ইরফানের সঙ্গে রোমান্টিক সম্পর্ক নেই কারিনার

‘আংরেজি মিডিয়াম’ ছবিতে কারিনা কাপুর খানকে দেখা যাবে পুলিশের চরিত্রে
‘আংরেজি মিডিয়াম’ ছবিতে কারিনা কাপুর খানকে দেখা যাবে পুলিশের চরিত্রে

২০১৭ সালে মুক্তি পায় ‘হিন্দি মিডিয়াম’ নামে একটি চলচ্চিত্র। মাত্র ২৩ কোটি রুপি খরচ করে তৈরি সেই ছবি সবাইকে চমক দিয়ে তুলে আনে ৩৪০ কোটি রুপি। বছরের অন্যতম সেরা ব্যবসাসফল ছবির খেতাব জোটে। সেই ছবির সিক্যুয়েল ‘আংরেজি মিডিয়াম’। আর শিগগিরই ছবির শুটিংয়ে যোগ দেবেন কারিনা কাপুর খান। হিন্দি মিডিয়ামের মতোই এই ছবিতে মুখ্য চরিত্রে থাকবেন ইরফান খান।

‘আংরেজি মিডিয়াম’ ছবিতে কারিনা কাপুর খানকে প্রথম দেখা যাবে পুলিশের চরিত্রে। ১৫ মে থেকে ইরফান খান, দীপক দবরিয়াল ও রাধিকা মাদানদের সঙ্গে শুটিংয়ে অংশ নেবেন তিনি। এপ্রিলে উদয়পুরে এই ছবির শুটিং শুরু হয়েছে। এরপর মুম্বাইয়ের অংশে কারিনা যুক্ত হবেন। সেখানে কাজ শেষে ছবির পুরো ইউনিট উড়াল দেবে লন্ডনে। ছবির গুরুত্বপূর্ণ অংশের শুটিং হবে সেখানে। রাধিকা মাদানকে এখানে দেখা যাবে ইরফান খানের মেয়ের চরিত্রে।

কারিনা কাপুর খানের একজন মুখপাত্র মুম্বাই মিররকে জানান, বলিউডের এই তারকা এরই মধ্যে ‘আংরেজি মিডিয়াম’ ছবির জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। যেহেতু এর আগে তিনি পুলিশ চরিত্রে অভিনয় করেননি, তাই চরিত্রটি নিয়ে পরিচালক হোমি আদজানিয়ার সঙ্গে আলোচনা করেছেন। শুটিংয়ের পুরো দল জুনে লন্ডনে উড়াল দেওয়ার আগে প্রায় এক সপ্তাহ তিনি মুম্বাইয়ে শুটিং করবেন। যদিও এই ছবিতে ইরফান খানের সঙ্গে তথাকথিত রোমান্টিক সম্পর্ক নেই কারিনার। তবু কারিনার চরিত্রটি খুব গুরুত্বপূর্ণ।

এবারই প্রথম পুলিশ চরিত্রে অভিনয় করছেন কারিনা কাপুর খান
এবারই প্রথম পুলিশ চরিত্রে অভিনয় করছেন কারিনা কাপুর খান

ক্যানসারকে জয় করে ফিরে এসেই ইরফান খান এই ছবির কাজে যুক্ত হন। এখানে তাঁর চরিত্রের নাম চম্পক, মিষ্টির দোকানদার। ইরফান খান প্রথম দিনের শুটিংয়ের একটি ছবি পোস্ট করেন টুইটারে। সেখানে দেখা যায়, তিনি দাঁড়িয়ে আছেন ঘসিটেরাম মিষ্টান্ন ভান্ডারের (জিএমবি) সামনে। ছবির ক্যাপশনে লিখেছিলেন, ‘সেই ১৯০০ সাল থেকে আপনাদের সেবায় জিএমবি।’

‘হিন্দি মিডিয়াম’ ছবির মতো এই ছবির প্রযোজনা করছে দীনেশ বিজনের ম্যাডক ফিল্মস। ইরফানের ফিরে আসা এবং কাজ শুরু করা নিয়ে প্রযোজক দীনেশ বিজন বলেন, ‘যখন ৫২ বছর বয়সী অভিনেতা ইরফান খান প্রথম শট দিলেন, তখন পুরো দল আবেগপ্রবণ হয়ে পড়েছিল। ইরফানকে ফিরে পাওয়া অন্য রকম অনুভূতি। তিনি নিঃসন্দেহে আমাদের সেরা অভিনেতাদের একজন।’

কারিনাকে এই ছবিতে পেয়েও বেজায় খুশি এই প্রযোজক। তিনি বলেন, ‘আমাদের ফ্র্যাঞ্চাইজিতে কারিনার যুক্ত হওয়া দারুণ ব্যাপার। “আংরেজি মিডিয়াম” একটা বিশেষ চলচ্চিত্র। এই ছবির অংশ হতে পেরে আমার খুব ভালো লাগছে। আমরা এমন একজনকে ভাবছিলাম, যিনি এই গল্পকে দারুণভাবে সামনে এগিয়ে নিতে পারবেন। আর সেখানে কারিনা একেবারে ঠিকঠাক।’

‘আংরেজি মিডিয়াম’ ছবির প্রথম দিনের শুটিং শেষে ছবিটি টুইটারে পোস্ট করেন ইরফান খান
‘আংরেজি মিডিয়াম’ ছবির প্রথম দিনের শুটিং শেষে ছবিটি টুইটারে পোস্ট করেন ইরফান খান

‘আংরেজি মিডিয়াম’ শেষ করে অক্ষয় কুমারের বিপরীতে ‘গুড নিউজ’ ছবির শুটিংয়ে অংশ নেবেন কারিনা কাপুর খান। আর করণ জোহরের পরিচালনায় ‘তখত’ তো আছেই।