কী বললেন যুক্তরাষ্ট্রের সংগীত তারকারা?

মারায়া কেরি, ড্যান রেনল্ডস, সেলিন ডিওন ও রিচার্ড মার্কস
মারায়া কেরি, ড্যান রেনল্ডস, সেলিন ডিওন ও রিচার্ড মার্কস

সর্বশেষ সন্ত্রাসী হামলায় যে কেবল শ্রীলঙ্কা আক্রান্ত হয়েছে, তা নয়। বরং এই হামলায় আক্রান্ত করেছে পুরো বিশ্বকে। কেননা, সন্ত্রাসীদের লক্ষ্য কোনো নির্দিষ্ট মানুষ বা ধর্ম নয়। তাদের লক্ষ্য মানবতাকে নিশ্চিহ্ন করে ত্রাসের রাজ্য প্রতিষ্ঠা করা। আর সন্ত্রাসীরাও কোনো নির্দিষ্ট দল, মত বা ধর্মের নয়। তাদের একটাই ধর্ম—সন্ত্রাস! তাই সারা বিশ্বের মানবতাকামী মানুষ এক হয়ে যুদ্ধ ঘোষণা করেছেন এই ঘৃণ্য হিংস্রতার বিরুদ্ধে। বাদ যায়নি মার্কিন শিল্পীরাও।

এএফপির সর্বশেষ তথ্য অনুযায়ী, শ্রীলঙ্কায় গতকাল রোববার ইস্টার সানডেতে আটটি বোমা হামলায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ২৯০-তে পৌঁছেছে। দেশটির রাজধানী কলম্বো এবং শহরতলির তিনটি গির্জা ও দেশের বড় তিনটি হোটেলে এ হামলা হয়। পরে আরও দুই স্থানে হামলা হয়। আহত মানুষের সংখ্যা ইতিমধ্যে ৫০০ ছাড়িয়েছে। গতকাল ছিল খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব ইস্টার সানডে। অন্যদিকে, এই ঘটনায় ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। ভয়াবহ এই সিরিজ বোমা হামলার পর ফেসবুক, টুইটারসহ সব সামাজিক যোগাযোগমাধ্যম আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার সরকার।

মারায়া কেরি, ইমাজিন ড্রাগন ব্যান্ডের ড্যান রেনল্ডস, এমআইএসহ সংগীত জগতের আরও অনেক তারকা টুইটারে তাঁদের ক্ষোভ আর সহমর্মিতা প্রকাশ করে মানবতার পক্ষে প্রার্থনা করেছেন।

যুক্তরাষ্ট্রের পপ-রক ব্যান্ড ইমাজিন ড্রাগনসের প্রধান ভোকাল ড্যান রেনল্ডস (৩১) বলেছেন, ‘শ্রীলঙ্কার মানুষদের জন্য হৃদয় ভেঙে যাচ্ছে। এমন কোনো শব্দ নেই, যা এই বীভৎস ঘটনায় এতটুকু শান্তি দিতে পারে বা এই ভয়াবহ অবস্থাকে ব্যাখ্যা করতে পারে। যাঁরা এই ঘটনায় আক্রান্ত হয়েছেন, আমি আমার হৃদয়ের গভীর থেকে সেসব মানুষের জন্য সহানুভূতি আর ভালোবাসা জানাই।’

২৮ বছর বয়সী সংগীতশিল্পী, গীতিকার ও ড্যান্সার অ্যান মারি টুইট করেছেন, ‘শ্রীলঙ্কা, আমি বিশ্বাস করতে পারছি না কী ঘটল! আমার হৃদয় আহত হয়েছে। ভালোবাসা নিয়ো।’

জনপ্রিয় মার্কিন সংগীত তারকা ও অভিনেত্রী মারায়া কেরি (৪৯) টুইট করেছেন, ‘শ্রীলঙ্কা, আমার হৃদয় তোমার সঙ্গে আছে। এই ভয়াবহ হামলায় যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের জন্য আমার প্রার্থনা। শক্ত থাকুন।’

‘টাইটানিক’ ছবির জনপ্রিয় গান ‘মাই হার্ট উইল গো অন’ গানটির গায়িকা সেলিন ডিওন (৫১) লিখেছেন, ‘শ্রীলঙ্কায় বোমা হামলার বর্বর ঘটনায় আমি খুবই দুঃখিত। আমাদের পৃথিবীতে এই ধরনের নৃশংস ঘটনার কোনো স্থান নেই। আক্রান্ত ব্যক্তিদের, তাঁদের পরিবার ও শ্রীলঙ্কার সবার প্রতি আমার হৃদয়নিংড়ানো সমবেদনা। আমি প্রার্থনা করছি, যাতে আপনারা ভালোবাসা, শক্তি এবং শান্তি খুঁজে পান।’

ইংরেজ র‍্যাপার মাথাঙ্গি আরুলপ্রাগাসাম (৪৩), যিনি স্টেজে ও সংগীত দুনিয়ায় এমআইএ নামেই সর্বাধিক পরিচিত, তিনি লিখেছেন, ‘দেশটি (শ্রীলঙ্কা) এখন সন্ত্রাসী হামলা থেকে আধ্যাত্মিক যুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে। এটা এখনো একটা যুদ্ধ।’

৫৫ বছর বয়সী আমেরিকান সংগীতশিল্পী, গীতিকার ও সংগীত পরিচালক রিচার্ড মার্ক্স লিখেছেন, ‘শ্রীলঙ্কার জন্য হৃদয় ভেঙে গেছে। তিন বছর আগে আমি শ্রীলঙ্কায় অনুষ্ঠান করেছিলাম। দেশটা খুবই সুন্দর আর শান্তিপূর্ণ। দেশের মানুষগুলোও। যা ঘটল সেটা ভয়াবহ।’

আমেরিকান রক ব্যান্ড গারবেজ মাত্র দুটি শব্দে এই ঘটনায় শোক আর সহমর্মিতা প্রকাশ করে লেখে, ‘ওহ শ্রীলঙ্কা!’

২৩ বছর বয়সী তরুণ আমেরিকান সংগীতশিল্পী, নৃত্যশিল্পী ও মডেল কিয়ারা প্রিন্সেস লিখেছেন, ‘শ্রীলঙ্কার জন্য প্রার্থনা। আমার হৃদয় ভেঙে গেছে।’