চ্যানেলে চ্যানেলে তিন দিনের ঈদ আয়োজন

এই ঈদে বিভিন্ন চ্যানেলে পরীমনি, শাকিব খান ও মাহি অভিনীত জনপ্রিয় ছবিগুলো দেখানো হবে
এই ঈদে বিভিন্ন চ্যানেলে পরীমনি, শাকিব খান ও মাহি অভিনীত জনপ্রিয় ছবিগুলো দেখানো হবে

সকাল-দুপুর

বাংলাদেশ টেলিভিশন

ঈদের দিন

বেলা ১১.০০ ঈদ দেশে দেশে। দুপুর ১২.১৫ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মায়ের হাতে বেহেস্তের চাবি; অভিনয়: শাকিব খান, অপু বিশ্বাস, ডিপজল, আনোয়ারা। বেলা ২.৪৫ দ্বৈত সংগীতানুষ্ঠান (শিল্পী: কোনাল ও বাপ্পা মজুমদার)।

ঈদের দ্বিতীয় দিন

বেলা ১১.৩০ বক্স অফিস। ২.১৫ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বলো না ভালোবাসি; অভিনয়: ফেরদৌস, শাবনূর, পূর্ণিমা।

ঈদের তৃতীয় দিন

দুপুর ১২.১৫ ছায়াছন্দ। বেলা ২.১৫ বিশেষ সংগীতানুষ্ঠান (শিল্পী: লিজা, ঐশী, পুলক, অপু, সাব্বির, নন্দিতা, শাহরিয়ার রিফাত)।

চ্যানেল আই

ঈদের দিন

সকাল ৯.৪৫ ১৯১তম শোলাকিয়া ঈদ জামাত (সরাসরি)। ১০.৪০ পূরবী ঈদ আনন্দ। বেলা ১১.৩০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আলোয় ভুবন ভরা; অভিনয়: সাইফ খান, মিষ্টি মারিয়া প্রমুখ। ২.৩০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রাত্রির যাত্রী; অভিনয়: মৌসুমী, সালাহ্উদ্দিন লাভলু প্রমুখ।

ঈদের দ্বিতীয় দিন

সকাল ৮.৩০ বিশেষ তৃতীয় মাত্রা। ১০.১৫ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র জান্নাত; অভিনয়: মাহিয়া মাহি, সাইমন প্রমুখ। বেলা ২.৩০ টেলিছবি তাহার সহিত বসবাস; রচনা: মেজবাহউদ্দিন সুমন; পরিচালনা: নঈম ইমতিয়াজ নেয়ামুল; অভিনয়: আফরান নিশো, তানজিন তিশা প্রমুখ।

ঈদের তৃতীয় দিন

সকাল ৮.৩০ বিশেষ তৃতীয় মাত্রা। ১০.১৫ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ভালোবাসার উত্তাপ; অভিনয়: অরুণা বিশ্বাস, ফারজানা চুমকি, ইমন প্রমুখ। বেলা ২.৩০ টেলিছবি তোমারি প্রেমে প্রতিদিন; রচনা: ফারিয়া হোসেন; পরিচালনা: চয়নিকা চৌধুরী; অভিনয়: মাহফুজ আহমেদ, মেহ্জাবীন চৌধুরী।

দেশ টিভি

ঈদের দিন

সকাল ১০.০০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র স্বামীর সংসার; অভিনয়: শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ। বেলা ৩.০০ সুর আর গান (শিল্পী: ইউসুফ আহমেদ খান ও দিঠি আনোয়ার)।

ঈদের দ্বিতীয় দিন

সকাল ১০.০০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ভালোবাসার যুদ্ধ; অভিনয়: ফেরদৌস, শাবনূর প্রমুখ। বেলা ৩.০০ সুর আর গান (শিল্পী: বাদশাহ বুলবুল ও অনুপমা মুক্তি)।

ঈদের তৃতীয় দিন

সকাল ১০.০০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নিশ্বাসে তুমি বিশ্বাসে তুমি; অভিনয়: রিয়াজ, পূর্ণিমা, শাবনূর প্রমুখ। বেলা ৩.০০ সুর আর গান (শিল্পী: সুমন রাহাত ও রুমানা ইসলাম)।

বাংলাভিশন

ঈদের দিন

সকাল ১০.১০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রাজা ৪২০; অভিনয়: শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ। বেলা ২.১০ টেলিছবি বজলু মিয়ার প্রেমিক মন; রচনা: মুহাম্মদ মামুন-অর-রশীদ; পরিচালনা: আল হাজেন; অভিনয়ে: জাহিদ হাসান, তিশা প্রমুখ।

ঈদের দ্বিতীয় দিন

সকাল ১০.১০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বসগিরি; অভিনয়: শাকিব খান, বুবলী প্রমুখ। বেলা ২.১০ টেলিছবি পায়ে পায়ে হারিয়ে; গল্প: মাসুদ উল হাসান; চিত্রনাট্য ও পরিচালনা: ইমরাউল রাফাত; অভিনয়: তাহসান, তিশা।

ঈদের তৃতীয় দিন

সকাল ১০.১০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আমাদের ছোট সাহেব; অভিনয়: শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ। বেলা ২.১০ টেলিছবি অন্ধকার ঢাকা। রচনা ও পরিচালনা: সুমন আনোয়ার; অভিনয়ে: চঞ্চল চৌধুরী, জাকিয়া বারি মম, শ্যামল মাওলা প্রমুখ।

ঈদের বিশেষ ‘রাঙা সকাল’–এ অতিথি হয়ে এসেছেন চিত্রনািয়কা ববি
ঈদের বিশেষ ‘রাঙা সকাল’–এ অতিথি হয়ে এসেছেন চিত্রনািয়কা ববি

দীপ্ত টিভি

ঈদের দিন

সকাল ১০.০০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পুড়ে যায় মন; অভিনয়: পরীমনি, সাইমন সাদিক। বেলা ২.৩০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আমার প্রাণের প্রিয়া; অভিনয়: শাকিব খান, বিদ্যা সিনহা মিম।

ঈদের দ্বিতীয় দিন

সকাল ১০.০০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র চার অক্ষরের ভালোবাসা; অভিনয়: ফেরদৌস, পপি। বেলা ২.৩০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আমার পৃথিবী তুমি; অভিনয়: ইমন, ডিপজল, সাহারা।

ঈদের তৃতীয় দিন

সকাল ১০.০০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সমাজকে বদলে দাও; অভিনয়: মান্না, শাবনূর। বেলা ২.৩০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মনে প্রাণে আছো তুমি; অভিনয়: শাকিব খান, অপু বিশ্বাস।

আর টিভির ঈদ ধারাবাহিক নাটক ধামাকা অফার–এ তিশা
আর টিভির ঈদ ধারাবাহিক নাটক ধামাকা অফার–এ তিশা

এটিএন বাংলা

ঈদের দিন

সকাল ৯.৩০ মৌসুমী’স কিচেন। ১০.২০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিরো দ্য সুপার স্টার; অভিনয়: শাকিব খান, অপু বিশ্বাস, ববি। বেলা ১.৩০ ঈদের খুশি। ২–২০ স্টার ক্যানভাস। ৩.০০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পাগল মানুষ। অভিনয়: শাবনূর।

ঈদের দ্বিতীয় দিন

সকাল ৯.৩০ মৌসুমী’স কিচেন। ১০.২০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আরো ভালোবাসবো তোমায়; অভিনয়: শাকিব খান, পরীমনি প্রমুখ। বেলা ১.৩০ রংবেরঙের দিন। ২.২০ স্টার ক্যানভাস। ৩.০০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র দাগ হৃদয়ে; অভিনয়: বাপ্পি, মিম, আঁচল।

ঈদের তৃতীয় দিন

সকাল ৯.৩০ মৌসুমী’স কিচেন। ১০.২০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রিয়া আমার জান; অভিনয়: শাকিব খান, অপু বিশ্বাস। বেলা ১.৩০ ছন্দে দুলুক প্রাণ। ২.২০ স্টার ক্যানভাস। ৩.০০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পবিত্র ভালবাসা; অভিনয়: মাহি, মৌসুমী, ফেরদৌস।

