মাহতিম শাকিবের বিরুদ্ধে কথা দিয়েও অনুষ্ঠান না করার অভিযোগ

মাহতিম শাকিবের গান গাওয়ার ব্যাপারটি নাগরিক টিভিতে ঈদের আগে রমজান মাসে নিয়মিত প্রচার করা হয়
মাহতিম শাকিবের গান গাওয়ার ব্যাপারটি নাগরিক টিভিতে ঈদের আগে রমজান মাসে নিয়মিত প্রচার করা হয়

রমজান মাসে নাগরিক টিভিতে ঈদের অনুষ্ঠান নিয়ে যে প্রচার চালানো হয়, সেখানে বলা হয়েছে, ঈদের পঞ্চম দিন ‘গানের মেলা’ অনুষ্ঠানে গান করবেন মাহতিম শাকিব ও ইমরান হোসেন। আজ রোববার রাত ১১টায় অনুষ্ঠানটি স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার হওয়ার কথা। কিন্তু গতকাল শনিবার রাতে মাহতিম শাকিবের সঙ্গে নাগরিক টিভির কর্তৃপক্ষ যখন যোগাযোগ করে, তখন তিনি জানান, আজ এই অনুষ্ঠানে তিনি গান গাইতে পারবেন না। কারণ আজ বগুড়ায় তিনি আরেকটি অনুষ্ঠানে অংশ নেওয়ার ব্যাপারে কথা দিয়েছেন। সেখান থেকে অগ্রিম বাবদ কিছু অর্থও নিয়েছেন। এর পর আজ রোববার দুপুরে প্রথম আলোর কাছে তিনি দাবি করেন, ‘নাগরিক টিভির কর্তৃপক্ষের সঙ্গে আমার ঈদের ষষ্ঠ দিনে গান গাওয়ার ব্যাপারে কথা হয়েছে।’ কিন্তু নাগরিক টিভিতে যে বিজ্ঞাপন প্রচারিত হয়েছে? বললেন, ‘এ ব্যাপারে আমি কিছুই জানি না।’

‘গানের মেলা’ অনুষ্ঠানে মাহতিম শাকিবের সঙ্গে আরও গান করার কথা ছিল ইমরান হোসেনের। ‘মধু হই হই বিষ খাওয়াইলা’ গান দিয়ে জনপ্রিয় হন তিনি। আজ দুপুরে প্রথম আলোকে তিনি বলেন, ‘রমজান মাসের দ্বিতীয় সপ্তাহে নাগরিক টিভির সঙ্গে এই অনুষ্ঠানের ব্যাপারে আমাদের কথা হয়েছে। এরপর ২০ মে (১৪ রমজান) ঢাকা ক্লাবে নাগরিক টিভির ইফতার পার্টিতে আমি উপস্থিত ছিলাম। সেখানে একটা প্রমো দেখানো হয়েছিল। কিন্তু আমি সেটা খেয়াল করিনি।’

ইমরান হোসেন আরও বলেন, ‘নাগরিক টিভিতে কবে গান করব, তা নিয়ে আমিও দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। প্রমো যাচ্ছে এটা শুনেছি, আমাকে অনেকই বলেছেন, কিন্তু দিনের ব্যাপারে নিশ্চিত ছিলাম না। গতকাল শনিবার আমি নবাবগঞ্জের দোহারে গান গাইতে গিয়েছিলাম। সেখানে থাকতেই নাগরিক টিভি থেকে একজন কর্মকর্তা আমাকে ফোন দিয়ে জানান, রোববার রাত ১১টায় আমাদের গান গাইতে হবে। আমি অনুষ্ঠান শেষ করে রাতেই ঢাকায় ফিরে এসেছি।’

আজ দুপুর ১২টা ১১ মিনিটে নাগরিক টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান কামরুজ্জামান বাবুর কাছে পাঠানো এক খুদে বার্তায় মাহতিম শাকিব লিখেছেন, ‘আমি খুবই দুঃখিত, আজকের লাইভ অনুষ্ঠানে অংশ নিতে পারছি না। অনুষ্ঠানের তারিখ নিয়ে ভুল-বোঝাবুঝি হওয়ায় বগুড়ার একটি অনুষ্ঠানে যাচ্ছি।’

নাগরিক টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান কামরুজ্জামান বাবু এক লিখিত বিবৃতিতে বলেছেন, মাহতিম শাকিব তাঁদের সঙ্গে অপেশাদার আচরণ করেছেন।

গত বছর ২২ মে ইউটিউবে মাহতিম শাকিব নামের এক কিশোরের একটি গান বের হয়। গানটির শিরোনাম ‘এই মন তোমাকে দিলাম’। এর পর রাতারাতি তিনি ব্যাপক পরিচিত পান।