অমিতাভ কথা রাখলেন

পুলওয়ামার শহীদদের পরিবারকে আর্থিকভাবে সহায়তা করেছেন অমিতাভ বচ্চন
পুলওয়ামার শহীদদের পরিবারকে আর্থিকভাবে সহায়তা করেছেন অমিতাভ বচ্চন

আবার নিজের দেওয়া কথা রাখলেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন। কৃষকদের পর এবার তিনি পুলওয়ামার শহীদদের পরিবারের পাশে দাঁড়ালেন। সম্প্রতি অমিতাভ বচ্চন বিহারের কৃষকদের দিকে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন। তিনি বিহারের ২১০০ কৃষকের ঋণের টাকা শোধ করে দেন। আর এরপর থেকেই চারদিকে কানাঘুষা চলছিল যে বিগ বি কবে পুলওয়ামার শহীদদের পরিবারকে আর্থিকভাবে সাহায্য করবেন। কারণ তিনি তাঁদের আর্থিক সহায়তার কথা ঘোষণা দিয়েছিলেন। আবার কথা রাখলেন বলিউডের এই মেগাস্টার। প্রতিশ্রুতি অনুযায়ী পুলওয়ামার শহীদদের পরিবারের সদস্যদের আর্থিকভাবে সহায়তা করলেন তিনি।

অমিতাভ বচ্চন পুলওয়ামার শহীদ ৪৯ জন সিআরপিএফ সদস্যের পরিবারকে মুম্বাইতে আমন্ত্রণ জানান। মুম্বাইতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি শহীদ সদস্যদের প্রত্যেকের পরিবারের সদস্যের হাতে ৫ লাখ রুপির চেক তুলে দেন। এদিন বিগ বির পাশে ছিলেন ছেলে অভিষেক বচ্চন আর মেয়ে শ্বেতা নন্দা বচ্চন। এ ছাড়া পুলিশের কিছু উচ্চপদস্থ কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঘোষণা দিলেন অমিতাভ বচ্চন। তবে চেক তুলে দেন শ্বেতা বচ্চন ও অভিষেক বচ্চন
ঘোষণা দিলেন অমিতাভ বচ্চন। তবে চেক তুলে দেন শ্বেতা বচ্চন ও অভিষেক বচ্চন

অমিতাভ বচ্চন নিজের ব্লগে এই অনুষ্ঠানের কিছু ছবি শেয়ার করেছেন। ব্লগে তিনি শহীদদের পরিবারের কষ্ট ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘ও ভাবলেশহীন হয়ে এসেছিল...ওনাদের মুখে এক অর্থহীন জীবনের প্রতিফলন ছিল...ওনারা নিজেরা নিজেদের মধ্যে হারিয়ে গেছেন...স্বামী, ঘরের ছেলে...কিছু মহিলা বাচ্চাদের সঙ্গে করে এসেছিলেন...আর কেউ কেউ মা হতে চলেছেন...ওনারা সেই ৪০ জন জওয়ানদের পরিবার, যাঁরা পুলওয়ামার আতঙ্কবাদী হামলায় নিজেদের প্রাণ হারিয়েছেন।’

অমিতাভ বচ্চন জানান, এই শহীদদের পরিবারের নাম ও ঠিকানা সংগ্রহ করতে একটু সময় লেগেছে। তবে এই প্রয়াস আজ সফল।

এই অনুষ্ঠানের আগে অমিতাভ বচ্চন ব্লগে লিখেছিলেন, ‘এখন আর একটি প্রতিশ্রুতি পূরণ করতে হবে। পুলওয়ামা হামলায় যাঁরা প্রাণ হারিয়েছিলেন, তাঁদের স্ত্রী আর পরিবারকে আর্থিকভাবে সাহায্য করতে হবে, প্রকৃত শহীদ।’

এর আগে বিগ বি কৃষকদের ঋণ শোধ করার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, ‘যে প্রতিশ্রুতি করেছিলাম, তা পূরণ করেছি।’