দীপিকা এখন চেয়ারম্যান

দীপিকা পাড়ুকোন
দীপিকা পাড়ুকোন

এ বছর হোলি উদ্‌যাপন করলেন না বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। নতুন ছবি ‘ছপাক’-এর প্রস্তুতি নিতে হচ্ছে তাঁকে। সোমবার শুটিং শুরু হবে, কাজের তো শেষ নেই। সম্প্রতি কাঁধে আবার নতুন দায়িত্ব নিয়েছেন দীপিকা। মুম্বাই একাডেমি অব মুভিং ইমেজেস (মামি)-এর চেয়ারম্যান মনোনীত হয়েছেন এই তরুণ তারকা। ভারতীয় চলচ্চিত্রকে বিশ্বের দরবারে এক অন্য উচ্চতায় নিয়ে যেতে অবদান রাখতে চান তিনি।

এই তো সেদিন লন্ডন থেকে ফিরেছেন এই অভিনেত্রী। শ্বশুর-শাশুড়ি, বাবা-মা, বোন ও স্বামী রণবীর সিংকে নিয়ে লন্ডনের মাদাম তুসো জাদুঘরে গিয়েছিলেন নিজের মোমের মূর্তি উন্মোচন করতে। সেখান থেকে ফিরে ভারতীয় সাংবাদিকদের কাছে তিনি বললেন, নিজের অনুভূতির কথা: ‘ব্যাপারটা ভীষণ আবেগঘন ও একটু ভয়েরও ছিল।’

ভারতে ফিরেই এক পুরস্কার প্রদানের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন দীপিকা। যদিও পুরস্কার নিয়ে এখন আর তেমন মাথাব্যথা নেই তাঁর। কেননা, তিনি মনে করেন, পুরস্কার দিয়ে শিল্পীকে যাচাই করা যায় না। তবে পুরস্কার শিল্পীকে অনুপ্রাণিত করে। কিন্তু শিল্পীর আসল প্রাপ্তি হচ্ছে মানুষের ভালোবাসা। দীপিকা বলেন, ‘মানুষ মনে রাখবে এমন চরিত্র করতে পারাটাই শিল্পীর সৌভাগ্য।’

সম্প্রতি পাওয়া নতুন দায়িত্ব নিয়ে আশাবাদী দীপিকা। তিনি বলেন, ‘দায়িত্বটা নিতে রাজি হয়েছি, কারণ আমি মনে করি এ ধরনের প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে তরুণদের কিছু করার আছে। ভবিষ্যতে চলচ্চিত্র অঙ্গনকে একটি নতুন গড়ন দেওয়ার কাজটি তরুণদের করতে হবে। একটি সম্মানজনক প্রতিষ্ঠানের জন্য নিজের জায়গা থেকে যদি কিছু করতে পারি, আমার জন্য সেটা একটা বড় ব্যাপার। ভারতীয় চলচ্চিত্র এখন বিশ্ব স্বীকৃতির দ্বারপ্রান্তে। এ অবস্থায় আমি একে এক অন্য জায়গায় নিয়ে যেতে চাই।’ ডেকান ক্রনিকল