নাগরিক টিভি

ঈদের দিন

সকাল ৯.০০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নাম্বার ওয়ান শাকিব খান; অভিনয়: শাকিব খান, অপু বিশ্বাস, নিপুণ প্রমুখ। দুপুর ১২.০০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মনের সাথে যুদ্ধ; অভিনয়: মান্না, পূর্ণিমা প্রমুখ। বেলা ৩.০০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র স্বপ্নের ঠিকানা; অভিনয়: সালমান শাহ্, শাবনূর।

বাংলাভিশনের ধারাবাহিক থ্রি টু ওয়ান জিরো অ্যাকশন–এ মোশাররফ করিম
বাংলাভিশনের ধারাবাহিক থ্রি টু ওয়ান জিরো অ্যাকশন–এ মোশাররফ করিম

ঈদের দ্বিতীয় দিন

সকাল ৯.০০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বলবো কথা বাসর ঘরে; অভিনয়: শাকিব খান, শাবনূর। দুপুর ১২.০০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র দুই বধূ এক স্বামী; অভিনয়: মান্না, মৌসুমী, শাবনূর।

ঈদের তৃতীয় দিন

সকাল ৯.০০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রাণের মানুষ; অভিনয়: শাকিব খান, শাবনূর, ফেরদৌস। দুপুর ১২.০০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এক টাকার বউ; অভিনয়: শাকিব, শাবনূর, রুমানা ।

চ্যানেল আইয়ে ঈদের িদ্বতীয় িদন দেখা যােব ‘কৃষকের ঈদ আনন্দ’
চ্যানেল আইয়ে ঈদের িদ্বতীয় িদন দেখা যােব ‘কৃষকের ঈদ আনন্দ’

একুশে টিভি

ঈদের দিন

সকাল ৯.৩০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিরো দ্য সুপার স্টার; অভিনয়: শাকিব খান, অপু বিশ্বাস, ববি। বেলা ২.৩০ একুশের ঈদের ঢোল।

ঈদের দ্বিতীয় দিন

সকাল ৯.৩০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র লাভার নাম্বার ওয়ান; অভিনয়: বাপ্পী, পরীমনি। বেলা ২.৩০ একুশের ঈদের ঢোল।

ঈদের তৃতীয় দিন

সকাল ৯.৩০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২। অভিনয়: শাকিব খান, জয়া আহসান। বেলা ২.৩০ একুশের ঈদের ঢোল।

দেশ টিভির লক্ষ্মী সোনা নাটকে দেখা যােব টয়া ও জোভানকে
দেশ টিভির লক্ষ্মী সোনা নাটকে দেখা যােব টয়া ও জোভানকে

এনটিভি

ঈদের দিন

সকাল ৮.৩০ ঈদের জামাত। ১০.০৫ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ওয়ার্নিং; অভিনয়: আরেফিন শুভ, মাহিয়া মাহি প্রমুখ। বেলা ২.৩০ টেলিছবি এক হৃদয়হীনা; রচনা ও পরিচালনা: শিহাব শাহীন; অভিনয়: অপূর্ব, অর্ষা, আলিফ প্রমুখ।

ঈদের দ্বিতীয় দিন

সকাল ১০.০৫ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র কেয়ামত থেকে কেয়ামত; অভিনয়: সালমান শাহ্, মৌসুমী প্রমুখ। বেলা ২.৩০ টেলিছবি ২২ শে এপ্রিল; রচনা ও পরিচালনা: মিজানুর আরিয়ান; অভিনয়: অপূর্ব, আফরান নিশো, মেহ্জাবীন, দীপা খন্দকার, নাবিলা, তানজিন তিশা, মনোজ কুমার, শহীদুজ্জামান সেলিম, শহিদুল আলম সাচ্চু প্রমুখ।

ঈদের তৃতীয় দিন

সকাল ১০:০৫ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আমার বুকের মধ্য খানে; অভিনয়: শাকিব, অপু, রেসি প্রমুখ। বেলা ২.৩০ টেলিছবি মিস শিউলি; রচনা ও পরিচালনা: আশফাক নিপুণ; অভিনয়: আফরান নিশো, অপি করিম, সাফা কবির, ইয়াশ রোহান প্রমুখ।

আরটিভি

ঈদের দিন

সকাল ১০.০৫ সিসিমপুর। ১০.৪০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র জর্জ ব্যারিস্টার পুলিশ কমিশনার; অভিনয়: শাকিব খান, পূর্ণিমা, আলমগীর প্রমুখ। বেলা ২.১০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ওয়ার্নিং; অভিনয়: আরেফিন শুভ, মাহিয়া মাহি প্রমুখ।

ঈদের দ্বিতীয় দিন

সকাল ১০.০৫ সিসিমপুর। ১০.৪০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র খোদার পরে মা; অভিনয়: শাকিব খান, অপু বিশ্বাস, ববিতা প্রমুখ। বেলা ২.১০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মাই নেম ইজ সুলতান; অভিনয়: শাকিব খান, সাহারা প্রমুখ।

ঈদের তৃতীয় দিন

সকাল ১০.০৫ সিসিমপুর। সকাল ১০.৪০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ঢাকাইয়া পোলা বরিশালের মাইয়া; অভিনয়: শাকিব খান, শাবনূর প্রমুখ। বেলা ২.১০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সিটি টেরর; অভিনয়: মান্না, শাকিব খান, পপি প্রমুখ।

বৈশাখী টিভি

ঈদের দিন

সকাল ১০.১৫ ইচ্ছে ঘুড়ি। বেলা ১১.০০ গানে গানে ঈদ আনন্দ। দুপুর ১২.৩০ ফানি মোমেন্ট। বেলা ১.০০ শুধু সিনেমার গান। ১.৩০ প্রিয় শিল্পীর সেরা গান।

ঈদের দ্বিতীয় দিন

বেলা ১১.০০ গানে গানে ঈদ আনন্দ। ১.০০ শুধু সিনেমার গান।

ঈদের তৃতীয় দিন

সকাল ১১.০০ গানে গানে ঈদ আনন্দ। বেলা ১.০০ শুধু সিনেমার গান।

এশিয়ান টিভি

ঈদের দিন

সকাল ১০.০০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আম্মাজান; অভিনয়ে: মান্না, মৌসুমী, ডিপজল। দুপুর ১২.৩০ টেলিছবি ই ফর এডুকেশন; রচনা: জাকারিয়া সৌখিন; পরিচালনা: সাইদুর রহমান; অভিনয়: তৌকীর আহমেদ, তানিয়া আহমেদ, জোভান, মিশু সাব্বির, প্রভা, মৌসুমী হামিদ, সাজু খাদেম। বেলা ২.৩০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সবার উপরে প্রেম; অভিনয়ে: শাকিব, শাবনুর, ফেরদৌস।

ঈদের দ্বিতীয় দিন

সকাল ১০.০০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র কষ্ট; অভিনয়ে: মান্না, মৌসুমী। দুপুর ১২.৩০ টেলিছবি একটা কিনলে একটা ফ্রি; রচনা: আপন হাসান; পরিচালনা: রায়হান আহমেদ; অভিনয়: এ টি এম শামসুজ্জামান, ইনামুল হক, সাব্বির, তানিয়া বৃষ্টি। বেলা ২.৩০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রেম সংঘাত; অভিনয়: শাকিব, শাবনুর।

ঈদের তৃতীয় দিন

সকাল ১০.০০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র স্বামী নিয়ে যুদ্ধ; অভিনয়: মান্না, শাবনূর, পূর্ণিমা। দুপুর ১২.৩০ টেলিছবি পোশাকে বংশের পরিচয়; রচনা ও পরিচালনা: সাজিন আহমেদ; অভিনয়: মীর সাব্বির, আইরিন, সুজাত শিমুল, নাবিলা, তাসনুভা এলভিন। বেলা ২.৩০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র জমজ; অভিনয়: শাকিব, অপু।

