গ্যেটে ইনস্টিটিউটে তিনটি ছবির প্রদর্শনী

তাসমিয়াহ্ আফরিন
তাসমিয়াহ্ আফরিন

ধানমন্ডির গ্যেটে ইনস্টিটিউটে আজ দেখানো হবে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এগুলোর মধ্যে প্রথমবারের মতো প্রদর্শনী হতে যাচ্ছে মেরিল-প্রথম আলো ফেইম ফ্যাক্টরি প্রযোজিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নায়িকার একরাত’। ইন্টারন্যাশনাল ফিল্ম ইনিশিয়েটিভ অব বাংলাদেশ এবং গ্যেটে ইনস্টিটিউট আয়োজিত ‘থ্রু হার আইজ’ শীর্ষক এ আয়োজনে আজ রোববার বিকেল পাঁচটায় দেখানো হবে তাসমিয়াহ্ আফরিন পরিচালিত ছবিটি।

এ ছাড়া একই সময়ে দেখানো হবে পরিচালকের আরও দুটি স্বল্পদৈর্ঘ্য ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’ এবং প্রামাণ্য চলচ্চিত্র ‘টোকাই ২০১২’। প্রদর্শনী শেষে থাকবে পরিচালকের সঙ্গে দর্শকদের প্রশ্নোত্তর পর্ব। পর্বটি পরিচালনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক মোহাম্মদ আজম।

ফ্রান্সের ৩৪তম ফেস্টিভ্যাল ত্যুস কোর্টস-এ ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় তাসমিয়াহ্ আফরিনের প্রথম স্বল্পদৈর্ঘ্য ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’। এ ছবি ৬টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে জিতে নেয় পুরস্কার। এ বছর তাঁর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নায়িকার এক রাত’ মেরিল-প্রথম আলো ফেইম ফ্যাক্টরি প্রকল্পে প্রথম পুরস্কার অর্জন করে।