হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে 'হেমন্ত আর্কাইভ'

আজ হেমন্ত মুখোপাধ্যায়ের শততম জন্মদিন
আজ হেমন্ত মুখোপাধ্যায়ের শততম জন্মদিন

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক হেমন্ত মুখোপাধ্যায়ের আজ শততম জন্মদিন। আজ রোববার কলকাতায় হেমন্ত মুখোপাধ্যায়ের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। ১৯২০ সালের ১৬ জুন জন্মেছিলেন বাংলা গানের এই প্রথিতযশা শিল্পী। তাঁর সুরেলা কণ্ঠে রবীন্দ্রসংগীত আর আধুনিক গান আজও গেঁথে আছে প্রতিটি বাঙালির হৃদয়ে। আজ হেমন্ত মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানান কলকাতার সংস্কৃতি জগতের বিশিষ্টজনেরা। দক্ষিণ কলকাতার মেনকা প্রেক্ষাগৃহের কাছে সাদার্ন অ্যাভিনিউয়ের হেমন্ত মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে দিনের সূচনা হয়। শিল্পীর মূর্তিতে মাল্যদান করেন কলকাতার সংগীতজগতের তারকারা। ছিলেন হৈমন্তী শুক্লা, শিবাজি চট্টোপাধ্যায়, অরুন্ধতী হোম চৌধুরী, পণ্ডিত সমর নাগ, অরিন্দম গাঙ্গুলি, সৈকত মিত্র, কলকাতার সাবেক পুলিশ কমিশনার গৌতম মোহন চক্রবর্তী, কলকাতা পৌর করপোরেশনের মেয়র-ইন-কাউন্সিল দেবাশীষ কুমার, সাবেক সাংসদ সুব্রত বকশি প্রমুখ।

শিল্পীর জন্মশতবর্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিশিষ্টজনেরা বলেছেন, এবার কলকাতায় ‘হেমন্ত আর্কাইভ’ গড়া হবে। সংগীতশিল্পী শিবাজি চট্টোপাধ্যায় বলেন, ‘আমরা এই প্রথিতযশা শিল্পীর ভক্ত আর অনুরাগীরা তাঁকে শ্রদ্ধা জানানোর জন্য কলকাতায় “হেমন্ত আর্কাইভ” গড়ে তুলব। আমাদের শিল্পীদের সংগঠন “অ্যাপস” এই আর্কাইভ গড়ার উদ্যোগ নিয়েছে। এই আর্কাইভে থাকবে শিল্পীর ব্যবহার করা হারমোনিয়াম, গানের খাতা, ডায়েরি, ছবিসহ নানা তথ্য ও ডকুমেন্ট। দক্ষিণ কলকাতার শরৎ চ্যাটার্জি রোডের যে বাড়িতে হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন, সেখানে এখন শিল্পী পরিবারের কেউ থাকেন না। এক ভাড়াটে রয়েছেন। হেমন্ত মুখোপাধ্যায়ের ছেলে জয়ন্ত মুখোপাধ্যায় আর কন্যা রানু মুখোপাধ্যায়ের সঙ্গে সেই বাড়িতে আর্কাইভ গড়া নিয়ে আলোচনা করা হবে। এরপর আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

দক্ষিণ কলকাতার মেনকা প্রেক্ষাগৃহের কাছে সাদার্ন অ্যাভিনিউয়ের হেমন্ত মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন শিল্পীরা। ছবি: ভাস্কর মুখার্জি
দক্ষিণ কলকাতার মেনকা প্রেক্ষাগৃহের কাছে সাদার্ন অ্যাভিনিউয়ের হেমন্ত মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন শিল্পীরা। ছবি: ভাস্কর মুখার্জি

এদিকে হেমন্ত মুখোপাধ্যায়ের শততম জন্মদিনকে স্মরণে রাখতে আজ বিকেলে কলকাতার রবীন্দ্র সদনে আয়োজন করা হয়েছে শততম জন্মদিনের অনুষ্ঠান। এখানে নৃত্য পরিবেশন করবেন শতাব্দী ব্যালে ট্রুপের শিল্পীরা। হেমন্ত মুখোপাধ্যায়ের গান গাইবেন হৈমন্তী শুক্লা, অরুন্ধতী হোম চৌধুরী, শিবাজি চট্টোপাধ্যায়, সৈকত মিত্র, ইন্দ্রনীল সেন প্রমুখ।