চ্যানেল নাইন

ঈদের দিন

সকাল ৯.০০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ভালোবাসা এমনই হয়; অভিনয়: বিদ্যা সিনহা মিম, ইরফান সাজ্জাদ, মিশু সাব্বির প্রমুখ। বেলা ১১.০০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মন জানে না মনের ঠিকানা; অভিনয়: পরীমনি ও ইরফান সাজ্জাদ। ১.১৫ স্টার বক্স। ২.০০ টেলিছবি জীবন ছবি; পরিচালনা: পিকলু চৌধুরী; অভিনয়: সজল, তানজিকা আমিন প্রমুখ।

ঈদের দ্বিতীয় দিন

সকাল ৯.০০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মহুয়া সুন্দরী; অভিনয়: পরীমনি, জয়রাজ প্রমুখ। বেলা ১১.০০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ভালো থেকো; অভিনয়: আরেফিন শুভ, তানহা তাসনিয়া। ১.১৫ স্টার বক্স। ২.০০ টেলিছবি রত্নগর্ভা; পরিচালনা: সাগর জাহান; অভিনয়: চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি প্রমুখ।

ঈদের তৃতীয় দিন

সকাল ৯.০০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রিয়া তুমি সুখী হও; অভিনয়: ফেরদৌস, শায়লা সাবি প্রমুখ। বেলা ১১.০০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ফিরে এসো বেহুলা। ১.১৫ স্টার বক্স। ২.০০ টেলিছবি ফ্রেন্ড উইথ বেনিফিট; পরিচালনা: জিয়াউল হক পলাশ; অভিনয়: ইরফান সাজ্জাদ, সাবিলা নূর প্রমুখ।

দুরন্ত টিভি

ঈদের দিন

সকাল ৭.০০ টোয়ার্লিউজ। ৮.০০ উইস্পার। ৯.৩০ টিরিগিরি টক্কা। ১০.০০ ঈনা মীনা ডীকা। বেলা ১১.৩০ খাট্টা মিঠা। ১.০০ দ্য কেয়ার বেয়ার ফ্যামিলি ও অজি বু। ৩.০০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ইকবাল।

ঈদের দ্বিতীয় দিন

সকাল ৭.০০ টোয়ার্লিউজ। ৮.০০ উইস্পার। ৯.৩০ টিরিগিরি টক্কা। ১০.০০ ঈনা মীনা ডীকা। ১১.৩০ খাট্টা মিঠা। বেলা ১.০০ দ্য কেয়ার বেয়ার ফ্যামিলি ও অজি বু। ৩.০০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সিন্ডারেলা।

ঈদের তৃতীয় দিন

সকাল ৭.০০ টোয়ার্লিউজ। ৮.০০ উইস্পার। ৯.০০ দুষ্টু মিষ্টি/আনন্দ উত্সব। ৯.৩০ টিরিগিরি টক্কা। ১০.০০ ঈনা মীনা ডীকা। বেলা ১১.০০ চ্যাপলিন/ল্যাসি। ১১.৩০ খাট্টা মিঠা। ১.০০ দ্য কেয়ার বেয়ার ফ্যামিলি ও অজি বু। ৩.০০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ডাইনোফ্রোজ: দ্য অরিজিন।

চ্যানেল নাইনে শেষটা সুন্দর নাটকে আফরান নিশো ও মেহ্‌জাবীন
চ্যানেল নাইনে শেষটা সুন্দর নাটকে আফরান নিশো ও মেহ্‌জাবীন

বিকেল–সন্ধ্যা

বাংলাদেশ টেলিভিশন

ঈদের দিন

বিকেল ৪.০৫ ইচ্ছে করে পাখির মতো উড়তে। ৪.৪০ অবসরে আনন্দ। ৫.০৫ নৃত্যের তালে তালে। সন্ধ্যা ৬.৩০ ছায়াছন্দ। ৭.২০ ধারাবাহিক নাটক অচিন সীমান্তে; রচনা মামুনুর রশীদ; অভিনয়: মামুনুর রশীদ, আহমেদ রুবেল, মাজনুন মিজান, জয় রাজ, খায়রুল আলম সবুজ, সুষমা সরকার।

ঈদের দ্বিতীয় দিন

বিকেল ৫.০০ আশ্রয়ণে ঈদ। ৫.৩০ ছায়া রং। সন্ধ্যা ৬.২০ জাদুটা যদি সত্যি হয়ে যেত (শিল্পী: সামিনা চৌধুরী)। ৭.২০ অচিন সীমান্তে

ঈদের তৃতীয় দিন

বিকেল ৪.৩০ সোনালি দিনের গান। ৫.০০ আঞ্চলিক ভাষায় হাস্যরসাত্মক বিশেষ অনুষ্ঠান। সন্ধ্যা ৬.১৫ বংশী বাজায় কে। ৭.২০টায় ৩ পর্বের অচিন সীমান্তে

চ্যানেল আই

ঈদের দিন

বিকেল ৫.৪০ এন্ড্রু কিশোরের গান। সন্ধ্যা ৬.১০ ধারাবাহিক নাটক জয় হলো জয়দেবপুরে; রচনা: ফরিদুর রেজা সাগর; নাট্যরূপ ও পরিচালনা; আফজাল হোসেন; অভিনয়: আফজাল হোসেন, অর্ষা, সীমান্ত, তানভীর হোসেন প্রবাল প্রমুখ। ৭.৪০ নাটক বামদিক থেকে চলুন; রচনা ও পরিচালনা: ফেরদৌস হাসান; অভিনয়: সজল, মিষ্টি প্রমুখ।

ঈদের দ্বিতীয় দিন

বিকেল ৪.৩০ কৃষকের ঈদ আনন্দ। সন্ধ্যা ৬.১০ জয় হলো জয়দেবপুরে। ৭.৪০ নাটক মমি; গল্প: রাবেয়া খাতুন; পরিচালনা: আবুল হায়াত। অভিনয়: ইরফান সাজ্জাদ, শবনম ফারিয়া প্রমুখ।

ঈদের তৃতীয় দিন

বিকেল ৪.৩০ টেলিছবি স্পট রাইটার; রচনা: আকাশ রঞ্জন; পরিচালনা: শামীম জামান; অভিনয়: মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই প্রমুখ। সন্ধ্যা ৬.১০ জয় হলো জয়দেবপুরে।৭.৪০ নাটক সংযোগ বিচ্ছিন্ন; রচনা ও পরিচালনা: রাজিবুল ইসলাম; অভিনয়: ইমন, টয়া প্রমুখ।

দেশ টিভি

ঈদের দিন

সন্ধ্যা ৬.১৫ ধারাবাহিক নাটক তাদের খাড়া দুটো শিং; কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা: অঞ্জন আইচ; অভিনয়: এ্যালেন শুভ্র, নাদিয়া নদী প্রমুখ। ৭.৩৫ নাটক ইয়েস; গল্প: সাব্বির চৌধুরী; রচনা: রুম্মান রশীদ খান; পরিচালনা: তপু খান; অভিনয়: নিশো, শখ প্রমুখ।

ঈদের দ্বিতীয় দিন

সন্ধ্যা ৬.১৫ তাদের খাড়া দুটো শিং। ৭.৩৫ নাটক লক্ষ্মী সোনা; গল্প: সিয়াম আহমেদ; চিত্রনাট্য: বিদ্যুৎ রায়; পরিচালনা: জুয়েল হাসান; অভিনয়: জোভান, টয়া প্রমুখ।

ঈদের তৃতীয় দিন

সন্ধ্যা ৬.১৫ তাদের খাড়া দুটো শিং। ৭.৩৫ নাটক জামাই ৪২০; রচনা: জাকির হোসেন; পরিচালনা: তাইফুর জাহান; অভিনয়: সিদ্দিক, জামিল, সজল প্রমুখ।

