শুরু হলো মহাযজ্ঞ

আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ৭২তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ৭২তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ৭২তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ফ্রান্সের ভূমধ্যসাগরের কোল ঘেঁষা কান শহরে জমেছে তারকার মেলা। আজ স্থানীয় সময় সন্ধ্যায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। এবার উদ্বোধনী ছবি জিম জারমুশের ‘দ্য ডেড ডোন্ট ডাই’। চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে বড় আয়োজন এ বছর নানা কারণে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে। উৎসব শুরুর প্রথম দিনে আসুন এবারের উৎসবের কিছু আলোচিত ও কাঙ্ক্ষিত বিষয়ের দিকে চোখ বুলিয়ে নিই।

গত বছর কান চলচ্চিত্র উৎসবে লিঙ্গ সমতার দাবিতে ৮২ জন নারী চলচ্চিত্রব্যক্তিত্ব লাল গালিচায় এক অভিনব প্রতিবাদের আয়োজন করেন
গত বছর কান চলচ্চিত্র উৎসবে লিঙ্গ সমতার দাবিতে ৮২ জন নারী চলচ্চিত্রব্যক্তিত্ব লাল গালিচায় এক অভিনব প্রতিবাদের আয়োজন করেন

উপেক্ষিত নারী নির্মাতা
গত বছর কান চলচ্চিত্র উৎসবে লিঙ্গ সমতার দাবিতে ৮২ জন নারী চলচ্চিত্রব্যক্তিত্ব উৎসবের লাল গালিচায় এক অভিনব প্রতিবাদের আয়োজন করেন। ধারণা করা হয়েছিল, সেই প্রতিবাদের রেশ বুঝি এবারও থাকবে। এবার হয়তো বোধোদয় হবে উৎসব কর্তৃপক্ষের। প্রতিযোগিতা ও প্রতিযোগিতার বাইরের বিভাগে নির্বাচিত ছবিগুলোতে থাকবে সন্তোষজনক হারে নারী নির্মাতা নির্দেশিত সিনেমা। কিন্তু তা হয়নি। এ বছর প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত ২১টি ছবির মধ্য মাত্র চারটির নির্মাতা নারী। অর্থাৎ গত বছর ‘ফিফটি/ফিফটি বাই ২০২০’-এর যে কর্মসূচি শুরু করেছিলেন ফরাসি নারী চলচ্চিত্রকর্মীরা, সেটা এ বছরই মাঠে মারা পড়েছে।

এ বছর ফরাসি কিংবদন্তি অভিনেতা অ্যালাইন ডিলনকে সম্মানসূচক পাম দ’অর দেওয়ার ঘোষণা দেওয়া হয়
এ বছর ফরাসি কিংবদন্তি অভিনেতা অ্যালাইন ডিলনকে সম্মানসূচক পাম দ’অর দেওয়ার ঘোষণা দেওয়া হয়

সম্মানসূচক পাম দ’অর বিজয়ীর বিরুদ্ধে পিটিশন
উৎসব শুরুর আগের দিন বেশ সমালোচনার মুখে পড়েছে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এ বছর ফরাসি কিংবদন্তি অভিনেতা অ্যালাইন ডিলনকে সম্মানসূচক পাম দ’অর দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এই তারকার বিরুদ্ধে রয়েছে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ। এই অভিযোগ তুলেছেন খোদ ডিলনেরই ছেলে। এমনকি গত নভেম্বরে ডিলনও একটি টিভি সাক্ষাৎকারে স্বীকার করেন তিনি তাঁর স্ত্রীর গায়ে হাত তুলতেন। তাই নারী নির্যাতনের দায়ে অভিযুক্ত এমন একজনকে সম্মানসূচক পাম দ’র দেওয়ায় কান উৎসব কর্তৃপক্ষের বিবেচনাবোধ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। তবে এ বিষয়ে গতকাল সোমবার আত্মপক্ষ সমর্থন করেছেন উৎসব পরিচালক থিয়েরি ফ্রেমু। ডিলনের প্রসঙ্গ উঠতেই ফ্রেমু বলেন, ‘আমরা এখানে কাজের স্বীকৃতির জন্য তাঁকে সম্মাননা জানাচ্ছি, তাঁকে শান্তিতে নোবেল পুরস্কার দিচ্ছি না।’

এবারের জুরি
অস্কারজয়ী নির্মাতা আলেহান্দ্রো জি ইনারিত্তু নেতৃত্ব দিচ্ছেন এবারের মূল জুরি বোর্ডের। প্রতিযোগিতায় ছবি নির্বাচনের বেলায় ‘ফিফটি/ফিফটি বাই ২০২০’ নীতি না মানা হলেও, জুরিতে ঠিকই রাখা হয়েছে নারী-পুরুষের সমতা। জুরিপ্রধান ছাড়া বোর্ডে থাকা ৮ সদস্যের মধ্যে ৪ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছেন। জুরি বোর্ডে রয়েছেন মার্কিন অভিনেত্রী এল ফ্যানিং, গ্রিক নির্মাতা ইয়োরগেস লানথিমস, ইতালীয় নির্মাতা এলিস রোরওয়াশের, ফরাসি লেখক এঙ্কি বিলাল, পোল্যান্ডের নির্মাতা পাওয়েল পাওলিওস্কি, মার্কিন নির্মাতা কেলি রেইচার্ড, ফরাসি নির্মাতা রবিন কাম্পিলো এবং সেনেগালের অভিনেত্রী মাইমুনা নাদিয়া।

উদ্বোধনী ছবি বিল মারে ও অ্যাডাম ড্রাইভার অভিনীত ‘দ্য ডেড ডোন্ট ডাই’ নিয়ে আলোচনা এখন তুঙ্গে
উদ্বোধনী ছবি বিল মারে ও অ্যাডাম ড্রাইভার অভিনীত ‘দ্য ডেড ডোন্ট ডাই’ নিয়ে আলোচনা এখন তুঙ্গে

এবারের আকর্ষণ
কয়েকটি ছবি নিয়ে আলোচনার কোনো কমতি নেই এবার। যেমন সবার আগে উঠে আসে সবার পরে উৎসবে যোগ হওয়া ছবির নাম। অর্থাৎ কুয়েন্টিন টারান্টিনোর ‘ওয়ান্স আপন আ টাইম ইন... হলিউড’। এই ছবির জন্য লাল গালিচায় হাঁটবেন লিওনার্দো ডি’ক্যাপ্রিও, ব্র্যাড পিট, মারগোট রোবির মতো তারকারা। উদ্বোধনী ছবি জিম জারমুশের ‘দ্য ডেড ডোন্ট ডাই’ নিয়েও আলোচনা এখন তুঙ্গে। অ্যাডাম ড্রাইভার ও বিল মারে অভিনীত এই জোম্বি ছবি উৎসবের অন্যতম আকর্ষণ। সংগীত তারকা এলটন জনের বায়োপিক ও লেড জ্যাপলিনের সংগীত সফর নিয়ে তথ্যচিত্রও আলোচনার তুঙ্গে আছে। তা ছাড়া জ্যেষ্ঠ নির্মাতারাও এ বছর পাল্লা দিয়ে তরুণদের সঙ্গে প্রতিযোগিতায় নামার জন্য প্রস্তুত। সেই ক্ষেত্রে কেন লোচ (৮২), টেরেন্স মালিক (৭৫) ও মার্কো বেল্লোকিওর (৭৯) নাম বলতেই হয়।