মস্কো উৎসবে 'শনিবার বিকেল'

‘শনিবার বিকেল’ ছবির দৃশ্য
‘শনিবার বিকেল’ ছবির দৃশ্য

পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী আজ মঙ্গলবার দুপুরে জানালেন, তাঁর ‘শনিবার বিকেল’ চলচ্চিত্রটি ৪১তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। রাশিয়ার মস্কোতে ১৮ এপ্রিল শুরু হচ্ছে এই উৎসব। চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। এবার উৎসবে জুরিপ্রধান হয়েছেন কোরিয়ার মাস্টার ফিল্মমেকার কিম কি দুক। অন্য জুরি সদস্য আর প্রতিযোগিতা বিভাগের নির্বাচিত অন্য চলচ্চিত্রগুলোর নাম আজ মস্কোতে সংবাদ সম্মেলনের মাধ্যমে উৎসব কর্তৃপক্ষ ঘোষণা করেছে।

‘শনিবার বিকেল’ চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশ থেকে জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী; ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়, ফিলিস্তিনের ইয়াদ হুরানি এবং আরও অনেকে। চিত্রগ্রহণ করেছেন কাজাখস্তানের চিত্রগ্রাহক আজিজ জাম্বাকিয়েভ। তিনি ২০১৩ সালে ‘হারমনি লেসন’ সিনেমার জন্য বার্লিন চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রগ্রাহকের পুরস্কার ‘সিলভার বিয়ার’ জিতেছিলেন। ছবির কারিগরি বিভাগে কাজ করেছেন চিত্রগ্রাহক আজিজ জাম্বাকিয়েভের নেতৃত্বে রাশিয়া থেকে আসা একটি দক্ষ দল।

‘শনিবার বিকেল’ ছবির দৃশ্যে জাহিদ হাসান
‘শনিবার বিকেল’ ছবির দৃশ্যে জাহিদ হাসান

ছবিটি নিয়ে এর আগে প্রথম আলোকে মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ‘দর্শক জানেন, প্রতি ছবিতেই আমি নিজেকে বদলাই। এবারও তেমনটাই দেখতে পাবেন। “শনিবার বিকেল” ছবির গল্প রাজনৈতিক সাসপেন্স থ্রিলার ধাঁচের। গল্পের মধ্যে শ্বাসরুদ্ধকর ব্যাপার আছে, আর শিল্পী ও কলাকুশলীরা শ্বাসরুদ্ধকর পরিবেশেই কাজটি করেছেন। সবাই মিলে আমরা অমানুষিক পরিশ্রম করেছি।’

ছবির নাম ‘স্যাটারডে আফটারনুন’ বা ‘শনিবার বিকেল’ কেন? মোস্তফা সরয়ার ফারুকী বললেন, ‘একটা শনিবার বিকেল, সুন্দর বিকেল, ঝরঝরে বিকেল, চমৎকার বিকেল, কী করে দুঃসহ ও বিভীষিকাময় হয়ে উঠল, তা-ই বলতে চেয়েছি। কিন্তু আমাদের গল্পটা শেষ পর্যন্ত বিভীষিকাময় থাকল না, আমাদের গল্পটা শেষ পর্যন্ত আশার। আমাদের গল্পটা বিভীষিকার ব্যাকড্রপে বানানো হলেও আমাদের গল্পটা শেষ পর্যন্ত স্বপ্ন দেখা আশা নিয়ে।’

মোস্তফা সরয়ার ফারুকী আগেই জানিয়েছেন, ‘শনিবার বিকেল’ একটি সিঙ্গেল শট সিনেমা। এটা আসলে কী? তিনি বললেন, ‘আমাদের এই ছবিটা অর্গানিক্যালি সিঙ্গেল শট। এখানে কোনো ডিজিটাল কারুকাজ নেই। তবে কোথাও সিঙ্গেল শট বলতে চাইনি। কারণ, আমরা মনে করি, সিঙ্গেল শট অথবা মাল্টিপল শট—এটা খুব একটা আলোচনার বিষয় নয়। শেষ পর্যন্ত আলোচনার বিষয় হওয়া উচিত ছবিটা। যে কারণে আমরা এটাকে আলোচনার মধ্যে রাখতে চাইনি।’

‘শনিবার বিকেল’ ছবির দৃশ্য
‘শনিবার বিকেল’ ছবির দৃশ্য

‘শনিবার বিকেল’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন আব্দুল আজিজ, মোস্তফা সরয়ার ফারুকী ও আনা কাচকো। আর প্রযোজনা প্রতিষ্ঠানগুলো হলো জাজ মাল্টিমিডিয়া, ছবিয়াল ও ট্যানডেম প্রোডাকশন।