বন্ড সিরিজে নতুন খলনায়ক

বন্ড সিরিজের নতুন ছবিতে খলনায়ক হচ্ছেন রামি মালেক
বন্ড সিরিজের নতুন ছবিতে খলনায়ক হচ্ছেন রামি মালেক

বন্ড, জেমস বন্ড...
জেমস বন্ড কে জানেন না, এমন মানুষ বোধ হয় আতশি কাচ দিয়েও খুঁজে পাওয়া যাবে না। ব্রিটিশ ঔপন্যাসিক ইয়ান ফ্লেমিংয়ের বিখ্যাত এই চরিত্র শন কনারি, রজার মুর, টিমোথি ডাল্টন, পিয়ার্স ব্রসন্যান আর ড্যানিয়েল ক্রেগদের শরীরে বাস্তব হয়ে ধরা দিয়েছেন রুপালি পর্দায়। অসম্ভব হ্যান্ডসাম দুর্ধর্ষ এক গুপ্তচর তিনি। জেমস বন্ড সিরিজের প্রতিটি ছবিই সুপারহিট ও সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়। নজরকাড়া স্ট্যান্ট আর অ্যাকশন ছবিগুলোর অন্যতম বৈশিষ্ট্য। এবার জানা গেছে, বন্ড সিরিজের পরবর্তী ছবিতে ‘খলনায়ক’ চরিত্রে দেখা যাবে অস্কারজয়ী অভিনেতা রামি মালেককে।

বন্ড সিরিজের ২৪তম ও সর্বশেষ ছবি মুক্তি পেয়েছিল ২০১৫ সালের ২৬ অক্টোবর, ‘স্পেক্টর’। ভক্তদের অনেক দিন অপেক্ষায় রেখে এবার এই সিরিজের ২৫তম ছবির ঘোষণা এসেছে। নাম ‘বন্ড টুয়েন্টি ফাইভ’। এখানে বন্ড হবেন যথারীতি ড্যানিয়েল ক্রেগ। গত বছর এপ্রিলে টুইটারে সে ঘোষণা দিয়েছিলেন তিনি। আর তাঁকে সমানে সমান টেক্কা দিতে এবার পর্দায় দেখা যাবে রামি মালেককে। প্রযোজক বারবারা ব্রকোলি গতকাল শুক্রবার লেখক ইয়ান ফ্লেমিংয়ের জন্মস্থান জ্যামাইকা থেকে লাইভ স্ট্রিমিংয়ে এই ঘোষণা দেন।

ধারণা করা হচ্ছে, ‘ক্যাসিনো রয়্যাল’, ‘কোয়ান্টাম অব সোলেস’, ‘স্কাইফল’ ও ‘স্পেক্টর’ ছবির পর এটাই বন্ড হিসেবে ড্যানিয়েল ক্রেগের শেষ উপস্থিতি। পঞ্চমবারের মতো বড় পর্দায় বন্ড হতে যাওয়া ক্রেগ বলেন, ‘এই চলচ্চিত্র আমার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা। ছোটবেলার সেই দিনগুলোর কথা মনে আছে, যখন আমি জেমস বন্ড দেখতাম। বন্ড সিরিজের নতুন ছবি মানে দারুণ উত্তেজনার বিষয়। আমি শুধু বিভিন্নভাবে সেই উত্তেজনাকে চলমান রাখার চেষ্টা করেছি, এখানেও করব।’

নতুন এই বন্ড ছবি পরিচালনা করবেন ক্যারি জোজি ফুকুনাগা। ফুকুনাগার প্রিয় বন্ড নাকি ড্যানিয়েল ক্রেগ! ফুকুনাগা বন্ড সিরিজের এই নতুন ছবি নিয়ে বলেন, ‘দারুণ এক অভিজ্ঞতার জন্য অপেক্ষা করছি। বন্ড সিরিজের নতুন ছবিতে দর্শক এমন কিছু আশা করে, যা তারা আগে দেখেনি।’

‘বন্ড টুয়েন্টি ফাইভ’ ছবিতে জেমস বন্ড হবেন ড্যানিয়েল ক্রেগ
‘বন্ড টুয়েন্টি ফাইভ’ ছবিতে জেমস বন্ড হবেন ড্যানিয়েল ক্রেগ

ভিডিও বার্তায় রামি মালেক বলেছেন, ‘হ্যাঁ, আমি এখন নিউ ইয়র্কে ছবির কাজে আটকা পড়ে আছি। কিন্তু আমি শিগগিরই নতুন বন্ড সিরিজের শিল্পী আর কলাকুশলীদের সঙ্গে যোগ দেব। আমার ওপর ভরসা রাখুন, আমি জেমস বন্ডকে এত সহজে এই ছবিতে উতরে যেতে দেব না।’

প্রযোজক বারবারা ব্রকোলি বলেছেন, ‘এই ছবির গল্পে একেবারে শুরুতে ফিরে যাওয়া হবে। নরওয়ে, লন্ডন আর ইতালির মাতারা শহরে এই ছবির শুটিং হবে। বন্ড জ্যামাইকাতে অবকাশ কাটাচ্ছে। এমন সময় সিআইএর পুরোনো বন্ধু ফেলিক্স লেইটার তাঁর কাছে সাহায্য চান। একজন বিজ্ঞানীকে অপহরণ করা হয়েছে। তাকে উদ্ধারের জন্য দায়িত্ব দেওয়া হয় জেমস বন্ডকে। তখন ভয়ংকর নতুন প্রযুক্তি নিয়ে সদলবলে হাজির হবে এক রহস্যময় ভিলেন।’

বন্ড সিরিজের নতুন পরিচালক ফুকুনাগা এর আগে এইচবিও চ্যানেলের জনপ্রিয় আমেরিকান টিভি সিরিজ ‘ট্রু ডিটেকটিভ’-এর পরিচালক হিসেবে খ্যাতি অর্জন করেছেন। সবকিছু ঠিক থাকলে ২০২০ সালের এপ্রিলে মুক্তি পাবে ‘বন্ড টুয়েন্টি ফাইভ’। ডেকান ক্রনিকল