চলচ্চিত্রে ২১ বছর পরের ঢাকা

সংবাদ সম্মেলন শেষে ঢাকা ২০৪০ সিনেমার পরিচালকের সঙ্গে অভিনয়শিল্পীরা
সংবাদ সম্মেলন শেষে ঢাকা ২০৪০ সিনেমার পরিচালকের সঙ্গে অভিনয়শিল্পীরা

কেমন হবে ভবিষ্যতের ঢাকা, ‘ঢাকা ২০৪০’ সিনেমার মাধ্যমে জানাবেন পরিচালক দীপঙ্কর দীপন। এই ছবির তিনটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা, বাপ্পী চৌধুরী ও নুসরাত ফারিয়া। গত বৃহস্পতিবার রাজধানীর ঢাকা ক্লাব মিলনায়তনে ছবির আনুষ্ঠানিক ঘোষণা দেন পরিচালক।

পরিচালক দীপঙ্কর দীপন ছবিটি নিয়ে বলেছেন, ‘বাংলাদেশের ছবির জন্য এটি একেবারে নতুন ভাবনা। গল্প নিয়ে আমরা এখনই কোনো ধারণা দিতে চাই না। শুধু এটুকু বলব, এই ছবিতে আমরা সেটাই দেখাব, ২০৪০ সালে ঢাকা যেমনটা হবে।

আজ রোববার ঢাকার বিএফডিসিতে ছবির শুটিং শুরু হবে।

ছবির নায়িকা তিশা বললেন, ‘একটি অসাধারণ ভাবনার ছবি। এই ছবিটি আগামীর সুন্দর বাংলাদেশের কথা বলবে। এখানে ছোট্ট ভূমিকা রাখতে পারলেই আমাদের সার্থকতা।’

নুসরাত ফারিয়া বলেন, ‘গল্পের গাঁথুনি আমাকে মুগ্ধ করেছে। পরিচালক আমার ওপর যে দায়িত্ব দিয়েছেন, তা যথাযথভাবে পালন করব।’

বাপ্পী বলেন, ‘ছবিটি আমার জন্য নতুন চ্যালেঞ্জ। এই ছবির চরিত্র হয়ে উঠতে একটু একটু করে নিজেকে প্রস্তুত করেছি। আশা করি ভালো কিছু হবে।’

‘ঢাকা ২০৪০’ ছবির মহরত অনুষ্ঠানে পরিচালক ও কলাকুশলী ছাড়া উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান প্রমুখ।