এবার অন্য ফেরদৌস, অন্য পূর্ণিমা

চুক্তি স্বাক্ষর করার পর প্রতিষ্ঠানের ক্যাপ মাথায় পূর্ণিমা ও ফেরদৌসের সেলফি
চুক্তি স্বাক্ষর করার পর প্রতিষ্ঠানের ক্যাপ মাথায় পূর্ণিমা ও ফেরদৌসের সেলফি

ফেরদৌস ও পূর্ণিমার জনপ্রিয়তাকে পুঁজি করে এবার বিজ্ঞাপনচিত্র বানানো হচ্ছে। গতকাল সোমবার রাতে দুই অভিনয়শিল্পীর সঙ্গে উদ্যোক্তা প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষর হয়েছে। ২৬ মে ঢাকা এবং ২৯ মে চট্টগ্রামে বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে অংশ নেবেন তাঁরা। বিজ্ঞাপনচিত্রটি পরিচালনা করবেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। এর মধ্য দিয়ে চলচ্চিত্রে কাজ করার ২১ বছরে প্রথম কোনো বিজ্ঞাপনচিত্রে জুটি হচ্ছেন তাঁরা।

ফেরদৌস ও পূর্ণিমা জুটি হয়ে কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। তাঁদের দুজনের প্রথম সিনেমার নাম ছিল ‘মধু পূর্ণিমা’। ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমার শুটিংয়ের সময়ই এই ছবির শুটিং করেন ফেরদৌস ও পূর্ণিমা। এরপর রাজ্জাক পরিচালিত ‘সন্তান যখন শত্রু’ ছবিতে অভিনয় করেন। এই দুই নায়ক-নায়িকা একসঙ্গে আরও অভিনয় করেন আলমগীর কুমকুমের ‘জীবন চাবি’, আশরাফ উদ্দিন উজ্জ্বলের ‘দুর্ধর্ষ সম্রাট’, মতিন রহমানের ‘রাক্ষুসী’, দেবাশীষ বিশ্বাসের ‘শুভ বিবাহ’। এখন তাঁরা দুজন একসঙ্গে অভিনয় করছেন নঈম ইমতিয়াজ নেয়ামূলের ‘জ্যাম’ ও ‘গাঙচিল’ সিনেমায়।

চলচ্চিত্রে এই জুটি তেমন আলোচিত হয়নি। তবে ২০১৭ সালে ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ অনুষ্ঠান উপস্থাপনা তাঁদের নতুন করে আলোচনায় নিয়ে আসে। এই অনুষ্ঠানের পর উপস্থাপনায় তাঁদের দুজনের চাহিদা পাল্লা দিয়ে বাড়তে থাকে। সরকারি প্রচারণা, বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের অনুষ্ঠানে অংশ নেওয়া, স্টেজ শো, একসঙ্গে অনুষ্ঠান উপস্থাপনা, স্থিরচিত্রের মডেল—সব জায়গায় তাঁদের নিয়ে ছিল অনেক বেশি আগ্রহ।

দুই দশকের অভিনয়জীবনে এবার প্রথম ছোট পর্দায় জুটি হয়ে আসছেন ফেরদৌস ও পূর্ণিমা। ফেরদৌস জানান, বিএম এলপি গ্যাসের এই বিজ্ঞাপনচিত্রের ভাবনা তাঁর পছন্দ হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তিনি বলেন, ‘গল্পনির্ভর এই বিজ্ঞাপনচিত্রের ভাবনা শোনার পর ভালো লাগে। এরপর আমরা একসঙ্গে আলাপ করি। এই পরিচালকের সঙ্গে আমার পরিচয় হয়েছিল বিজ্ঞাপনচিত্রের মধ্য দিয়ে। এরপর আমার প্রযোজনায় তিনি কয়েকটি নাটক পরিচালনা করেছেন। “এক কাপ চা” ছবির পরিচালক ছিলেন তিনি। এই পরিচালকের সঙ্গে এখন দুটি সিনেমায় কাজ করছি।’

নতুন এই বিজ্ঞাপনচিত্রের গল্পে ফেরদৌস ও পূর্ণিমা স্বামী-স্ত্রী। ফেরদৌস বলেন, ‘আমার দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছি। কিন্তু চলচ্চিত্রের সহশিল্পীদের মধ্যে মৌসুমী, শাবনূর, পপি, পূর্ণিমার সঙ্গে জুটি হয়ে কোনো বিজ্ঞাপনচিত্রে কাজ করা হয়নি। এবার পূর্ণিমার সঙ্গে অভিনয় করতে যাচ্ছি।’

নঈম ইমতিয়াজ নেয়ামূল বলেন, ‘ফেরদৌস ও পূর্ণিমার জনপ্রিয়তার তুলনা তাঁরা দুজন। দর্শক যেমন তাঁদের ব্যাপারে আগ্রহী, তেমনি প্রতিষ্ঠানগুলোও তাঁদের পণ্যের প্রচারণায় এই জুটির জনপ্রিয়তা কাজে লাগাতে চায়। তাঁরা দুজন আমার দুটি ছবিতে অভিনয় করছেন। ঈদের আগে বিজ্ঞাপনচিত্রটির মধ্য দিয়ে দর্শক নতুন এক ফেরদৌস আর পূর্ণিমাকে দেখতে পাবেন।’