আনিসুল হকের 'হৃদিতা' নিয়ে সিনেমা

আনিসুল হকের উপন্যাস ‘হৃদিতা’ অবলম্বনে তৈরি হচ্ছে ছবিটির গল্প।
আনিসুল হকের উপন্যাস ‘হৃদিতা’ অবলম্বনে তৈরি হচ্ছে ছবিটির গল্প।

পরিচালক ইস্পাহানি আরিফ জাহান ‘ড্রিমগার্ল’ নামে একটি সিনেমা নির্মাণ করার ঘোষণা দিয়েছিলেন বেশ কয়েক দিন আগেই। ছবির নায়ক–নায়িকাও চূড়ান্ত। ছবিতে রুপালি পর্দায় দেখা যাবে রোশান ও অধরা খানকে। কিছুদিন আগে মহরতও হয়েছে ছবিটির। এবার শোনা গেল ছবির গল্প নিয়ে। কথাসাহিত্যিক আনিসুল হকের উপন্যাস ‘হৃদিতা’ অবলম্বনে তৈরি হচ্ছে ছবিটির গল্প।

সম্প্রতি লেখক আনিসুল হক ও পরিচালক ইস্পাহানি আরিফ জাহানের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ইস্পাহানি আরিফ জাহান বলেন, ‘ড্রিমগার্ল’ ছবির জন্য আনিসুল হকের ‘হৃদিতা’ উপন্যাসটি নিয়েছি। চুক্তি স্বাক্ষরও হয়েছে। উপন্যাসটি পড়ে ভালো লেগেছে। সময়োপযোগী গল্প। এই গল্প নিয়ে বেশ ভালো সিনেমা বানানো যাবে। বেশ অনেক দিন ধরেই গল্পটি নেওয়ার কথা ভাবছিলাম।

পরিচালক জানিয়েছেন, ছবিটির নাম ‘ড্রিমগার্ল’ পাল্টে উপন্যাসের নামেও হতে পারে। আগামী ঈদুল ফিতরের পর ছবির শুটিং শুরুর কথা আছে।