বাংলাভিশন

ঈদের দিন

বিকেল ৫.১৫ নাটক দ্য এন্ড;রচনা ও পরিচালনা: কাজল আরেফিন; অভিনয়: নিশো, তানজিন তিশা প্রমুখ। সন্ধ্যা ৬.১০ ধারাবাহিক নাটক দে দৌড়; রচনা ও পরিচালনা: রাজিবুল ইসলাম; অভিনয়: জাহিদ হাসান, সালাহউদ্দিন লাভলু, তিশা, তানিয়া আহমেদ, শবনম ফারিয়া, সাজু খাদেম প্রমুখ। ৬.৩৫ ধারাবাহিক নাটক থ্রি টু ওয়ান জিরো অ্যাকশন; রচনা ও পরিচালনা: সাগর জাহান; অভিনয়: মোশাররফ করিম, নাদিয়া নদী, জুঁই করিম প্রমুখ। ৭.৫০ নাটক অন্যদিন;পরিচালনা: তুহিন হোসেন; অভিনয়: জোভান, সারিকা প্রমুখ।

ঈদের দ্বিতীয় দিন

বিকেল ৫.১৫ নাটক এভাবেও ফিরে আসা যায়;পরিচালনা: মাহমুদ মাহিন; অভিনয়: অপূর্ব, সাবিলা নূর প্রমুখ। সন্ধ্যা ৬.১০ দে দৌড়। ৬.৩৫ ধারাবাহিক নাটক থ্রি টু ওয়ান জিরো অ্যাকশন। ৭.৫০ নাটক জনশাহ মুভিজ; রচনা: জুয়েল এলিন; পরিচালনা: শামস করিম; অভিনয়: মোশাররফ করিম, নাদিয়া নদী প্রমুখ।

ঈদের তৃতীয় দিন

বিকেল ৪.৩০ হানিমুন হবে কক্সবাজারে। ৫.১৫ নাটক আমাদের দিন রাত্রি; রচনা ও পরিচালনা: মাবরুর রশিদ; অভিনয়: মোশাররফ করিম, অপর্ণা প্রমুখ। সন্ধ্যা ৬.১০ দে দৌড়। ৬.৩৫ থ্রি টু ওয়ান জিরো অ্যাকশন। ৭.৫০ নাটক ভালো মানুষ;পরিচালনা: মোস্তফা কামাল রাজ; অভিনয়: নিশো, তানজিন তিশা প্রমুখ।

গান বাংলার ‘উইন্ড অব চেঞ্জে’ গাইবেন কৈলাশ খের
গান বাংলার ‘উইন্ড অব চেঞ্জে’ গাইবেন কৈলাশ খের

দীপ্ত টিভি

ঈদের দিন

সন্ধ্যা ৬.০০ নাটক আইজু দ্য ভাই; রচনা: ওয়াহিদুজ্জামান সবুজ ও আসফিদুল হক; পরিচালনা: ফিরোজ কবির; অভিনয়: আনিসুর রহমান মিলন, ঊর্মিলা শ্রাবন্তী কর প্রমুখ। ৭.০০ ধারাবাহিক নাটক মার ঘুরিয়ে; রচনা ও পরিচালনা প্রীতি দত্ত; অভিনয়: নিলয়, শিপন মিত্র, তাসনুভা তিশা, মারজুক রাসেল। ৭.৩০ বিদেশি ধারাবাহিক সুলতান সুলেমান।

ঈদের দ্বিতীয় দিন

সন্ধ্যা ৬.০০ নাটক প্রেমিকার বিয়ে ২; রচনা: ফাহমিদুর রহমান ও কলিন রড্রিক; পরিচালনা: তানভীর সানি; অভিনয়: মিশু সাব্বির, তাসনিয়া ফারিয়া, হিন্দোল। ৭.০০ মার ঘুরিয়ে। ৭.৩০ সুলতান সুলেমান

ঈদের তৃতীয় দিন

সন্ধ্যা ৬.০০ নাটক লাকি কুপন; রচনা ও পরিচালনা: সহিদ উন নবী; অভিনয়: নাঈম, কল্যাণ, অর্ষা। ৭.০০ মার ঘুরিয়ে।৭.৩০ সুলতান সুলেমান

এটিএন বাংলা

ঈদের দিন

সন্ধ্যা ৬.০০ নাটক তুমি আমারই;রচনা: রাজিব আহমেদ; পরিচালনা: সকাল আহমেদ। ৭.৩০ ধারাবাহিক নাটক গল্পটি শেষ হয়নি; রচনাও পরিচালনা: মোহন খান; অভিনয়: সজল, ভাবনা, নাজিরা মৌ প্রমুখ।

ঈদের দ্বিতীয় দিন

সন্ধ্যা ৬.০০ নাটক ম্যাজিক মজনু;রচনাও পরিচালনা: এল আর সোহেল। ৭.৩০ গল্পটি শেষ হয়নি

ঈদের তৃতীয় দিন

সন্ধ্যা ৬.০০ নাটক ভেজা মাটির ঘ্রাণ; রচনাও পরিচালনা: ফেরারী অমিত। ৭.৩০ গল্পটি শেষ হয়নি

আর টিভি

ঈদের দিন

সন্ধ্যা ৬.০০ ধারাবাহিক নাটক মিস্টার অজুহাত; রচনা: সাজিন আহমেদ; পরিচালনা: মিলন ভট্টাচার্য্য; অভিনয়: আফরান নিশো, তানজিন তিশা প্রমুখ। ৭.১০ ধারাবাহিক নাটক ধামাকা অফার; রচনা ও পরিচালনা: মাসুদ সেজান; অভিনয়: চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা প্রমুখ। ৭.৫০ মোশাররফ উত্সব।

ঈদের দ্বিতীয় দিন

বিকেল ৫.২০ লাবণ্যে পূর্ণ প্রাণ (শিল্পী: সাদিয়া ইসলাম মৌ)। সন্ধ্যা ৬.০০ মিস্টার অজুহাত।৭.১০ ধামাকা অফার। ৭.৫০ মোশাররফ উত্সব।

ঈদের তৃতীয় দিন

বিকেল ৫.২০ আড্ডা গানে ঈদ (শিল্পী: জুনাইদ আহ্‌মেদ পলক)। সন্ধ্যা ৬.০০ ধারাবাহিক নাটক মিস্টার অজুহাত।৭.১০ ধামাকা অফার।৭.৫০ মোশাররফ উত্সব।

নাগরিক টিভি

ঈদের দিন

সন্ধ্যা ৬.২০ ধারাবাহিক নাটক স্কাইম্যান; রচনা পরিচালনা: মৃত্তিক মিরাজ; অভিনয়: সজল, ঈশানা প্রমুখ। ৭.০০ ধারাবাহিক নাটক ওভার স্মার্ট; রচনা পরিচালনা: আকাশ রঞ্জন; অভিনয়: মীর সাব্বির, সাজু খাদেম, অহনা, নাদিয়া। ৭.৪০ নাটক ভালো ছেলে, গুড বয়; রচনা:মাসুম শাহরিয়ার; পরিচালনা: ফজলুল সেলিম; অভিনয়: মোশাররফ করিম, রোবেনা রেজা।

ঈদের দ্বিতীয় দিন

সন্ধ্যা ৬.২০ স্কাইম্যান। ৭.০০ ওভার স্মার্ট।৭.৪০ ফ্যাক্টর থ্রির নাটক বেলি ফুলের বিয়ে; রচনা পরিচালনা: সোহেল আরমান; অভিনয়: অপূর্ব, মেহ্জাবীন।

ঈদের তৃতীয় দিন

সন্ধ্যা ৬.২০ স্কাইম্যান। ৭.০০ ওভার স্মার্ট।৭.৪০ নারী বিশেষজ্ঞ নজিবুল্লাহ; রচনা: মানস পাল; পরিচালনা: ফরিদুল হাসান; অভিনয়: আখম হাসান, ভাবনা।

একুশে টিভি

ঈদের দিন

সন্ধ্যা ৬.২০ সেলিব্রেটি কুকিং শো। ৭.২০ ধারাবাহিক নাটক নো অজুহাত;রচনা ও পরিচালনা: আদিবাসী মিজান; অভিনয়: জাহিদ হাসান, সাজু খাদেম, রুনা খান প্রমুখ।

