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বললেন, ‘থিয়েটার ওর খুব পছন্দ। পড়াশোনা করেছে থিয়েটার নিয়ে। ও এখন সেখানেই কাজ করতে চায়। আমিও বাধা দিচ্ছি না। করুক, ওর যা ইচ্ছা। নিজের ছেলে বলে বলছি না, ও কিন্তু খুব প্রতিভাবান।’ জুনেইদ খানের বয়স ২৬। তিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের আমেরিকান একাডেমি অব ড্রামাটিক আর্টস থেকে দুই বছর থিয়েটারের ওপর প্রশিক্ষণ নিয়েছেন।

স্ত্রী রিনা দত্তের সঙ্গে আমির খানের ছাড়াছাড়ি হয়েছে ২০০২ সালের ডিসেম্বর মাসে। এরপর ছেলে জুনেইদ আর মেয়ে ইরা মায়ের কাছেই আছেন। যদিও ২০০৫ সালের ডিসেম্বর মাসে কিরণ রাওকে বিয়ে করেছেন, কিন্তু ছেলেমেয়ের সঙ্গে যোগাযোগ কখনো বাদ দেননি আমির খান। তবে ছেলেমেয়ের নিরাপত্তা আর পড়াশোনার কথা ভেবে তাঁদের কখনো মিডিয়ার সামনে আনতে চাননি। এখন সবদিক থেকে ছেলেমেয়ে অনেকটা এগিয়ে গেছেন। আমির খান নিজেও বিভিন্ন সাক্ষাৎকারে ছেলেমেয়েকে নিয়ে কথা বলছেন।

রাজকুমার হিরানির ‘পিকে’ সিনেমায় পরিচালকের সহাকারী হিসেবে কাজ করেছেন জুনেইদ খান। সিনেমা তৈরির ব্যাপারে তাঁর আগ্রহ রয়েছে। তাহলে ছেলে ক্যামেরার পেছনেই থাকবেন? আমির খান বললেন, ‘জীবনটা একান্তই ওর। তাই সিদ্ধান্তগুলো ওর নিজেরই হওয়া উচিত। আমি কোনো নাক গলাতে চাই না। যদি ও কখনো অভিনয় করতে চায়, আমি বাধা দেব না।’

তাহলে বাবার ছবিতেই জুনেইদ খানের অভিষেক হবে? ‘পারফেকশনিস্ট’ নামে বলিউডে খুব পরিচিত আমির খান এবার কিন্তু বেশ কঠোর। বললেন, ‘ওকে অবশ্যই অডিশন দিতে হবে। এ ব্যাপারে আমি মোটেও কোনো হস্তক্ষেপ করব না কিংবা কাউকে অনুরোধ করব না। যদি অডিশনে পাস করে, পরিচালক আর প্রযোজক ওকে উপযুক্ত বলে মনে করে, তবেই ও কাজ করতে পারবে। কাস্টিংয়ের পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে ওকে যেতে হবে।’ আমির খানের ছবিতে ছেলের জন্য কোনো সুযোগ নেই? এখন বললেন, ‘আমার ছবিতে যদি কখনো কোনো চরিত্র দেখে মনে হয়, চরিত্রটির জন্য জুনেইদ সঠিক পছন্দ হবে, তখন হয়তো বিবেচনা করব। সবকিছু পরিস্থিতির ওপর নির্ভর করবে।’

১৪ মার্চ ছিল আমির খানের জন্মদিন। সেদিন সাংবাদিকদের কাছে নিজের নতুন ছবির ঘোষণা দিয়েছেন তিনি। বললেন, ‘আজ একটা খুশির খবর দিতে যাচ্ছি। আমার আগামী ছবি চূড়ান্ত হয়েছে। ছবির নাম “লাল সিং চাড্ডা”। হলিউডের কালজয়ী ছবি “ফরেস্ট গাম্প” দ্বারা অনুপ্রাণিত হয়ে ছবিটির কাহিনি ও চিত্রনাট্য তৈরি হচ্ছে। এটি আমার প্রযোজনা প্রতিষ্ঠান আমির খান প্রোডাকশনস আর ভায়াকম মিলে প্রযোজনা করবে। যুক্তরাষ্ট্রের প্যারামাউন্ট থেকে “ফরেস্ট গাম্প” ছবির স্বত্ব পেয়ে গেছি। তাই প্যারামাউন্টও আমাদের সঙ্গে থাকবে। ছবিটা পরিচালনা করছেন অদ্ভেদ চন্দন। আগামী অক্টোবর থেকে শুটিং শুরু হবে। আর এই কয়েক মাসে আমাকে ২০ কেজি ওজন ঝরাতে হবে। কারণ, ছবিতে আমাকে পাতলা দেখাতে হবে। আমার লুকের ওপর অনেক কাজ করতে হবে।’