ফেস অব বাংলাদেশে ঝলমলে মঞ্চ

>ফ্যাশন ও মডেলিংয়ের বিশ্বমঞ্চে বাংলাদেশি মডেলদের ঝলমলে উপস্থিতি নিশ্চিত করতে আয়োজন করা হয়েছে ‘ফেস অব বাংলাদেশ ২০১৯’। প্রায় সাড়ে পাঁচ হাজার প্রতিযোগীর মধ্য থেকে বেছে নেওয়া ২০ প্রতিযোগী মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে গালা রাউন্ডে অংশ নেন। প্রতিযোগীরা মেধা ও সৌন্দর্যের পরীক্ষা দেন দেশীয় ও কোরীয় বিচারকদের সামনে। শেষ পর্যন্ত এই লড়াইয়ে বিজয়ী হন পাঁচ প্রতিযোগী। তাঁরা দক্ষিণ কোরিয়ার সিউলে ‘এশিয়া মডেল ফেস্টিভ্যাল’-এ অংশ নেওয়ার সুযোগ পাবেন।
১ / ১৩
র‍্যাম্পে প্রতিযোগীরা
র‍্যাম্পে প্রতিযোগীরা
২ / ১৩
আধুনিক পোশাকে প্রতিযোগীরা
আধুনিক পোশাকে প্রতিযোগীরা
৩ / ১৩
প্রতিযোগিতার মঞ্চে যুগলবন্দী
প্রতিযোগিতার মঞ্চে যুগলবন্দী
৪ / ১৩
আলোর মঞ্চে তরুণ-তরুণী
আলোর মঞ্চে তরুণ-তরুণী
৫ / ১৩
গান গাইছেন জেফার রহমান
গান গাইছেন জেফার রহমান
৬ / ১৩
প্রতিযোগীদের একক উপস্থিতি
প্রতিযোগীদের একক উপস্থিতি
৭ / ১৩
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নাগরিক টেলিভিশনের চেয়ারম‍্যান রুবানা হক
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নাগরিক টেলিভিশনের চেয়ারম‍্যান রুবানা হক
৮ / ১৩
স্বমহিমায় প্রতিযোগীরা
স্বমহিমায় প্রতিযোগীরা
৯ / ১৩
প্রতিযোগীদের পরিবেশনায় ফুটে উঠেছে শাড়ির সৌন্দর্য
প্রতিযোগীদের পরিবেশনায় ফুটে উঠেছে শাড়ির সৌন্দর্য
১০ / ১৩
নিজস্ব স্টাইলে এক তরুণ
নিজস্ব স্টাইলে এক তরুণ
১১ / ১৩
মঞ্চে তরুণীরা
মঞ্চে তরুণীরা
১২ / ১৩
মঞ্চে তরুণেরা
মঞ্চে তরুণেরা
১৩ / ১৩
বিজয়ী পাঁচ প্রতিযোগী
বিজয়ী পাঁচ প্রতিযোগী