ঈদের দ্বিতীয় দিন

সন্ধ্যা ৬.২০ সেলিব্রেটি কুকিং শো। ৭.২০ নো অজুহাত

ঈদের তৃতীয় দিন

সন্ধ্যা ৬.২০ সেলিব্রেটি কুকিং শো। ৭.২০ নো অজুহাত

এনটিভি

ঈদের দিন

বিকেল ৫.১৫ আকাশ ভরা তারা। সন্ধ্যা ৬.১০ ধারাবাহিক নাটক রং চা; রচনা: এজাজ মুন্না; পরিচালনা: অসীম গোমেজ; অভিনয়: সাজু খাদেম, ইন্তেখাব দিনার, নাঈম, ফারহানা মিলি, মৌটুসী, অর্ষা প্রমুখ। ৬.৪৫ ধারাবাহিক নাটক সৌদি গোলাপ; রচনা: বৃন্দাবন দাশ; পরিচালনা: সাগর জাহান; অভিনয়: জাহিদ হাসান, তিশা, আরফান আহমেদ, প্রাণ রায়, সাজু খাদেম, শাহনাজ খুশী প্রমুখ।

ঈদের দ্বিতীয় দিন

বিকেল ৫.১৫ আজব খেলা। সন্ধ্যা ৬.১০ রং চা। ৬.৪৫ সৌদি গোলাপ

ঈদের তৃতীয় দিন

বিকেল ৫.১৫ সুরের আকাশ (শিল্পী: হৈমন্তী শুক্লা)। সন্ধ্যা ৬.১০ রং চা। ৬.৪৫ সৌদি গোলাপ

বৈশাখী টিভি

ঈদের দিন

বিকেল ৫.১৫ ধারাবাহিক নাটক কিপ্টা দুলাভাই। ৫.৪৫ ধারাবাহিক নাটক হাই প্রেশার। সন্ধ্যা ৬.২০ ধারাবাহিক নাটক নায়িকার বিয়ে-২। ৭.৩০ ধারাবাহিক নাটক বউয়ের দোয়া পরিবহন-২

ঈদের দ্বিতীয় দিন

বিকেল ৫.১৫ কিপ্টা দুলাভাই। ৫.৪৫ হাই প্রেশার। সন্ধ্যা ৬.২০ নায়িকার বিয়ে-২। ৭.৩০ বউয়ের দোয়া পরিবহন-২

ঈদের তৃতীয় দিন

বিকেল ৫.১৫ কিপ্টা দুলাভাই। ৫.৪৫ হাই প্রেশার। সন্ধ্যা ৬.২০ নায়িকার বিয়ে-২। ৭.৩০ বউয়ের দোয়া পরিবহন-২

এশিয়ান টিভি

ঈদের দ্বিতীয় দিন

সন্ধ্যা ৭.১০ সেলিব্রিটি আড্ডা।

ঈদের তৃতীয় দিন

সন্ধ্যা ৭.১০ সেলিব্রিটি আড্ডা।

চ্যানেল নাইন

ঈদের দিন

বিকেল ৪.৩০ ধারাবাহিক নাটক ম্যারিজ পয়েন্ট; পরিচালনা: বি ইউ শুভ; অভিনয়: স্বাগতা, কল্যাণ কোরাইয়া, মিথিলা প্রমুখ। সন্ধ্যা ৬.০০ নাটক ঠিক ঠিকানা; পরিচালনা: রাফাত মজুমদার; অভিনয়: তৌসিফ মাহবুব, শবনম ফারিয়া। ৭.০০ ধারাবাহিক নাটক লাভ মিটার; পরিচালনা: ফিরোজ খান; অভিনয়: নাঈম, শবনম ফারিয়া প্রমুখ।

ঈদের দ্বিতীয় দিন

বিকেল ৪.৩০ ম্যারিজ পয়েন্ট। সন্ধ্যা ৬.০০ নাটক ঝুল বারান্দার প্রেম। পরিচালনা: বর্ণ নাথ। ৭.০০ লাভ মিটার

ঈদের তৃতীয় দিন

বিকেল ৪.৩০ ম্যারিজ পয়েন্ট। সন্ধ্যা ৬.০০ নাটক গরীবের সুখ মনে মনে; পরিচালনা: শুভ্র খান; অভিনয়: মীর সাব্বির প্রমুখ। ৭.০০ লাভ মিটার

দুরন্ত টিভি

ঈদের দিন

বিকেল ৫.০০ কেট অ্যান্ড মিম মিম। সন্ধ্যা ৬.০০ রেইনবো রুবি। ৭.৩০ দ্য জাঙ্গল বুক।

ঈদের দ্বিতীয় দিন

বিকেল ৫.০০ কেট অ্যান্ড মিম মিম। সন্ধ্যা ৬.০০ রেইনবো রুবি। ৭.৩০ দ্য জঙ্গল বুক।

ঈদের তৃতীয় দিন

বিকেল ৫.০০ কেট অ্যান্ড মিম মিম সন্ধ্যা। ৬.০০ রেইনবো রুবি। সন্ধ্যা ৭.৩০ দ্য জঙ্গল বুক।

মাছরাঙা

ঈদের দিন

সকাল ৭.০০ রাঙা সকাল (অতিথি: লোপা হোসেইন)। ৯.৩০ আমার প্রাণের স্বামী; পরিচালনা: পি এ কাজল; অভিনয়: শাকিব, শাবনূর।

ঈদের দ্বিতীয় দিন

সকাল ৭.০০ রাঙা সকাল (অতিথি: জুয়েল আইচ)। ৯.৩০ জান্নাত। পরিচালনা: মোস্তাফিজুর রহমান মানিক; অভিনয়: মাহি, সায়মন।

ঈদের তৃতীয় দিন

সকাল ৭.০০ রাঙা সকাল (অতিথি: ববি)। ৯.৩০ চাঁদনী রাতে। পরিচালনা: এহতেশাম; অভিনয়: শাবনূর, সাব্বির।

গান বাংলা

উইন্ড অব চেঞ্জ

ঈদের দিন ও ঈদের দ্বিতীয় দিন গান বাংলা চ্যানেলের একমাত্র ও সবচেয়ে বড় পরিসরের ঈদ আয়োজন ‘উইন্ড অব চেঞ্জ’ প্রচারিত হবে। রাত ৯টা, ১১টা ও ১টায় ওয়ান মোর জিরো গ্রুপের টিএম প্রডাকশন প্রযোজিত এই অনুষ্ঠান দেখানো হবে। এবারের আয়োজনে অংশ নিয়েছেন বিশ্বের ২৭ দেশের যন্ত্রশিল্পী।

রাত

বাংলাদেশ টেলিভিশন

ঈদের দিন

রাত ৮.৪৫ নাটক ভ্রান্তি; রচনা: এজাজ মুন্না; অভিনয়: মৌ, তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, ঊর্মিল শ্রাবন্তী কর। ১০.২০ আনন্দ মেলা।

ঈদের দ্বিতীয় দিন

রাত ৮.৩০ রচি মম ফাল্গুনী; রচনা: রেজাউর রহমান ইজাজ; অভিনয়: মিলন, নাদিয়া, তুষার খান, আফরোজা বানু, আজিজুল হাকিম। ৯.৩০ ছায়াছন্দ। ১০.২০ ইত্যাদি।

ঈদের তৃতীয় দিন

রাত ৮.৩০ নাটক বক্ররেখা; রচনা: পান্থ শাহরিয়ার; অভিনয়: শতাব্দী ওয়াদুদ, শশী। ৯.৩০ ছায়াছন্দ। ১০.২০ আনন্দ মেলা।

চ্যানেল আই

ঈদের দিন

রাত ৯.৩৫ নাটক আবার যদি দেখা হয়; রচনা: কাজী শাহেদুল ইসলাম; পরিচালনা: সালাহউদ্দিন লাভলু; অভিনয়: নিলয়, বৃষ্টি প্রমুখ। ১২.০০ ভালোবাসার বাংলাদেশ।

