সালমা সামাল দিচ্ছেন সব

সালমা। ছবি: আনন্দ
সালমা। ছবি: আনন্দ

বিগত কয়েক বছরে বড্ড একটা ঝড় পেরিয়ে এসেছেন সালমা। প্রথম বিয়ের পর গান থেকে দূরে সরে যান। গানে পড়ে লম্বা সময়ের ছেদ। এরপর সংসারে ভাঙন আসে। কঠিন সময়কে সালমা একটু একটু করে পেছনে ফেলে এসেছেন। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সালমা আবার সংসার সাজিয়েছেন। স্বামীর নাম সানাউল্লাহ নূরে সাগর। যুক্তরাজ্যে আছেন, বার–অ্যাট–ল ডিগ্রির জন্য। সালমা নিজেও পড়ছেন আইন বিষয়ে। গানে ফিরে নিয়মিত হয়েছেন স্টেজ শো ও মৌলিক গানে। পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছেন দিব্যি। মাঝেমধ্যে কিছু বিড়ম্বনা পথে বাধা হয়ে দাঁড়ায়। তবে সালমা সেগুলোও উতরে যান। আমরা সালমার সঙ্গে আড্ডায় বসেছিলাম তাঁর গান ও পড়াশোনার ব্যাপারে জানতে। বিয়ের পর কি বিদায় নেবেন গানের মঞ্চ থেকে? স্বামীর সঙ্গে পাড়ি জমাবেন ভিনদেশে?—কথায় কথায় এসব প্রশ্নের জবাবও পাওয়া গেল।

নতুন নতুন সব
নতুন সংসার গোছানোর উত্তেজনা এখনো লেগে আছে সালমার চোখে। পাশাপাশি গান নিয়েও নতুন নতুন পরিকল্পনা তাঁকে ভাবাচ্ছে। এরই মধ্যে এস এস মাল্টিমিডিয়া নামের একটি অডিও–ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান চালু করেছেন। নিজ হাতেই সামলাচ্ছেন ‘সালমা মিউজিক’ নামে চালু করা ইউটিউব চ্যানেলটি। সেই চ্যানেলের জন্য নতুন নতুন গান ও ভিডিও বানাচ্ছেন সালমা। এভাবেই এক হাতে সংসার, পড়াশোনা ও গান—সালমা সামাল দিচ্ছেন সব। কীভাবে সম্ভব এত কিছু? সালমা বলেন, ‘বিয়ের পর যেন নতুন জীবন পেয়েছি। গান করতে নতুন প্রাণও পেয়েছি। সংসারের ভালোবাসার মানুষগুলোর সমর্থন নিয়ে নতুন উদ্যমে সব গোছাচ্ছি।’

গান ও স্টেজ শোর ব্যস্ততা
সম্প্রতি ‘বাংলাদেশ’ শিরোনামে একটি দেশের গানের ভিডিও নিজের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করেছেন সালমা। আর কয়েক দিন পরই পয়লা বৈশাখ উপলক্ষে ‘আউলা প্রেম’ নামে একটি ফোক গান ওঠাবেন ওই একই চ্যানেলে। এর মধ্যে ছয়টি গান নিয়ে নতুন অ্যালবামের কাজও শেষ করেছেন, নাম ‘ভালোবাসি বন্ধু তোকে’। গানের পাশাপাশি বিয়ের পর নিয়মিত স্টেজ শো করে যাচ্ছেন সালমা। বরং মঞ্চে গান গাওয়ার ব্যস্ততা বেড়েছে আগের চেয়ে। সালমার হিসাবে, প্রতি মাসে দেশের বিভিন্ন প্রান্তে ১৫টির মতো শো করেন তিনি। এর সবটাই সম্ভব হয়েছে তাঁর স্বামী ও শ্বশুর–শাশুড়ির অনুপ্রেরণায়। সালমা বলেন, ‘আমি ভাগ্যবান। আমার জীবনে বেঁচে থাকার অন্যতম উপাদান গান। সেই গানকে এগিয়ে নিতে সাগর সব সময় উত্সাহ দেয়। আমি গানের শো করতে গেলে আমার শ্বশুর-শাশুড়িও সঙ্গে যান। কীভাবে আমি আরও ভালো ভালো গান করতে পারি, তাঁদেরই যেন বেশি চিন্তা। এটাই আমাকে অনেক সাহস জোগায়।’

