ক্রিকেটের নাটকে ক্রিকেটার বেলিম

বাইশ গজের ভালোবাসা নাটকে রওনক ও ক্রিকেটার জাভেদ ওমর বেলিম
বাইশ গজের ভালোবাসা নাটকে রওনক ও ক্রিকেটার জাভেদ ওমর বেলিম

নাটকের প্রতি ভালোবাসা বাড়ছে ক্রিকেটার জাভেদ ওমর বেলিমের। সেই ভালোবাসা থেকেই বিশ্বকাপ ক্রিকেটকে উপলক্ষ করে নির্মিত নাটকে অভিনয় করলেন বাংলাদেশ দলের সাবেক এই ক্রিকেটার। সম্প্রতি ঢাকার উত্তরা ও তেজগাঁওয়ে নাটকটির শুটিং শেষ হয়। নাটকের নাম ‘বাইশ গজের ভালোবাসা’।

নাটকে এর আগেও অভিনয় করেছেন জাভেদ ওমর বেলিম। কোনোটিতে খেলোয়াড়, কোনোটিতে কোচ কিংবা অধিনায়কের ভূমিকায়। তবে এবারই প্রথম কোনো নাটকে অভিনয় করলেন, যেটিতে তাঁর অভিনয়ের সুযোগ ছিল বলে মনে করছেন তিনি।

জাভেদ ওমর বলেন, ‘এটিই প্রথম কোনো নাটক, যেটিতে আমার অভিনয়ের সুযোগ ছিল। আগের নাটকগুলোতে আমি যা, তা-ই ছিলাম। তবে এই নাটকের ভাবনাটা আমার কাছে দারুণ লেগেছে, তাই অভিনয় করেছি।’

নাটকে নিজের অভিনীত চরিত্র প্রসঙ্গে জাভেদ ওমর বলেন, ‘আমি শুরুতে ক্রিকেটবিদ্বেষী থাকি। এরপর আমার ড্রাইভারের কারণে ক্রিকেটের প্রতি ভালোবাসা জন্মায়। একটা সময় পাঁড় সমর্থক হয়ে উঠি। শুধু তা-ই নয়, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কত কিছু যে করি।’

নাটকে অভিনয় করে এবারই প্রথম বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেছেন জাভেদ ওমর। কারণ হিসেবে তিনি বলেন, ‘গল্পটি সুন্দর। নাটকটিতে ক্রিকেটের প্রতি যে ভালোবাসা প্রকাশ করা হয়েছে, তা আমাকে মুগ্ধ করেছে। ক্রিকেট নিয়ে একটি সুন্দর বার্তা দেওয়া হয়েছে এই নাটকে। এমন গল্পের নাটক হলে বছরে দু-তিনটি নাটকে অভিনয় করতে পারি।’

জাভেদ ওমর প্রথম নাটক করেছিলেন ১৮ বছর আগে। সেই নাটকটির নাম তিনি মনে করতে পারেননি। পরের দুটি নাটকের নাম দুজনে এবং ওভার বাউন্ডারি।

বাইশ গজের ভালোবাসা জাভেদ ওমর বেলিমের চার নম্বর নাটক। পরিচালক রেজানুর রহমান। ঈদের আগের দিন সন্ধ্যায় চ্যানেল আইতে দেখা যাবে এটি। নাটকের অন্য শিল্পীরা হলেন রওনক হাসান, মিশু চৌধুরী, মোহাম্মদ বারী, মাহবুবা রেজানুর, মিন্টু সরদার প্রমুখ।