ঈদের দ্বিতীয় দিন

রাত ৯.৩৫ নাটক অবাক মেঘের বাড়ি; রচনা: মেহরাব জাহিদ; পরিচালনা: রতন হাসান; অভিনয়: অপূর্ব, সাফা কবির, এমিলা প্রমুখ। ১২.০০ ভালোবাসার বাংলাদেশ।

ঈদের তৃতীয় দিন

রাত ৯.৩৫ নাটক লোলিটা; রচনা: মাকসুমুল আরেফিন; পরিচালনা: অরুণ চৌধুরী; অভিনয়: নুসরাত ইমরোজ তিশা, তারিক আনাম খান প্রমুখ।

দেশ টিভি

ঈদের দিন

রাত ৮.৪৫ নাটক দ্য নোটবুক;রচনা: গোলাম সারোয়ার; পরিচালনা: বি ইউ শুভ; অভিনয়: অপূর্ব, ফারিন প্রমুখ। ১০.০০ মিউজিক্যাল লাইভ (শিল্পী: এস আই টুটুল)।

ঈদের দ্বিতীয় দিন

রাত ৮.৪৫ নাটক ফানিমুন;নাট্যরূপ: আশীর আহমেদ; রচনা: শফিকুর রহমান; পরিচালনা: দীপু হাজরা; অভিনয়: মনোজ, অর্ষা প্রমুখ। ১০.০০ মিউজিক্যাল লাইভ (ব্যান্ড: দলছুট)।

ঈদের তৃতীয় দিন

রাত ৮.৪৫ নাটক সমুদ্র মানব; রচনা: রুদ্র হক; পরিচালনা: লিপি আইচ; অভিনয়: জোভান, সাদিয়া জাহান প্রভা প্রমুখ। ১০.০০ মিউজিক্যাল লাইভ (ব্যান্ড: ভাইকিংস)।

বাংলাভিশন

ঈদের দিন

রাত ৮.৪০ ধারাবাহিক নাটক মাফ কইরা দেন; রচনা: মাসুম শাহরিয়ার; পরিচালনা: সাজিন আহমেদ ও উজ্জ্বল মাহমুদ; অভিনয়: মোশাররফ করিম, সাকিবা প্রমুখ। ৯.০৫ নাটক আজ রাতে একজন; রচনা ও পরিচালনা: সুমন আনোয়ার; অভিনয়: চঞ্চল চৌধুরী, স্নিগ্ধা মোমিন প্রমুখ। ৯.৫৫ ধারাবাহিক নাটক আমি তো সে না; রচনা: আল মনসুর; চিত্রনাট্য ও পরিচালনা: তারিক হাসান; অভিনয়: মোশাররফ করিম, মৌসুমী হামিদ প্রমুখ। ১১.০০ ধারাবাহিক নাটক হানিমুন হবে কক্সবাজারে; রচনা: কাজী শাহীদুল ইসলাম; পরিচালনা: সালাহউদ্দিন লাভলু; অভিনয়: সালাহউদ্দিন লাভলু, নিলয় আলমগীর, শশী প্রমুখ। ১১.৪৫ নাটক ড্রাইভার ডালিম;চনা: আদিবাসী মিজান; পরিচালনা: জাহিদ হাসান; অভিনয়: জাহিদ হাসান, নাবিলা ইসলাম, এফ এস নাঈম প্রমুখ।

ঈদের দ্বিতীয় দিন

রাত ৮.৪০ মাফ কইরা দেন। ৯.০৫ নাটক প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা; রচনা: অপূর্ণ রুবেল; পরিচালনা: মিজানুর রহমান আরিয়ান; অভিনয়: আফরান নিশো, মেহ্জাবীন প্রমুখ। ৯.৫৫ আমি তো সে না। ১১.০০ ধারাবাহিক নাটক হানিমুন হবে কক্সবাজারে। ১১.৪৫ নাটক সেই রকম কাচ্চিখোর; রচনা: আশরাফুল চঞ্চল; পরিচালনা: মারুফ মিঠু; অভিনয়: মোশাররফ করিম, শবনম ফারিয়া প্রমুখ।

ঈদের তৃতীয় দিন

রাত ৮.৪০ মাফ কইরা দেন। ৯.০৫ নাটক উগান্ডা মাসুদ; রচনা ও পরিচালনা: জাকারিয়া সৌখিন; অভিনয়: মোশাররফ করিম, তাসনিন ফারিন প্রমুখ। ৯.৫৫ আমি তো সে না।১১.০০ হানিমুন হবে কক্সবাজারে। ১১.৪৫ নাটক আঙুলে-আঙুল। রচনা ও পরিচালনা: মাবরুর রশিদ; অভিনয়: তাহসান, তিশা প্রমুখ।

দীপ্ত টিভি

ঈদের দিন

রাত ৮.৩০ নাটক মন বাসর; রচনা: আহমেদ শাহাবুদ্দিন; পরিচালনা: সৈয়দ শাকিল; অভিনয়: অপূর্ব, মম, এফ এস নাঈম। ৯.৩০ বিদেশি ধারাবাহিক ফাতমাগুল। ১০.৩০ ধারাবাহিক নাটক একটি বিড়াল বিড়ম্বনা; রচনা ও পরিচালনা: কাজল আরেফিন; অভিনয়: ইন্তেখাব দিনার, ঊর্মিলা। ১১.০০ নাটক মিড নাইট সোনাটা; পরিচালনা: হাবিব মাসুদ; অভিনয়: নিলয় আলমগীর, তাসনুভা তিশা।

ঈদের দ্বিতীয় দিন

রাত ৮.৩০ নাটক যে শ্রাবণ বৃষ্টি ঝরায়; রচনা ও পরিচালনা: বিপ্লব হায়দার; অভিনয়: ইরফান সাজ্জাদ, তাসনুভা তিশা, কাজী উজ্জ্বল। ৯.৩০ ফাতমাগুল।১০.৩০ একটি বিড়াল বিড়ম্বনা। ১১.০০ নাটক একজন আগন্তুক; রচনা: এ এইচ এম এনামুল হক; পরিচালনা: মেহেদী হাসান; অভিনয়: সমু চৌধুরী, শিল্পী সরকার অপু।

ঈদের তৃতীয় দিন

রাত ৮.৩০ নাটক মেঘলা মেঘলা দিন; রচনা ও পরিচালনা: বাবু সিদ্দিকী; অভিনয়: অপূর্ব, সাফা কবির। ৯.৩০ ফাতমাগুল। ১০.৩০ একটি বিড়াল বিড়ম্বনা। ১১.০০ নাটক গুগল কুসুম; রচনা: সারোয়ার সৈকত; পরিচালনা: ফিরোজ কবির; অভিনয়: শামীম হাসান সরকার, সালহা নাদিয়া।

এটিএন বাংলা

ঈদের দিন

রাত ৮.০০ নাটক চুটকি ভান্ডার ৭: স্বামী স্ত্রীর টক্কর; পরিচালনা: শামীম জামান; অভিনয়: আ খ ম হাসান, এ্যানি খান, ফারজানা রিক্তা প্রমুখ। ৮.৩০ নাটক ভুল ভাঙাতে ভুল করা; রচনা ও পরিচালনা: হানিফ সংকেত; অভিনয়: আবুল হায়াত, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, সাঈদ বাবু, কে এস ফিরোজ, মাসুদ আলী খান প্রমুখ। ৯.৩০ ধারাবাহিক নাটক প্রেমের দুষ্টচক্র;রচনা: শফিকুর রহমান; পরিচালনা: কায়সার আহমেদ; অভিনয়: আনিসুর রহমান মিলন, অহনা, তাসনুভা তিশা, ফারহানা মিলি প্রমুখ। ১০.৩০ মনের ফ্রেমে তুমি (শিল্পী: ইভা রহমান)। রাত ১১.৩০ টেলিছবি বাও বাতাস; রচনা ও পরিচালনা: সুমন আনোয়ার।

