রুনা লায়লার মন জয়!

চ্যানেল আইয়ের ‘গানের রাজা’র গ্র্যান্ড ফিনালেতে রুনা লায়লা ও রোশান
চ্যানেল আইয়ের ‘গানের রাজা’র গ্র্যান্ড ফিনালেতে রুনা লায়লা ও রোশান

চলচ্চিত্রে চিত্রনায়ক রোশানের বয়স খুব বেশি দিনের না। মুক্তি পেয়েছে মাত্র তিনটি সিনেমা। এর মধ্যে একটি ভারতে ও অন্য দুটি বাংলাদেশে। তিনটি সিনেমায় তিনি নায়ক হিসেবে তাঁর সম্ভাবনার কথা জানান দিয়েছেন। গত শুক্রবার চ্যানেল আইয়ের একটি অনুষ্ঠানে পারফর্ম করে উপমহাদেশের প্রখ্যাত গায়িকা রুনা লায়লার মন জয় করেছেন। আজ রোববার সকালে প্রথম আলোর সঙ্গে আলাপে রোশানকে নিয়ে রুনা লায়লা তাঁর মুগ্ধতার কথা জানান।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গত শুক্রবার অনুষ্ঠিত হলো রিয়ালিটি শো ‘গানের রাজা’র গ্র্যান্ড ফিনালে। সেদিন প্রধান দুই বিচারক কোনাল ও ইমরান ছাড়া অতিথি বিচারক হিসেবে উপস্থিত ছিলেন রুনা লায়লা। রুনা লায়লা জানান, সেই অনুষ্ঠানেই তিনি প্রথম রোশানকে দেখেছেন।

রুনা লায়লা বলেন, ‘অনুষ্ঠান শুরুর আগে মঞ্চের পেছনে একটি কক্ষে বসে গল্প করছিলাম। এমন সময় সেখানে ঢোকে একজন তরুণ। আমি বললাম, আরে এই ছেলেটা দেখতে তো হিরোর মতো। তখনই জানতে পারলাম, বাংলাদেশি সিনেমার নতুন নায়ক সে, নাম রোশান। তার লুক, শারীরিক গঠন আর কথা বলার স্টাইল আমার ভালো লেগেছে।’

মঞ্চে যখন পূর্ণিমার সঙ্গে রোশান নাচছিলেন, তখন বিচারকের আসনে বসা রুনা লায়লা মুগ্ধ হয়ে তা দেখছিলেন আর হাততালি দিচ্ছিলেন। আর তা মিলনায়তনে থাকা অতিথি ও দর্শকের নজরে পড়ে। রুনা লায়লা বলেন, ‘যে রোশানকে শান্ত স্বভাবের দেখলাম, মঞ্চে যেন একেবারেই অন্যরকম। মঞ্চে রোশানের পরিবেশনা দেখে আমি মুগ্ধ। কী সুন্দর নাচল সে। পূর্ণিমা তো বরাবরই অসাধারণ! অভিজ্ঞতায় রোশানের চেয়ে পূর্ণিমা অনেক এগিয়ে। একজন অভিজ্ঞ চিত্রনায়িকার সঙ্গে যেভাবে আত্মবিশ্বাসের সঙ্গে পরিবেশনা করল, তা সত্যিই অসাধারণ। অনেক সময় দেখি, সিনিয়রদের সঙ্গে জুনিয়রেরা পরিবেশনায় নার্ভাস হয়ে যায়, সেটা বোঝা যায়। কিন্তু রোশান চমৎকারভাবে তাঁর কাজটা করে গেছে। পুরো পরিবেশনা দারুণ হয়েছে।’

রুনা লায়লা বলেন, ‘আমি সব সময় চাই, নতুন ছেলেমেয়েরা আসুক। তাঁরা ভালো করুক। চলচ্চিত্র, গান আর টেলিভিশন নাটকের সেক্টরটাকে সমৃদ্ধ করুক। আমি সব সময় তরুণ প্রতিভাবনদের উৎসাহ দিই, সুযোগ থাকলে সহযোগিতা করি।’

রোশানের প্রথম সিনেমা ‘রক্ত’। এরপর তিনি আরও দুটি চলচ্চিত্রে অভিনয় করেন। চলচ্চিত্র দুটি হচ্ছে ‘ককপিট’ ও ‘ধ্যাত্‌তেরিকি’। আগামী ঈদে তাঁর ‘বেপরোয়া’ ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে।