শুভ জন্মদিন 'কমান্ডার'

পরিচিত বিজয় নামে। পুরো নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর। জন্ম ১৯৭৪ সালের ২২ জুন। তামিল এই অভিনেতা প্লেব্যাক গায়কও। ভক্তদের কাছে থালাপাথি নামেই পরিচিত। অনেকের কাছে তিনি কমান্ডারও। তামিল সিনেমায় জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতাদের মধ্যে তিনি অন্যতম। বিজয়ের বাবা পরিচালক ও মা প্লেব্যাক গায়ক। বিজয়ের ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নেওয়া।
১ / ৭
চেন্নাইয়ের লোয়ালা কলেজে ব্যাচেলর ডিগ্রি শেষ করতে পারেননি। পরে বিজয় ক্যারিয়ার গড়ে তোলেন অভিনেতা বিজয়।
চেন্নাইয়ের লোয়ালা কলেজে ব্যাচেলর ডিগ্রি শেষ করতে পারেননি। পরে বিজয় ক্যারিয়ার গড়ে তোলেন অভিনেতা বিজয়।
২ / ৭
১৯৮৪ সালে ‘ভেট্টি’ নামের ছবি দিয়ে পর্দায় অভিষেক বিজয়ের। এ সিনেমার পরিচালক ছিলেন তার বাবা এস. এ. চন্দ্রশেখর। তবে ১৯৯২ সালে ‘নালাইয়া থিরপু’ ছবিতে নায়ক হিসেবে অভিষেক বিজয়ের।
১৯৮৪ সালে ‘ভেট্টি’ নামের ছবি দিয়ে পর্দায় অভিষেক বিজয়ের। এ সিনেমার পরিচালক ছিলেন তার বাবা এস. এ. চন্দ্রশেখর। তবে ১৯৯২ সালে ‘নালাইয়া থিরপু’ ছবিতে নায়ক হিসেবে অভিষেক বিজয়ের।
৩ / ৭
জন্মদিন উদ্‌যাপনের চেয়ে ওই দিন কোনো সামাজিক কাজ করেন। এর পাশাপাশি অর্থনৈতিকভাবে সচ্ছল নন এমন শিক্ষার্থীদের বই কিনে দেন তিনি।
জন্মদিন উদ্‌যাপনের চেয়ে ওই দিন কোনো সামাজিক কাজ করেন। এর পাশাপাশি অর্থনৈতিকভাবে সচ্ছল নন এমন শিক্ষার্থীদের বই কিনে দেন তিনি।
৪ / ৭
কোকাকোলা, চেন্নাই সুপার কিংস, সানফেস্টসহ বড় কয়েকটি কোম্পানি ব্যান্ড অ্যাম্বাসেডর বিজয়।
কোকাকোলা, চেন্নাই সুপার কিংস, সানফেস্টসহ বড় কয়েকটি কোম্পানি ব্যান্ড অ্যাম্বাসেডর বিজয়।
৫ / ৭
৪৬ বছর বয়স্ক বিজয়ের স্ত্রী সংগীতা স্বর্নালিঙ্গম। এক মেয়ে দিব্যা শাশা, এক ছেলে জেসন সঞ্জয়কে নিয়ে বিজয় থাকেন চেন্নাইয়ে।
৪৬ বছর বয়স্ক বিজয়ের স্ত্রী সংগীতা স্বর্নালিঙ্গম। এক মেয়ে দিব্যা শাশা, এক ছেলে জেসন সঞ্জয়কে নিয়ে বিজয় থাকেন চেন্নাইয়ে।
৬ / ৭
গত বছরের ৬ নভেম্বর মুক্তি পায় বিজয়ের ‘সরকার’ ছবিটি। বিশ্বের তিন হাজার ৪০০টি হলে একযোগে মুক্তি পাওয়া সরকার ছবিটি ‘বাহুবলি-২’ ছবির প্রথম দিনের আয়কে অতিক্রম করেছিল।
গত বছরের ৬ নভেম্বর মুক্তি পায় বিজয়ের ‘সরকার’ ছবিটি। বিশ্বের তিন হাজার ৪০০টি হলে একযোগে মুক্তি পাওয়া সরকার ছবিটি ‘বাহুবলি-২’ ছবির প্রথম দিনের আয়কে অতিক্রম করেছিল।
৭ / ৭
বিজয়ের পরবর্তী ছবি ‘বিজিল’। ছবিতে বিজয় গ্যাংস্টার ও ফুটবলার দুই রোলে অভিনয় করবেন। জন্মদিনের আগের দিন ২১ জুন এ ছবির পোস্টার মুক্তি পায়।
বিজয়ের পরবর্তী ছবি ‘বিজিল’। ছবিতে বিজয় গ্যাংস্টার ও ফুটবলার দুই রোলে অভিনয় করবেন। জন্মদিনের আগের দিন ২১ জুন এ ছবির পোস্টার মুক্তি পায়।