ঈদের দ্বিতীয় দিন

রাত ৮.০০ নাটক চুটকি ভান্ডার ৭: সুইসাইড নিউজ। ৮.৩০ নাটক দ্য টেইলর; রচনা ও পরিচালনা: কাজল আরেফিন। ৯.৩০ প্রেমের দুষ্টচক্র। ১০.৩০ ঈদের বাজনা বাজেরে। ১১.৩০ টেলিছবি রোমিও; রচনা: গোলাম সরোয়ার অনিক, পরিচালনা: বি ইউ শুভ।

ঈদের তৃতীয় দিন

রাত ৮.০০ নাটক চুটকি ভান্ডার ৭: টিভি চোর। ৮.৩০ নাটক কয়েদী নং ৩৭০; রচনা ও পরিচালনা: রাশেদা লাজুক। ৯.৩০ প্রেমের দুষ্টচক্র। ১০.৩০ মন থেকে রইল শুভ কামনা (শিল্পী: ড. মাহফুজুর রহমান)। ১১.৩০ টেলিছবি ডোনার; রচনা: প্রীতি দত্ত, পরিচালনা: বিশ্বজিৎ দত্ত।

নাগরিক টিভি

ঈদের দিন

রাত ৮.৪০ ধারাবাহিক নাটক ডায়াবেটিস। ৯.২০ ধারাবাহিক নাটক নকল হইতে সাবধান; রচনা: শামীম সিকদার; পরিচালনা: মারুফ মিঠু; অভিনয়: জাহিদ হাসান, ঈশানা প্রমুখ। ১০.০০ নাটক লাভ বক্স; রচনা ও পরিচালনা: সাগর জাহান; অভিনয়: তাহসান খান, সাবিলা নূর। ১১.০০ গানের মেলা (ব্যান্ড: জলের গান)।

ঈদের দ্বিতীয় দিন

রাত ৮.৪০ ডায়াবেটিস। ৯.২০ নকল হইতে সাবধান। ১০.০০ নাটক টাইম পাস; পরিচালনা: ইমরাউল রাফাত; অভিনয়: তৌসিফ, সাফা কবির। ১১.০০ গানের মেলা (শিল্পী: আসিফ)।

ঈদের তৃতীয় দিন

রাত ৮.৪০ ডায়াবেটিস। ৯.২০ নকল হইতে সাবধান। ১০.০০ নাটক ফিফটি ফিফটি; পরিচালনা: রাজিব রসুল; অভিনয়: তানজিন তিশা, ইরফান সাজ্জাদ। ১১.০০ গানের মেলা (শিল্পী: বাপ্পা মজুমদার)।

একুশে টিভি

ঈদের দিন

রাত ৮.০০ নাটক একজন অস্তিত্বহীন মানুষের গল্প; রচনা ও পরিচালনা: হানিফ পালোয়ান; অভিনয়: মোশাররফ করিম, রোমানা স্বর্ণা, রোজী সেলিম, রিফাত চৌধুরী প্রমুখ। ৯.২০ ধারাবাহিক নাটক মি. রোমিও; রচনা:গোলাম সারওয়ার; পরিচালনা: বি ইউ শুভ; অভিনয়: অপূর্ব, মম, জনি প্রমুখ। ১০.০০ ধারাবাহিক নাটক কোট পরা ভদ্রলোক; রচনা ও পরিচালনা: সাজিন আহমেদ; অভিনয়: মোশাররফ করিম, ইরেশ যাকের প্রমুখ। ১১.৩০ ফোন লাইভ স্টুডিও কনসার্ট (শিল্পী: পারভেজ ও ঐশী)।

ঈদের দ্বিতীয় দিন

রাত ৮.০০ নাটক মেঘের বাড়ি যাব; রচনা:চয়ন দেব; পরিচালনা: বি ইউ শুভ; অভিনয়: অপূর্ব, মেহ্জাবীন। ৯.২০ মি. রোমিও। ১০.০০ কোট পরা ভদ্রলোক। ১১.৩০ ফোন লাইভ স্টুডিও কনসার্ট (ইমরান)।

ঈদের তৃতীয় দিন

রাত ৮.০০ নাটক লেট মি ভাই;রচনা: হামেদ হাসান; পরিচালনা: খোকন কর্মকার; অভিনয়: আফরান নিশো, শায়লা সাবি প্রমুখ। ৯.২০ মি. রোমিও। ১০.০০ কোট পরা ভদ্রলোক। ১১.৩০ ফোন লাইভ স্টুডিও কনসার্ট (ফাহমিদা নবী)

বিটিভির ঈদের ইত্যাদিতে দেখা যাবে শহীদুজ্জামান েসলিম, ঈশিতা, মম ও চঞ্চল চৌধুরীকে। অনুষ্ঠানটি গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত
বিটিভির ঈদের ইত্যাদিতে দেখা যাবে শহীদুজ্জামান েসলিম, ঈশিতা, মম ও চঞ্চল চৌধুরীকে। অনুষ্ঠানটি গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত

এনটিভি

ঈদের দিন

রাত ৮.০৫ নাটক আমার হাতটা একটু ধরো; রচনা ও পরিচালনা: এস এ হক অলীক। ৯.০৫ ডান্স ডান্স। ৯.৪৫ ধারাবাহিক নাটক মতলব; রচনা ও পরিচালনা: মীর সাব্বির। অভিনয়: মীর সাব্বির, অহনা, মাজনুন মিজান প্রমুখ। ১১.১০ নাটক ভাই, পারলে মাফ করবেন; গল্প: আমিনুল ইসলাম অনীক; চিত্রনাট্য ও পরিচালনা: মাবরুর রশীদ; অভিনয়: ইরফান সাজ্জাদ, সাবিলা নূর প্রমুখ। ১২.৩০ আকাশ ভরা তারা।

ঈদের দ্বিতীয় দিন

রাত ৮.০৫ নাটক ইতি তোমার হিচকক; নাট্যরূপ: শাহজাহান সৌরভ; গল্প ও পরিচালনা: গোলাম সোহরাব দোদুল; অভিনয়: চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ প্রমুখ। ৯.০০ অনলাইন ভাইব্রেশন (শিল্পী: মাহতিম সাকিব ও ডোরা)। ৯.৪৫ মতলব১১.১০ নাটক শিশির বিন্দু; চিত্রনাট্য: অবয়ব সিদ্দিকী; গল্প ও পরিচালনা: মুহাম্মদ মোস্তফা কামাল রাজ; অভিনয়: অপূর্ব, তানজিন তিশা প্রমুখ।

ঈদের তৃতীয় দিন

রাত ৮.০৫ নাটক সুইজারল্যান্ড; রচনা: মাসুম শাহরিয়ার; পরিচালনা: চয়নিকা চৌধুরী; অভিনয়: রিয়াজ, অপি করিম প্রমুখ। ৯.০০ হানিমুন। ৯.৪৫ মতলব১১.১০ নাটক পারফেক্ট হাজবেন্ড; রচনা: মারুফ রেহমান; পরিচালনা: নঈম ইমতিয়াজ নেয়ামূল; অভিনয়: আফরান নিশো, মেহ্জাবীন প্রমুখ।

আরটিভি

ঈদের দিন

রাত ৮.৩৫ নাটক মামুন মামা; রচনা: দয়াল সাহা, পরিচালনা: শেখ সেলিম; অভিনয়: জাহিদ হাসান, পিয়া বিপাশা প্রমুখ। ৯.৪০ ধারাবাহিক নাটক তালমিছরি? না হাওয়াই মিঠাই! রচনা ও পরিচালনা: সাগর জাহান; অভিনয়: মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, রোবেনা রেজা, আরফান আহমেদ, প্রাণ রায় প্রমুখ। ১০.০০ নাটক শেষের অপেক্ষায়; রচনা: মোহন আহমেদ; পরিচালনা: সকাল আহমেদ; অভিনয়: রিয়াজ, মম প্রমুখ। ১১.০৫ ডিম পাড়ে হাঁসে খায় বাগডাশে; রচনা: রাজিবুল ইসলাম; পরিচালনা: সাইদুর রহমান; অভিনয়: জাহিদ হাসান, তানিয়া আহমেদ, সালাহউদ্দিন লাভলু, শবনম ফারিয়া প্রমুখ। ১১.৩০ চলো দিগন্তে; রচনা: হাসনাত বিন মতিন ও আর বি প্রীতম; পরিচালনা: আর বি প্রীতম; অভিনয়: জোভান, টয়া প্রমুখ। ১১.৫০ টেলিছবি আনোয়ার দি প্রোডাকশন বয়; রচনা ও পরিচালনা: মহিদুল মহিম; অভিনয়: আফরান নিশো, মেহ্জাবীন প্রমুখ।