ভক্ত–শ্রোতাদের ভালোবাসা অটুট

শ্রোতাদের বিপুল ভোটে ২০০৬ সালে ‘ক্লোজআপ ওয়ান: তোমাকে খুঁজছে বাংলাদেশ’ রিয়েলিটি শোর চ্যাম্পিয়ন হন সালমা। প্রথম বিয়ের পর সাংসারিক কিছু প্রতিবন্ধকতার কারণে গানে বিরতি দিতে হয় তাঁকে। প্রায় পাঁচ বছর তাঁকে আর নিয়মিত গানে দেখা যায়নি। কিন্তু তাই বলে কি ভক্তরা সালমাকে ভুলে গিয়েছিলেন? সালমা বলেন, ‘পাঁচ বছর বিরতির পর আবার যখন গানে ফিরলাম, দর্শকের উচ্ছ্বাস দেখে কেঁদেছি আমি। দেখেছি, আমার ও আমার গানের প্রতি ভালোবাসা একবিন্দুও কমেনি ভক্ত-শ্রোতাদের।’

পড়াশোনার খবরাখবর

যুক্তরাজ্যের বিপিপি বিশ্ববিদ্যালয়ের অধীনে আইন বিষয়ে স্নাতক করছেন সংগীতশিল্পী সালমা। বেশ কয়েকবার সাক্ষাত্কারে বলেছিলেন, উচ্চতর পড়াশোনার জন্য যুক্তরাজ্যে যাবেন তিনি। এর মধ্যে বিয়ে করেছেন এই সংগীতশিল্পী। এখন সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয়েছে কি না—সালমার কাছে জানতে চাইলে স্বামীর মতামতের ওপর ছেড়ে দিলেন তিনি। বলেন, ‘আমার তো ইচ্ছা আছে। আমার স্বামী একজন আইনজীবী। সে অল্পদিনের মধ্যেই পড়াশোনা শেষ করে দেশে ফিরবেন। তাঁর মতামতের প্রয়োজন আছে। আইন বিষয়ে স্নাতক শেষ করে বাংলাদেশে তাঁর কাছেও আইনের অনুশীলন করতে পারি। সেটা নিয়েও ভাবছি।’ তারপরেও ছয় মাসের একটি কোর্স করতে যুক্তরাজ্যে যাওয়ার ইচ্ছার কথা জানালেন এই গায়িকা।

মামলা বিড়ম্বনা

সম্প্রতি সাবেক স্ত্রী আদালতে নারী নির্যাতনের মামলা করেছেন সাগরের বিরুদ্ধে। বিভিন্ন পত্রিকা ও ওয়েব পোর্টালে মামলার বিষয়ে খবর ছাপতে গিয়ে সালমার নামও উঠেছে এসেছে খবরের শিরোনামে। বিষয়টি নিয়ে বেশ বিব্রত এই শিল্পী। তাঁর কথা, ‘এটি সাগর ও সাগরের আগের স্ত্রীর বিষয়। এখানে আমি কিছুই নই। তাহলে আমাকে জড়িয়ে কেন খবর প্রকাশ করা হচ্ছে?’ কিন্তু বিয়ের আগে সাগরের সাবেক স্ত্রীর বিষয়টি জানতেন কী? প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘অবশ্যই জানতাম। এ–ও জানি, প্রায় এক বছর আগে তাঁদের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়েছে। এরপর দুজন দুজনের বিষয়ে জেনে শুনেই বিয়ে করেছি।’ কিন্তু সাগরের আগের স্ত্রীর মামলা নিয়ে আপনি কিছু বলবেন না?—‘না, এতে আমার বলার কিছু নেই। যেহেতু মামলা হয়েছে, আদালতের মাধ্যমেই এর সমাধান হবে।’