নামটা এখন বলছি না: বাপ্পা

বাপ্পা মজুমদার
বাপ্পা মজুমদার
>

প্রথমবারের মতো নজরুলসংগীত গাইলেন শিল্পী বাপ্পা মজুমদার। জাতীয় কবির জন্মদিনে মুক্তি পাচ্ছে সেই গান ও মিউজিক ভিডিও। প্রথমবারের মতো তাঁর গাওয়া একটি হিন্দি গানের খবরও শোনা যাচ্ছে। এ দুই প্রথমের অভিজ্ঞতা নিয়ে কথা বললেন এই শিল্পী।

হঠাৎ নজরুলসংগীত গাইলেন কী মনে করে?
হঠাৎ করেই ইচ্ছে করল। আমার জন্য এটা যথেষ্ট সাহসের কাজ।

কোন গানটা করেছেন?
গানের নামটা এখন বলছি না কাউকে। শুধু এটুকু বলতে পারি, ভিডিওতে নাদিয়াকে দেখা যাবে। আমার বয়স যখন ১৪ বা ১৫ বছর, তখন মায়ের কাছ থেকে এ গানটা তুলেছিলাম। বহু বছর পর মনে হলো গানটা করি। মায়ের কাছে গানটা অনেক শুনেছি।

কার কণ্ঠে নজরুলসংগীত আপনার বেশি পছন্দ?
নাম বললে অনেকের নামই বলতে হয়। পুরুষ কণ্ঠের মধ্যে সুবীরদার (নন্দী) গান আমার ভীষণ প্রিয়। এ ছাড়া খায়রুল আনাম শাকিল ভাইয়ের কণ্ঠে নজরুলের গান আমার বিশেষভাবে ভালো লাগে।

হিন্দি গান গাইতে কেমন লাগল?
ভালো। প্রথমবারের মতো হিন্দি গান গাইলাম। বন্ধু নিয়ে গান। হিন্দি গানটার শিরোনাম ‘সাওয়ারি’ আর বাংলাটা ‘বন্ধু রে’। হিন্দিটা লিখেছেন বলিউডের গীতিকবি নুসরাত বদর এবং বাংলাদেশের শাহান কবন্ধ। সংগীতায়োজন আমারই করা।

সংসার কেমন চলছে?
বেশ ভালো।

দুজনকে একসঙ্গে ঈদের টিভি অনুষ্ঠানে দেখা যাবে?
ঈদের এখনো অনেক দিন বাকি আছে। এর মধ্যে আরও কিছু টিভি অনুষ্ঠানে যেতে হতে পারে।