রণবীরকে কী বললেন পিয়া?

জান্নাতুল পিয়ার সঙ্গে রণবীর সিংয়ের সেলফি
জান্নাতুল পিয়ার সঙ্গে রণবীর সিংয়ের সেলফি

বিশ্বকাপ ক্রিকেট খেলার উপস্থাপনা করতে যুক্তরাজ্য যাওয়া জান্নাতুল পিয়ার সঙ্গে লন্ডনের মাঠে দেখা হয়ে গেল বলিউডের এ সময়ের অন্যতম জনপ্রিয় তারকা রণবীর সিংয়ের। কয়েক সেকেন্ডের সেই দেখা হওয়াকে ক্যামেরাবন্দী করে স্মরণীয় করে রাখলেন বাংলাদেশের এই মডেল ও উপস্থাপিকা। রণবীর সিংয়ের তোলা সেই সেলফি পিয়া তাঁর ফেসবুকে পোস্ট করেছেন।

বলিউড তারকা রণবীরের সঙ্গে কীভাবে দেখা হলো? যুক্তরাজ্য থেকে পিয়া প্রথম আলোকে বলেন, ‘আমি গাজি টিভির হয়ে বিশ্বকাপ ক্রিকেট উপস্থাপনা করতে এসেছি। মাঠ থেকে বিশ্বের নামকরা খেলোয়াড় আর অতিথিদের সাক্ষাৎকার নিচ্ছি। গতকাল রোববার ভারত ও পাকিস্তান খেলা শেষেও তেমন কাজে ব্যস্ত ছিলাম। আর রণবীর আমার ঠিক পাশেই স্টার স্পোর্টসের সঙ্গে কথা বলছিল। আরেক পাশে ওয়াসিম আকরাম ও বিরাট কোহলি। বলতে পারেন, পুরো জায়গায়টা মহাতারকায় ভরপুর। সাক্ষাৎকার শেষে রণবীরকে একা দেখে এগিয়ে যাই। শুভেচ্ছা বিনিময় করে বললাম, একটা ছবি তুলে রাখতে চাই। হাসিমুখে রণবীর বললেন, “নিশ্চয়ই নিশ্চয়ই।” আমাকে অবাক করে দিয়ে রণবীর নিজেই সেলফি তুলল। পছন্দের অভিনয়শিল্পীকে হঠাৎ এভাবে দেখতে পেয়ে ভালোই লেগেছে। সেলফি তোলার সময় গ্যালারি থেকে ভারতীয়রা সবাই রণবীর, রণবীর বলে কী যে চিৎকার করছিল। তিনি বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি।’

এদিকে রণবীর সিংয়ের তোলা সেলফি পিয়া তাঁর ফেসবুকে আপলোড করে লিখেছেন, ‘দেখেন আমার সঙ্গে কে সেলফি তুলেছেন। রণবীর সিং খুবই প্রাণোচ্ছল! দুই সেকেন্ড এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারেন না।’

পিয়া বলেন, ‘আমি রণবীর সিংকে বললাম, তুমি খুবই এনার্জেটিক। আমার কাছে এমন কথা শুনে শুধুই হাসলেন। মুহূর্তটা সত্যিই অসাধারণ ছিল।’

এদিকে খেলা শেষে ফেরার পথে পিয়ার সঙ্গে লিফটে দেখা হয় সৌরভ গাঙ্গুলী, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, রমিজ রাজার। ‘এক কোনায় আমাকে মোবাইলে লুডু খেলতে দেখে বললেন, লুডু খেলছ তুমি, লুডু...আমি বললাম, না না এমনি,’ হেসে বললেন পিয়া।

বাংলাদেশের মডেল হয়ে বিশ্বমঞ্চে একাধিকবার নিজেকে মেলে ধরেছেন পিয়া। এবার মডেল হিসেবে নয়, একটি বেসরকারি চ্যানেলের পক্ষ থেকে উপস্থাপিকা হিসেবে তিনি লন্ডনের এ মাঠ থেকে ও মাঠে ঘুরে বেড়াচ্ছেন। রোববার ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড মাঠে ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়। সেখানে নিজ দেশকে সমর্থন জানাতে মাঠে হাজির ছিলেন রণবীর সিং। গ্যালারিতে বসে ভারতের পক্ষে হইহুল্লোড়ে মেতে ছিলেন। ওই খেলায় পাকিস্তানকে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৮৯ রানে হারায় ভারত।