শেষ হাসি সেলিম ও নাসিমের

নির্বাচনের ফলাফল ঘোষণার পর সভাপতি পদে বিজয়ী শহীদুজ্জামান সেলিম ও সাধারন সম্পাদক পদে বিজয়ী আহসান হাবিব নাসিম। ছবি: সংগৃহীত
নির্বাচনের ফলাফল ঘোষণার পর সভাপতি পদে বিজয়ী শহীদুজ্জামান সেলিম ও সাধারন সম্পাদক পদে বিজয়ী আহসান হাবিব নাসিম। ছবি: সংগৃহীত

অভিনয় শিল্পী সংঘের নতুন সভাপতি অভিনেতা শহীদুজ্জামান সেলিম। সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন আহসান হাবিব নাসিম। শুক্রবার রাতে শিল্পকলা একাডেমিতে এ ফলাফল ঘোষণা করেছেন নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজ।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, সভাপতি পদে ৩২৫ ভোট পেয়ে শহীদুজ্জামান সেলিম নির্বাচিত হয়েছেন। আর সাধারণ সম্পাদক হিসেবে সর্বোচ্চ ৪২২ ভোট পেয়ে আবারও বিজয়ী হন আহসান হাবিব নাসিম। সবকিছু ঠিকঠাক থাকলে নির্বাচনে জয়ী প্রার্থীরা ২০১৯-২১ মেয়াদে অভিনয় শিল্পী সংঘের নেতৃত্ব দেবেন।

শহীদুজ্জামান সেলিমের নিকটতম প্রতিদ্বন্দ্বী তুষার খান ১১৬ ও নাসিমের প্রতিদ্বন্দ্বী আবদুল হান্নান ৩৫ ভোট পেয়েছেন। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সাংগঠনিক সম্পাদক পদে লুৎফর রহমান জর্জ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সহসভাপতি নির্বাচিত হয়েছেন তিনজন। এর মধ্যে আজাদ আবুল কালাম ৩৪৪, ইকবাল বাবু ২৭৪ ও তানিয়া আহমেদ ২৪৩ ভোট পান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রওনক হাসান ২৮৪ এবং আনিসুর রহমান মিলন ২১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। অর্থ সম্পাদক নূর এ আলম পান ৩২২ ভোট। দপ্তর সম্পাদক পদে মেরাজুল ইসলাম ১৭৭ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রাণ রায় ২৪২ ভোট পেয়ে প্রচার ও প্রকাশনা সম্পাদক হন। অনুষ্ঠান সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রাশেদ মামুন অপু, তিনি পেয়েছেন ২২৯ ভোট। আইন ও কল্যাণসম্পাদক পদে শামীমা ইসলাম তুষ্টি পেয়েছেন ২০২ ভোট। তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে সুজাত শিমুল পান ৩১০ ভোট।

এদিকে সাত কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে যথাক্রমে নির্বাচিত হয়েছেন নাদিয়া আহমেদ (৩৬৩), সেলিম মাহবুব (৩৫৫), জাকিয়া বারী মম (২৭৬), বন্যা মির্জা (২৬৮), মনিরা বেগম মেমী (২৪৩), শামস সুমন (২৩৮) ও রাজীব সালেহীন (২২৯)।

নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, নির্বাচনে ভোটার ছিলেন ৬০৬ জন। এর মধ্যে টোকেন সংগ্রহ করে ভোট দিয়েছেন ৫১৪ জন। সেই হিসাবে ৯০ শতাংশ ভোট পড়েছে নির্বাচনে। ৫৭টি ব্যালট বাতিল হয়েছে। সঠিক হয়েছে ৪৫৭টি ব্যালট।

এই নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন খায়রুল আলম সবুজ, বৃন্দাবন দাস ও মাসুম আজিজ। এবারের নির্বাচনে ২১ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫১ জন। শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল সোয়া ৫টা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নির্বাচনের ভোট গ্রহণ চলে।