ঈদের দ্বিতীয় দিন

রাত ৮.৩৫ নাটক ময়ূরী শক দেয়; রচনা: দয়াল সাহা; পরিচালনা: সাজ্জাদ সুমন; অভিনয়: আফরান নিশো, তানজিন তিশা প্রমুখ। ৯.৪০ তালমিছরি? না হাওয়াই মিঠাই! ১০.০০ নাটক বেয়াইন সাব; রচনা ও পরিচালনা: ইমরাউল রাফাত; অভিনয়: তৌসিফ মাহবুব, মেহ্জাবীন চৌধুরী প্রমুখ। ১১.০৫ ডিম পাড়ে হাঁসে খায় বাগডাশে। ১১.৩০ চলো দিগন্তে। ১১.৫০ টেলিছবি ছেলেটা একটু অন্য রকম; রচনা: সাইফুর রহমান; পরিচালনা: বি ইউ শুভ; অভিনয়: অপূর্ব, মম প্রমুখ।

ঈদের তৃতীয় দিন

রাত ৮.৩৫ নাটক যমজ ১১; পরিচালনা: আজাদ কালাম; অভিনয়: মোশাররফ করিম, অপর্ণা প্রমুখ। ৯.৪০ তালমিছরি? না হাওয়াই মিঠাই! ১০.০০ নাটক বাবুলের শুভ বিবাহ; রচনা ও পরিচালনা: বিপ্লব হায়দার; অভিনয়: জাহিদ হাসান, তানজিন তিশা প্রমুখ। ১১.০৫ ডিম পাড়ে হাঁসে খায় বাগডাশে। ১১.৩০ চলো দিগন্তে। ১১.৫০ টেলিছবি ঝিঁঝি পোকার কান্না; রচনা ও পরিচালনা: আদর সোহাগ; অভিনয়: পিয়া বিপাশা, মনোজ প্রমুখ।

নাগরিক টিভির ফিফটি ফিফটি নাটকে অভিনয় করেছেন তানজিন তিশা
নাগরিক টিভির ফিফটি ফিফটি নাটকে অভিনয় করেছেন তানজিন তিশা

বৈশাখী টিভি

ঈদের দিন

রাত ৮.১০ একক নাটক ভাবীর দোকান। ৯.১০ধারাবাহিক নাটক আয়না মতি। ১০.৩০ ধারাবাহিক নাটক ঈদ বোনাস। ১১.৪০ পূর্ণদৈর্ঘ্য সিনেমা মন যেখানে হৃদয় সেখানে; অভিনয়: শাকিব খান, অপু বিশ্বাস।

ঈদের দ্বিতীয় দিন

রাত ৮.১০ নাটক বরিশাল টু ঢাকা। ৯.১০ আয়না মতি। ১০.৩০ ঈদ বোনাস। ১১.৪০ পূর্ণদৈর্ঘ্য সিনেমা স্বামী স্ত্রীর যুদ্ধ; অভিনয়: মান্না, শাবনূর, পূর্ণিমা।

ঈদের তৃতীয় দিন

রাত ৮.১০ নাটক মন্টু মিয়ার মটরসাইকেল। ৯.১০ আয়না মতি। ১০.৩০ ঈদ বোনাস। ১১.৪০ পূর্ণদৈর্ঘ্য সিনেমা সন্তান আমার অহংকার; অভিনয়: শাকিব খান, অপু বিশ্বাস।

এশিয়ান টিভি

ঈদের দিন

রাত ৮.০০ নাটক টম অ্যান্ড জেরি ২; রচনা ওপরিচালনা: কাজল আরেফিন; অভিনয়: আফরান নিশো, মেহ্জাবীন। রাত ১১.০০ এশিয়ান লাইভ (শিল্পী: রবি চৌধুরী)

ঈদের দ্বিতীয় দিন

রাত ৮.০০ নাটক আমি গাধা বলছি;রচনা ও পরিচালনা: ইমরাউল রাফাত; অভিনয়: জোভান, তাসনিয়া ফারিন। ১১.০০ এশিয়ান লাইভ (শিল্পী: এস ডি রুবেল)।

ঈদের তৃতীয় দিন

রাত ৮.০০ নাটক ডি মোটিভেশনাল লাভ; রচনা ও পরিচালনা: তপু খান; অভিনয়: জোভান, তানজিন তিশা। ১১.০০ এশিয়ান লাইভ (শিল্পী: বাদশা বুলবুল)।

চ্যানেল নাইন

ঈদের দিন

রাত ৮.০০ নাটক ওপারে আকাশ; পরিচালনা: সৈয়দ শাকিল, অভিনয়: অপূর্ব, মম। ৯.০০ নাটক মুখচোরা মজনু; পরিচালনা: মিজানুর রহমান; ১০.০০ ধারাবাহিক নাটক ইন্দুবালা; পরিচালনা: অনন্য মামুন; অভিনয়: পপি, আঁচল, তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

ঈদের দ্বিতীয় দিন

রাত ৮.০০ নাটক খুঁজছি তোমায়; পরিচালনা: সাজ্জাদ সনি, অভিনয়: নিশো, তানজিন তিশা। ৯.০০ নাটক আই অ্যাম সিঙ্গেল; পরিচালনা:দিপু হাজরা; অভিনয়: জোভান, অর্ষা। ১০.০০ ধারাবাহিক নাটক ইন্দুবালা।

ঈদের তৃতীয় দিন

রাত ৮.০০ নাটক তুমিও ভালো থেকো; পরিচালনা: মেহেদী হাসান; অভিনয়: তৌসিফ, নদিয়া নদী প্রমুখ । ৯.০০ নাটক স্টেশন; পরিচালনা: এভিল শুভ্র; অভিনয়: স্বাগতা, নজরুল রাজ প্রমুখ। ১০.০০ ধারাবাহিক নাটক ইন্দুবালা

একুশে টিভির ঈদ ধারাবাহিক মি. রোমিও ও দীপ্ত টিভির মন বাসর নাটকে দেখা যােব অপূর্বকে
একুশে টিভির ঈদ ধারাবাহিক মি. রোমিও ও দীপ্ত টিভির মন বাসর নাটকে দেখা যােব অপূর্বকে

দুরন্ত টিভি

ঈদের দিন

রাত ৮.০০ স্পঞ্জবব স্কয়ারপ্যান্টস্। ৯.০০ রঙ বেরঙের গল্প। ৯.৩০ চার ছক্কা মারপ্যাঁচ। ১০.০০ রবিন হুড।

ঈদের দ্বিতীয় দিন

রাত ৮.০০ স্পঞ্জবব স্কয়ারপ্যান্টস। ৯.০০ রঙ বেরঙের গল্প। ৯.৩০ চার ছক্কা মারপ্যাঁচ। ১০.০০ রবিন হুড অ্যান্ড দ্য ইনভিন্সিবল নাইট।

তৃতীয় দিন

রাত ৮.০০ স্পঞ্জবব স্কয়ারপ্যান্টস্। ৮.৩০ মনের জাদুকর/গুড্ডুবুড়া। ৯.০০ রঙ বেরঙের গল্প। ৯.৩০ চার ছক্কা মারপ্যাঁচ। ১০.০০ পূ রবিন হুড: এনিমিস ফরএভার।