রাধিকার কী ছিল মনে?

রাধিকা আপ্তে
রাধিকা আপ্তে

মোক্ষম একটি প্রশ্ন বটে! বলিউড তারকা রাধিকা আপ্তের অভিনয় ছাড়া আর কী ভালো লাগতে পারে? অভিনয়টাই তো চমৎকারভাবে করেন তিনি। তারকা সন্তান নন; তবু নিজের অভিনয়গুণ দিয়েই উঠে এসেছেন বলিউডে। শুধু বলিউড নয়, নেটফ্লিক্সেও নিজেকে মেলে ধরেছেন। কিন্তু তাঁর নাকি ভালোবাসা ছিল অন্য বিষয়ে। এমনটি বললেন সম্প্রতি এক সাক্ষাৎকারে।

তবে সৃজনশীল কোনো পেশায় মনযোগ ছিল না রাধিকার। একেবারেই হিসাব–নিকাশ ছিল তাঁর পছন্দের বিষয়। মানে গণিতে ছিল তাঁর সব ভালোবাসা। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘একটা দীর্ঘ সময় ধরে আমি ভাবতাম, আমি গণিত নিয়ে কাজ করব। কারণ, আমি গণিতে পড়েছি। সত্যিই আমি গণিত ভালোবাসি। পাশাপাশি কিন্তু বন্য প্রাণী নিয়েও কাজ করতে পছন্দ আমার।’

রাধিকা আপ্তে
রাধিকা আপ্তে

গণিতের শক্ত হিসাব–নিকাশ পছন্দ হলেও রাধিকার ক্যারিয়ার এখন অভিনয়ে। ‘বদলাপুর’, ‘হান্টার’, ‘মাঝি: দ্য মাউন্টেনম্যান’, ‘প্যাডম্যান’ ও ‘আন্ধাধুন’ দিয়ে নিজের জাত চিনিয়েছেন এই অভিনেত্রী। তাই গণিতের ভালোবাসাটা এখন অভিনয়ের মধ্যেই খুঁজে পেয়েছেন তিনি। রাধিকা বলেন, ‘গণিতে ভালোবাসা ছিল, এটা ঠিক। এখন কিন্তু এই ইন্ডাস্ট্রিতে কাজ করেই আমি খুব খুশি।’

অভিনয়শিল্পীরা অনেকেই তাঁর চেহারা রুপালি পর্দায় দেখতে খুব ভালোবাসেন। একটা দীর্ঘ পরিশ্রম ও সংগ্রামের পরে যখন পর্দায় নিজেকে দেখা যায়, তখন সত্যিই অন্য রকম অনুভূতি হয় তারকাদের মনে। তবে রাধিকার নাকি আছে অন্য বাতিক। তাঁর অভিনয়েই আনন্দ। এরপর আর রুপালি পর্দায় দেখতে ইচ্ছে হয় না নিজেকে। তাঁর নিজের অনেক ছবিই তিনি দেখেননি। এই অভিনেত্রী বলেন, ‘দুই বছর ধরে আমি আমার ছবিগুলো দেখার ব্যাপারে মনযোগ দিয়েছি। কিন্তু এর আগে আমি আমার কাজগুলো দেখতাম না। আমার নিজের পারফরমেন্স, নিজেকে দেখতে কেন যেন ভালো লাগে না। কিন্তু যখন আমি বুঝতে পারলাম, আমার নিজের পারফরমেন্স দেখলে নিজের কাছেই ভুল ধরা পড়ে, তখন থেকে দেখা শুরু করলাম। এটা আমার কাছে বেশ মজার মনে হলো। এখন আমি নিজের সমালোচনা করার একটা ভালো পথ খুঁজে পেয়েছি।’

রাধিকা আপ্তে
রাধিকা আপ্তে

তামিলনাড়ুর ভেলোরে জন্ম নেওয়া এই অভিনেত্রীর বেড়ে ওঠা মহারাষ্ট্রের পুনেতে। হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম, বাংলা ও মারাঠি সিনেমায় কাজ করছেন রাধিকা। থিয়েটারের সঙ্গেও সম্পর্ক ছিল দীর্ঘদিন। কিন্তু ভারতে এখনো সিনেমার মতো থিয়েটারকে পেশা হিসেবে নেওয়া যাচ্ছে না বলেও জানালেন। থিয়েটারে কেবলই ‘প্যাশন’ হিসেবে একজন অভিনয় করতে পারেন। তাই চলচ্চিত্রকেই প্রাধান্য দিয়েছেন তিনি। কিন্তু চলচ্চিত্রের বাইরে শুটিং না থাকলে সময় কীভাবে কাজে লাগান? এমন প্রশ্নে ভ্রমণকেই প্রাধান্য দিলেন রাধিকা। তিনি বিভিন্ন দেশে ঘুরতে ভালোবাসেন। রাধিকা বলেন, ‘যখন আপনি ভ্রমণ করবেন, তখন নানা দেশের বিভিন্ন মানুষের সঙ্গে দেখা হবে। আপনি দেখতে পারবেন নানা ধরনের সংস্কৃতি, পাবেন নান ব্যতিক্রমী গল্পেরও ধারণা। আর এই সবকিছুই আমার অভিনয়ে কাজে লাগে।’

যা-ই করেন না কেন, রাধিকার সব মনোযোগ থাকে অভিনয় ঘিরেই। তবে কার অভিনয় ভালো লাগে এই অভিনেত্রীর? উত্তরে জানালেন, স্মিতা পাতিল তাঁর কাছে সবার ওপরে। ভালোবাসেন শাবানা আজমি, নাসিরউদ্দিন শাহ, ওম পুরির অভিনয়ও। তবে ‘হিরো’ তকমার থেকে তাঁর কাছে অভিনয়টাই বেশি ভালো লাগে।

রাধিকা এখন ব্যস্ত অনলাইন প্ল্যাটফর্ম ও ভারতীয় ছবি নিয়ে। হাতে আছে ‘দ্য আশ্রম’ ও ‘দ্য ওয়েডিং গেস্ট’ নামে দুটি ছবি। দুটিই ইংরেজি ভাষার সিনেমা। ইন্ডিয়া টুডে ও মুম্বাই মিরর