মুক্তির আগেই রেকর্ড ভাঙল 'অ্যাভেঞ্জারস: এন্ডগেম'

অ্যাভেঞ্জারস: এন্ডগেম ছবির পোস্টার
অ্যাভেঞ্জারস: এন্ডগেম ছবির পোস্টার

মুক্তির বাকি আর সপ্তাহ তিনেক। এরই মধ্যে দাপট দেখাতে শুরু করেছে মারভেল সিনেমাটিক ইউনিভার্সের ছবি অ্যাভেঞ্জারস: এন্ডগেম। ২ এপ্রিল ছবিটির অগ্রিম টিকিট বিক্রি শুরু করে যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট ফানড্যাংগো। ছয় ঘণ্টার মধ্যে সব অগ্রিম টিকিট শেষ হয়ে যায়। এর আগে এত দ্রুত কোনো ছবির টিকিট শেষ হয়নি।

অগ্রিম টিকিট বিক্রির ঘোষণার সঙ্গে ২ এপ্রিল অ্যাভেঞ্জারস: এন্ডগেম–এর একটি বিশেষ ট্রেলারও মুক্তি দেওয়া হয়। এর ফলে ছবির প্রতি আগ্রহ সবার আরও বেড়ে যায়। সেখানে দেখা যায়, মহাশূন্যে হারিয়ে যাওয়া আয়রন ম্যান ওরফে টনি স্টার্ক পৃথিবীতে ফিরে এসেছেন। এর মধ্য দিয়ে এটা নিশ্চিত হয়ে যায় যে টনি স্টার্ক গার্ডিয়ান অব গ্যালাক্সির স্পেসশিপেই মারা যাচ্ছেন না। অন্যদিকে মার্ভেল–ভক্তদের আলোড়িত করেছে আয়রন ম্যান ও ক্যাপ্টেন আমেরিকার পুনর্মিলনের দৃশ্যও। এই দুই অতিমানব সবশেষ ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার–এ একসঙ্গে লড়াই করেছিলেন। তা ছাড়া কাপ্টেন মারভেলের স্পেসশিপে করে অ্যাভেঞ্জারসগার্ডিয়ান অব গ্যালাক্সির অবশিষ্ট অতিমানবদেরও দেখা গেছে নতুন ট্রেলারে। আর সবশেষ থানোসের মুখোমুখি ক্যাপ্টেন আমেরিকা, আয়রন ম্যান ও থরের দৃশ্যটিও সাড়া ফেলেছে বেশ। ছবিটি মুক্তি পাবে ২৬ এপ্রিল। সূত্র: এসশোবিজ