সুরে সুরে অভিমানের গল্প বলবেন ঈশিতা

ঈশিতা
ঈশিতা

সাত মাস পর আবার নতুন গান নিয়ে খবরে আসছেন ঈশিতা। মান-অভিমানের গল্পের কথার একটি গান রেকর্ড হয়েছে এই শিল্পীর কণ্ঠে। গত বৃহস্পতিবার ঢাকার এলিফ্যান্ট রোডের একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং হবে। সম্প্রতি কথা প্রসঙ্গে এটি নিশ্চিত করেন তিনি।

‘আমার অভিমান’ শিরোনামের গানের কথা লিখেছেন ও সুর করেছেন লুৎফর হাসান। সংগীতায়োজন করেছেন মার্শেল। কিছুদিনের মধ্যে গানের ভিডিওর শুটিং শুরু হবে। এটি বানাবেন মন্‌জু আহমেদ। ঈদ উপলক্ষে জি-সিরিজের ব্যানারে গানটি প্রকাশিত হবে।

অভিনয়ের পাশাপাশি একটা সময় ঈশিতা গানও গাইতেন। অভিনয়ের ব্যস্ততায় গানে অনিয়মিত হয়ে পড়েন। ১৭ বছরের বিরতি ভেঙে গত বছর অক্টোবরে ‘তোমার জানালায়’ গানটি প্রকাশ করেন ঈশিতা। ইমপ্রেস অডিও ভিশনের ব্যানারে গানটি প্রকাশিত হওয়ার পর অনেকে ঈশিতাকে সাধুবাদ জানান। এবার বেশি সময় নিলেন না। নতুন গানটি প্রসঙ্গে ঈশিতা বলেন, ‘কিছু কিছু গানের সুর একবার শুনলেই মাথায় ঢুকে যায়, এটি তেমনই একটি গান। কথাগুলোও বেশ ভালো লেগেছে। জটিল কিছু না, হৃদয়স্পর্শী। তবে গানটি গাইবার জন্য কয়েকটা দিন মহড়ার সময় নিতে পারলে ভালো হতো।’

গীতিকার ও সুরকার লুৎফর হাসান বলেন, ‘এটি খাঁটি প্রেমের গান। একটা গান করতে হবে, তা-ই করছি, এ রকম না। গানটা যেন পরিপূর্ণ হয়, সেই চেষ্টাই করছি। প্রিয় মানুষের সঙ্গে দূরত্ব হয়, হোক। মেনে নিতে হয়। তবুও এত দিনের পথচলার দাবি থেকে একজন আরেকজনের কাছে এইটুকু দাবি রাখতেই পারে, যেন প্রিয় অভিমানের স্মৃতিগুলো অক্ষত থাকে, অক্ষত রাখে দুজনেই। এই ব্যাকুলতাই গানে এসেছে—সবই কেড়ে নিও, আমার অভিমান কেড়ে নিও না।’