তারকার জন্মদিন

পিয়ার্স ব্রসনান
পিয়ার্স ব্রসনান

পিয়ার্স ব্রসনান

হলিউড অভিনেতা

জন্ম: ১৬ মে

l ১৯৯৫ থেকে ২০০২ পর্যন্ত জেমস বন্ড সিরিজের ৪টি ছবিতে বন্ড চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন এই আইরিশ অভিনেতা।

l ১৯৮২ সালে টেলিভিশনের জনপ্রিয় সিরিজ ‘রেমিংটন স্টিল’-এ অভিনয় করে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন।

l মাত্র ১১ বছর বয়সেই তিনি ৬ ফুট উচ্চতার অধিকারী হয়ে যান আর এই কারণে বেশ কটূক্তিরও সম্মুখীন হয়েছেন তিনি।

রাফিয়াত রশিদ মিথিলা
রাফিয়াত রশিদ মিথিলা

রাফিয়াত রশিদ মিথিলা

অভিনেত্রী, কণ্ঠশিল্পী

জন্ম: ২৫ মে

l অভিনয় ও গানের পাশাপাশি উন্নয়ন সংস্থা ব্র্যাক ইন্টারন্যাশনালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান হিসেবে কাজ করেছেন তিনি।

l তিনি গান শিখেছেন হিন্দোল সংগীত একাডেমিতে আর অভিনয় লোক নাট্যদলের চিলড্রেনস থিয়েটারে।

l অভিনয়, গান আর উপস্থাপনার পাশাপাশি মিথিলা পড়াশোনাতেও অনেক এগিয়ে। ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে শিশুর প্রারম্ভিক বিকাশ বিষয়ে স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করে সিজিপিএ-৪ পেয়ে চ্যান্সেলর গোল্ড মেডেল অর্জন করেছেন।

নওয়াজউদ্দিন সিদ্দিকী
নওয়াজউদ্দিন সিদ্দিকী

নওয়াজউদ্দিন সিদ্দিকী

বলিউড অভিনেতা

জন্ম: ১৯ মে

l পুরোদস্তুর অভিনয়শিল্পী হয়ে ওঠার স্বপ্নপূরণে ১৯৯৪ সালে ভারতের এনএসডি (ন্যাশনাল স্কুল অব ড্রামা)-তে ভর্তি হয়ে সেখানকার পড়াশোনা শেষ করেন ১৯৯৬ সালে।

l মুম্বাই শহরে বেশ কিছুদিন সংগ্রামের পর ১৯৯৯ সালে আমির খানের সারফারোশ ছবিতে ছোট একটি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

l ২০১২ সালে কাহানি আর গ্যাংস অব ওয়াসিপুর চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে সাড়া ফেলেন এই অভিনেতা।

গ্রন্থনা: ফারিয়া এজাজ