এক নাটকেই মুখর ঢাকার নাটকপাড়া

হ্যামলেট নাটকের দৃশ্য
হ্যামলেট নাটকের দৃশ্য

২০১৫ সালে রমজান মাসে নাটমণ্ডলে মঞ্চায়িত হয়েছিল নাটক ‘হ্যামলেট’। এই নাটকের জন্য ইফতারি নিয়ে তিনটার দিকেই অপেক্ষা করতেন দর্শকেরা। কোনো রকমে ইফতার সেরে লাইনে দাঁড়িয়ে যেতেন নাটকটি দেখার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রযোজনাটি টানা পাঁচ দিন প্রদর্শনীর পর আবার শিল্পকলায়ও হয় প্রদর্শনী। একটি নাটককে ঘিরে দর্শকদের এমন উন্মাদনা দেখা যাচ্ছে নাটকপাড়ায়।

উৎসবকে কেন্দ্র করেই নাটকপাড়া মুখর থাকে সাধারণত। কিন্তু একটি নাটককে কেন্দ্র করেই নাটকপাড়ায় উৎসবমুখর পরিবেশের দেখা মেলে গত কয়েক বছর ধরে। কখনো একটি নাটকের টানা অনেক প্রদর্শনী দিয়েও তৈরি হয় একটি উৎসব। তরুণ নির্দেশক শুভাশিস সিনহার নির্দেশনায় ‘হ্যাপি ডেজ’ নাটকটিও সাম্প্রতিক সময়ে বেশ আলোড়ন তোলে। ফরাসি দূতাবাসের আয়োজনে স্যামুয়েল বেকেটের নাটকটি নিয়ে বেশ আলোচনা হয়। দর্শকদের অনুরোধে নাটকটি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে একটি উৎসবও আয়োজিত হয়েছে। ২৯ ও ৩০ মার্চ নাটমণ্ডলে প্রতিদিন দুটি করে মোট চারটি প্রদর্শনী হবে নাটকটির। এর নির্দেশক শুভাশিস সিনহা বলেন, ‘এটা নতুন একটি ট্রেন্ড বলে আমার মনে হয়। কারণ, আমি ২০১১ সালে ‘কহে বীরাঙ্গনা’ নাটকটি বীরাঙ্গনা উৎসব নাম দিয়ে দুই দিনে চারটি প্রদর্শনী করেছিলাম। সেখানে ব্যাপক একটা সাড়া পড়েছিল। এরপর ‘লিমা’ নাটকটি নিয়েও তিন দিনব্যাপী এক নাটকের উৎসব করেছিলাম। আমার মনে হয়, নতুন নাটকের যখন একটি প্রদর্শনী হয়, তখন অনেকটা আড়ালে পড়ে যায়। সেখানে যদি দুই দিন বা তিন দিনের আয়োজন হয়, তখন দর্শকদের মধ্যে একটা উৎসবের আমেজ তৈরি হয়। অনেকেই নিজের সুবিধামতো দেখতে পারে।’

সম্প্রতি এমন কিছু নাটকের উদাহরণ মিলল। ২০১৭ সালে ‘রিজওয়ান’ নাটকটি বেশ আলোড়ন তুলেছিল। নাটকটি নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। গতানুগতিক নাটক প্রদর্শনীর বাইরে গিয়ে একটানা ১০ দিন একটি নাটকের প্রদর্শনীতে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছিল। এটি নির্দেশনা দিয়েছেন সৈয়দ জামিল আহমেদ। এর দুই বছর পর ফের সৈয়দ জামিল আহমেদ নিয়ে এসেছেন নাটক ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’। এটিও ১০ দিন প্রদর্শনী হয়। এই নাটকটি ঘিরেও নাটকপাড়া ছিল বেশ উৎসবমুখর। মুক্তিযুদ্ধকে ঘিরে শহীদুল জহিরের উপন্যাস অবলম্বনে তৈরি হয় নাটকটি।

গত বছর ৫ অক্টোবর মঞ্চে আসে নাগরিক নাট্য সম্প্রদায়ের নাটক ‘গ্যালিলিও’। এই নাটক দিয়ে ফের মঞ্চে একসঙ্গে দেখা গেল বর্ষীয়ান অভিনেতা আলী যাকের ও আসাদুজ্জামান নূরকে। নতুন করে নির্দেশনা দিয়েছেন পান্থ শাহরিয়ার। নাটকটি নিয়ে তাই ছিল বাড়তি আগ্রহ। এমন তালিকায় ওপেন স্পেস থিয়েটারের ‘টুয়েলভ অ্যাংরি ম্যান’ নাটকটির কথাও বলেছেন কয়েকজন নাট্যকর্মী। এই নাটকটি নিয়ে বেশ আগ্রহ ছিল দর্শকদের। সিডনি লুমেটের পরিচালনায় ‘টুয়েলভ অ্যাংরি ম্যান’ সিনেমা দিয়ে আগেই গল্পটি পরিচিত দর্শকদের, তাই আগ্রহ ছিল বেশ। নাট্যকর্মী হুমায়ুন আজম বলেন, ‘তরুণ একটি দল মঞ্চে নিয়ে এসেছে নাটকটি। মঞ্চে আসার পর নাটকটি নিয়ে বেশ আলোচনা হয় নাটকপাড়ায়। দেখার জন্যও উৎসুক ছিলাম।’

নতুন নাটক নিয়ে দর্শকের এই আগ্রহকে আনন্দের ব্যাপার হিসেবে দেখেন নাটকের মোর্চা সংগঠন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ। তিনি বলেন, ‘এটা অবশ্যই আমাদের জন্য আনন্দের। একটা নতুন নাটক হওয়া মানে একটা ফুল ফোটা। সেই নাটককে ঘিরে উৎসবমুখর পরিবেশ থাকা আনন্দের ব্যাপার।’