'গেম অব থ্রোনস' তারকা পাকিস্তানে হোটেলের ওয়েটার!

রোজি খান ও পিটার ডিনক্লেজ। ছবিটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে। ছবি: এএফপি
রোজি খান ও পিটার ডিনক্লেজ। ছবিটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে। ছবি: এএফপি

আসছে গেম অব থ্রোনস। এর মধ্যেই শুরু হয়েছে উন্মাদনা। অথচ বিখ্যাত টিরিয়ান ল্যাননিস্টার কিনা পাকিস্তানে। তাও আবার ওয়েটার হিসেবে কাজ করছেন এক হোটেলে। এত বিস্ময়ও কি মানুষের চোখে দেখা যায়? আসলে টিরিয়ান ল্যাননিস্টার নিজে নন, তবে একেবারেই তাঁর মতো দেখতে রোজি খান। ল্যাননিস্টার চরিত্রে অভিনয় করা মার্কিন অভিনেতা পিটার ডিনক্লেজের সঙ্গে রোজি খানের চেহারার এত মিল, যেন তাঁরা একে অপরের প্রতিচ্ছবি। শুধু যে চেহারায় মিল তা-ই নয়, মিল আছে তাঁদের উচ্চতায়ও। কাকতালীয়ভাবে তাঁদের দুজনেরই উচ্চতা ৪ ফুট ৫ ইঞ্চি।

রোজি খান আগে কখনো ‘গেম অব থ্রোনস’-এর নামও শোনেননি। তবে মানুষ ঠিকই তাঁকে পরিচিত করে তুলেছেন ইন্টারনেট জগতে। পাশাপাশি রেখে সম্পাদনা করা তাঁদের দুজনের ছবি এখান সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে ফিরছে।

রোজি খান বলেন, ‘আমি কিছু মনে করি না। মানুষ আসে, আমার সঙ্গে ছবি নেয়, এভাবেই আমি বিখ্যাত হয়েছি।’

‘গেম অব থ্রোনস’ সিরিজটি এখন পর্যন্ত ৪৭টি এমি পুরস্কার পেয়েছে, টেলিভিশন সিরিজের ইতিহাসে যা সর্বোচ্চ। এ ছাড়া এই সিরিজের পার্শ্ব চরিত্রে অনন্য অভিনয়ের জন্য ২০১২ সালে পিটার ডিনক্লেজ গোল্ডেন গ্লোব পুরস্কার পান।

বহুল প্রত্যাশিত এই টেলিভিশন ধারাবাহিকটির শেষ সিজনের প্রথম পর্ব মুক্তি পাচ্ছে আগামী ১৭ এপ্রিল।

রাওয়ালপিন্ডির সংকীর্ণ লাইনের ধারে একটি ছোট কাশ্মীরি রেস্তোরাঁয় কাজ করেন রোজি খান। ওই রেস্তোরাঁর পরিচালক মালিক আসলাম রোজিকে একজন কঠোর পরিশ্রমী কর্মী বলে প্রশংসা করেন। তিনি বলেন, ‘যেদিন রোজি ছুটি নেয়, সেদিন অনেকেই তার খোঁজে আসেন। তাঁকে না পেয়ে সবাই হতাশ হন। তাঁর জন্য দোকানের সামনে সব সময় ভিড় লেগে থাকে। তাঁর জন্য এই ব্যবসার এত উন্নয়ন।’

উত্তর পাকিস্তানের মানসেরাহমে জন্ম নেওয়া রোজি খান জানান, তিনি পিটার ডিনক্লেজের সঙ্গে দেখা করতে চান। তিনি বলেন, ‘আমি তাকে ভালোবাসি, সে আমার বন্ধু। তাঁর উচ্চতা আমার মতোই, তাই তাঁকে বেশি পছন্দ করি।’

চোখের সামনে টিরিয়ান ল্যাননিস্টারকে দেখা ক্রেতাদের জন্যও বেশ রোমাঞ্চকর। এমন একজন ক্রেতা ২০ বছর বয়সী জয়ন হাদরী বলেন, ‘যখন আমি তাঁকে দেখি খুব ভালো লাগে, এ যেন চোখের সামনে ল্যাননিস্টার ঘুরে বেড়াচ্ছেন।’