আমাদের পুরো খানদানের রক্তে নাচ বইছে: কারিনা

কারিনা কাপুর
কারিনা কাপুর

‘ডান্স ইন্ডিয়া ডান্স’ মানেই অভিনেতা মিঠুন চক্রবর্তী। এই শোতে গ্রান্ডমাস্টারের আসনে দেখা যেত বলিউডের এই তারকাকে। এবার টেলিভিশন দুনিয়া সাক্ষী হতে চলেছে এই নাচের রিয়েলিটি শোর এক চমকপ্রদ সফরের। টেলিভিশন দুনিয়ায় পা রাখতে চলেছেন বলিউড তারকা কারিনা কাপুর। গত বৃহস্পতিবার মুম্বাইয়ের ফিল্মসিটিতে সংবাদ সম্মেলনে জানিয়ে দিলেন ছোট পর্দায় অভিষেকের কথা। এর মাধ্যমে ছোট পর্দায় যাত্রা শুরু হলো বলিউড তারকা কারিনা কাপুর খানের। শুধু তাই নয়, এর মাধ্যমে ছোট পর্দায় সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী হিসেবে নাম লেখালেন তিনি। ভারতীয় চ্যানেল জিটিভির ডান্স ইন্ডিয়া ডান্সের বিচারকের আসনে দেখা যাবে তাঁকে।

কারিনা বলেন, ‘আমি মনে করি, একজন সিনেমার অভিনেত্রী যখন ছোট পর্দার কোনো শোতে আসতে চান, তখন শোটির জনপ্রিয়তা দেখেন। ডান্স ইন্ডিয়া ডান্স এ রকমই একটি শো। এটি ডান্সের একমাত্র শো, যা এক দশকের বেশি সময় ধরে অত্যন্ত সফলতার সঙ্গে চলছে। আমি রোমাঞ্চিত যে, এই শোয়ের মাধ্যমে টেলিভিশনে অভিষেক হতে চলেছে।’

কারিনা আরও জানান, দুই দিন ধরে শুটিং হয়েছে। কী করবেন, কীভাবে করবেন—এগুলো নিয়ে বেশ চিন্তিত ছিলেন। তবে শুটিং শেষে বাড়ি ফেরার পর বেশ আত্মবিশ্বাসী মনে হয়েছে তাঁকে। সাধারণত পড়ন্ত বেলায় ছোট পর্দার দিকে ঝোঁকেন চিত্রাভিনয়শিল্পীরা। কারিনা এর ঘোর বিরোধিতা করেন। তিনি বলেন, ‘আমার মনে হয়, শিল্পকে কোনো মাধ্যমে বেঁধে রাখা ঠিক নয়। এই শোর চাকচিক্য করণ জোহরের কোনো ছবির থেকে কম নয়। ১ হাজার ২০০ জন মানুষ এই শোর সঙ্গে জড়িত।’

নাচ নিয়ে কাপুর পরিবারের ঐতিহ্য নিয়েও বললেন কারিনা। তিনি বলেন, ‘আমাদের পুরো খানদানের রক্তে নাচ বইছে। আমাদের পরিবারে প্রত্যেকের নাচের ধরন আলাদা। আমার ঠাকুরদা রাজ কাপুরের নাচের নিজস্ব ধরন ছিল। আবার শাম্মী কাপুরের সঙ্গে আপনি শশী কাপুরের মিল পাবেন না। রণবীরের নাচের সঙ্গে কারিশমার মিল নেই। এটাই আমাদের পরিবারের সৌন্দর্য। আমার মা-বাবা দুজনেই এই শোর ভক্ত। সাত-আট বছর ধরে তাঁরা নিয়মিত এই শো দেখছেন। আমি এই শোর বিচারকের আসনে বসছি জেনে তাঁরা খুবই খুশি।’

ভারতীয় টিভি চ্যানেল জিটিভির পর্দায় ২২ জুন থেকে শুরু হতে চলেছে ডান্স ইন্ডিয়া ডান্স। প্রতি শনি ও রোববার রাত আটটায় শোটি প্রচারিত হবে। বিচারকের আসনে কারিনা ছাড়া দেখা যাবে জনপ্রিয় কোরিওগ্রাফার বসকো মার্টিস ও র্যাপার রফতারকে। শোটি উপস্থাপনা করবেন ধীরাজ ধুপার।